Ritabhari Chakraborty: কাঁধে হাত রেখে মিষ্টি ফ্রেমে বন্দি রণবীর-ঋতাভরী, টলিউড ছেড়ে কি এবার বলিউডে হাতছানি বঙ্গতনয়ার?

রুপালি পর্দার একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন ঋতাভরী চক্রবর্তী ( Ritabhari Chakraborty ) । এই বঙ্গ তনয়া যেন রূপে লক্ষ্মী এবং গুণে সরস্বতী। এই কারণে সুন্দরী অভিনেত্রীর অনুরাগীদেরও কোনও অভাব নেই। ঋতাভরীর অভিনয়েরও কোনও তুলনা হয় না। নিজ দক্ষতার কারণে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করার পাশাপাশি হিন্দি ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগ পেয়েছেন এই প্রতিভাবান অভিনেত্রী। আর এর দরুণই বহু বলি তারকাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কও হয়েছে তাঁর।

অনেক বছর আগের কথা। টেলিভিশনের পর্দায় ‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকের মাধ্যমেই পথ চলা শুরু করেন ঋতাভরী চক্রবর্তী। নিজেকে কেবল ধারাবাহিকের গণ্ডিতেই সীমাবদ্ধ রাখেননি তিনি, সঙ্গে ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’, ‘কলকাতা কলম্বাস’এর মতো আরও অনেক বাংলা ছবিতে অভিনয়ও করেছেন ঋতাভরী। এরপর মডেলিং এবং হিন্দি ছবিতে অভিনয়ও বাদ যায়নি। হিন্দি ইন্ডাস্ট্রিতে কাজ করার দরুন বহু বলিউড সেলেবদের সঙ্গে ওঠা বসা রয়েছে ঋতাভরীর।

 

সম্প্রতি সকলের প্রিয় অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে দেখা গিয়েছে ঋতাভরী চক্রবর্তীকে। এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ঋতাভরী একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন। যেখানে রণবীরের সঙ্গে মিষ্টি মুহূর্ত ভাগ করে নিতে দেখা গিয়েছে এই বাঙালি অভিনেত্রীকে। ভিডিয়োতে একটি মেরুন এবং লাল রঙের লেহেঙ্গাতে দেখা গিয়েছিল ঋতাভরীকে। অপরদিকে রণবীরের পরনে ছিল ধূসর কালো রঙের একটি শেরওয়ানি। নেপথ্যে বাজছিল সকলের প্রিয় ‘কেসারিয়া’। ভিডিয়োটি শেয়ার করে নীচে ঋতাভরী লিখেছিলেন,“ কি মিষ্টি মানুষটা”।

একই দিনে ক্যাটরিনার সঙ্গেও দেখা গিয়েছিল ঋতাভরী চক্রবর্তীকে। ঋতাভরী এবং ক্যাটরিনাকে মডেলিংয়ের দরুন পূর্বেও বহুবার একসঙ্গে দেখা গিয়েছে। ছবি দেখে বোঝা যাচ্ছে যে নবরাত্রীর অনুষ্ঠানের জন্যই একসঙ্গে হয়েছিলেন এই তারকারা। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটের সঙ্গে ছবি পোস্ট করে বঙ্গ তনয়া নীচে লিখেছিলেন,“শুভ মহা নবমীর শুভেচ্ছা, আমি এই মহিলাকে ঠিক কতটা ভালবাসি এবং সম্মান করি, একটা ভাষায় প্রকাশ করতে পারবো না”। ইতিমধ্যেই রণবীর এবং ক্যাটরিনার সঙ্গে ঋতাভরীকে দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছে নেটিজেনরা।




Back to top button