Sampriti Poddar: আচমকা অভিনয়কে বিদায় জানালেন অভিনেত্রী সম্প্রীতি পোদ্দার! জানেন কি এর নেপথ্যে থাকা আসল কাহিনী?

মন্টি শীল, কলকাতা: সালটা ছিল ২০২১, আচমকাই টেলিভিশনের পর্দা থেকে বিদায় নেয় জি বাংলা ( Zee Bangla ) সম্প্রচারিত ধারাবাহিক ফিরকি ( Phirki )। সূত্র অনুযায়ী, বিগত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে পথ চলা শুরু করে এই ধারাবাহিক, যা প্রথম দিন থেকেই দর্শকদের নজর কাড়তে শুরু করে। জি বাংলার ( Zee Bangla )  এই আলোচিত ধারাবাহিকের মধ্যে দিয়ে সমাজের প্রতি বিশেষ বার্তা প্রেরণ করা হয়েছিল। অর্থাৎ এক কথায় বলতে গেলে, একজন তৃতীয় লিঙ্গের মায়ের কুঁড়িয়ে পাওয়া সন্তানের মা হয়ে ওঠার কাহিনী এই ধারাবাহিকে ফুঁটিয়ে তোলা হয়েছিল।

জি বাংলার ( Zee Bangla ) এই জনপ্রিয় ধারাবাহিক ফিরকিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল টেলি জগতের জনপ্রিয় অভিনেত্রী সম্প্রীতি পোদ্দার’কে ( Sampriti Poddar )। বলে রাখা ভাল, এই ধারাবাহিকের হাত ধরেই অভিনয়ের জগতে প্রবেশ করেন এই অভিনেত্রী। কিন্তু ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পরেও আজও দর্শকদের মাঝে অভিনেত্রী সম্প্রীতি পোদ্দার ( Sampriti Poddar ) ফিরকি নামেই পরিচিত। অর্থাৎ বুঝতেই পারছেন, একজন নবাগত অভিনেত্রী হলেও, তিনি তাঁর অভিনয়ের দক্ষতা দিয়ে দর্শকদের মনে কতখানি আলোড়ন সৃষ্টি করতে পেরেছিলেন।

1c52

তবে শুধুমাত্র ফিরকি নয়, অভিনেত্রীকে কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক মন মানে না ধারাবাহিকে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। এছাড়াও খুব সম্প্রতি অপরাজিত সিনেমাতেও এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলেছে ছোট পর্দার এই অভিনেত্রীর। কিন্তু খুব সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এক ঘোষণা করলেন অভিনেত্রী সম্প্রীতি পোদ্দার। যা শোনার পর রীতিমত শোরগোল পড়ে যায় তাঁর সমগ্র অনুরাগী মহলে। কিন্তু কী এমন বললেন অভিনেত্রী? জানা গিয়েছে, অভিনেত্রী সম্প্রীতি পোদ্দার অভিনয়কে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। এদিন অভিনেত্রী তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্ট করে লেখেন, ‘তিনি রাসেল গ্রুপ অফ লিডস-এ ভর্তি হয়েছেন। তিনি সেখান থেকে বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে মাস্টার্স কোর্স সম্পূর্ণ করবেন।’


জানা গিয়েছে, এই শিক্ষাপ্রতিষ্ঠানটি যুক্তরাজ্যের সেরা দশটি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে অন্যতম এবং বিশ্ব দরবারে এটি ৮৭তম স্থানে রয়েছে। এখানেই শেষ নয় অভিনেত্রী আরও লেখেন, তিনি একজন পেশাদার সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। কিন্তু ক্যামেরার প্রতি বিশেষ আবেগ সৃষ্টি হওয়ায় তিনি একজন অভিনেত্রী হয়ে ওঠেন। কিন্তু একজন ব্যবসায়ী ছাত্রী হিসেবে তিনি পড়ার সুযোগ পেয়েছেন। যা এখনও পর্যন্ত সেরা যাত্রা।’ জানা গিয়েছে, এই মুহূর্তে নিজের স্বপ্ন পূরণ করতে বিদেশ পাড়ি দিয়েছেন অভিনেত্রী। যা দেখার পর ইতিমধ্যেই বিভিন্ন রকমের মন্তব্য আসতে শুরু করেছে তাঁর অনুরাগীদের কাছ থেকে। তবে এই সংবাদ শোনার পর অনুরাগীদের একাংশ কিছুটা বিষন্ন হবেন তা বলাই যায়।




Back to top button