দেব এখন অতীতের পাতায়, অভিনেতার সামনেই অন্য পুরুষের গালে চুমু দিলেন রুক্মিণী

জয়িতা চৌধুরি,কলকাতা: টলিউডের অন্যতম পাওয়ার কাপেল দেব- রুক্মিণী ( Dev-Rukmini )। টলিপাড়ায় তাঁদের জুটি মেলা ভার। অনস্ক্রীন হোক বা অফস্ক্রীন, সর্বত্রই এই জুটির রসায়নে মজে দর্শক মহল। সম্প্রতি মুক্তি পেতে চলেছে দেবের পরবর্তী ছবি ‘কাছের মানুষ’ ( Kacher Manush )। তবে দেবের নানান ছবিতে নানা ভাবে রুক্মিণীকে দেখা গেলেও, এই প্রথম ‘পাগলু’-র ছবিতে দেখা মিলছে না অভিনেত্রী মডেল রুক্মিণী মৈত্র ( Rukmini Maitra ) । ৩০ শে সেপ্টেম্বর মুক্তি পেতে পাবে দেবের নতুন ছবি ‘কাছের মানুষ’।
ছবির প্রচারে প্রথম থেকেই খুব একটা বেশি দেখা জাচ্ছিল না দেব বান্ধবীকে। তবে সম্প্রতি দেখা গেল অন্য ছবি। নায়ককে পাত্তা না দিয়ে অন্য নায়কের গালে চুমু খেয়ে বসলেন অভিনেত্রী। ভাবছেন তবে কি তাঁদের দুজনের প্রেমে ভাঙ্গন? পাওয়ার কাপেলের সম্পর্কের সমীকরণ কি তবে বদলে গেল? এমনিতে রুক্মিণী সামাজিক মাধ্যমগুলিতে বেশ সক্রিয়। মাঝে-মধ্যেই নিজের জীবনের নানান আপডেট ইনস্টাগ্রাম মারফৎ শেয়ার করে নেন অভিনেত্রী। সম্প্রতি সেই সামাজিক মাধ্যমেই একটি নতুন ভিডিয়ো পোস্ট করেছেন রুক্মিণী।
ভিডিয়োতে দেখা যাচ্ছে নিজের পছন্দের মানুষকে বেঁছে নিচ্ছেন নায়িকা। তবে এবার আর দেব নয়, অন্য নায়ককে বেঁছে নিলেন নায়িকা। দেবের ( Dev ) বদলে অভিনেতা প্রসেনজিত চ্যাটার্জির গালে চুমু খেলেন রুক্মিণী। এমনকি ফিরেও তাকালেন না অভিনেত্রী। যদিও নিন্দুকদের ধারণা এসবই প্রচারের অংশ। দেবের ছবি মুক্তি পেতে চলেছে আর রুক্মিণী চমক দেবেন না এমনটাও হতে পারে?
প্রসঙ্গত, ট্রেলারেই ঝাঁজ দেখিয়েছে দেব-প্রসেনজিতের ‘কাছের মানুষ’। এক ভিন্ন স্বাদের গল্প। এরকম ফাঁদ আমাদের চারপাশে নিত্যনৈমত্তিক ব্যাপার। কারও পৌষ মাস তো কারও সর্বনাশ! কীরকম? গল্পে কুন্তল ওরফে দেবের মা ছেলের ওপর অভিমান করে সাংঘাতিক কাণ্ড ঘটিয়ে ফেলেছেন। পক্ষাঘাত রোগে আক্রান্ত তিনি। যে কারণে উঠতে-বসতে দেব আত্মগ্লানিতে ভোগে। কীভাবে মায়ের স্বাভাবিক জীবন ফিরিয়ে দেবেন, কিছুতেই বুঝে উঠতে পারে না। এমতাবস্থায় হঠাৎ-ই একদিন কুন্তল ওরফে দেবের সঙ্গে ধূমকেতুর মতো আলাপ হয় এক বিমা সংস্থার এজেন্টের। এখানেই গল্পেট টুইস্ট! আর সবটাই মুক্তির অপেক্ষা।