Soumitrisha Kundu: নবমী নিশিতে ঢাকের তালে মন ভোলালেন মিঠাই, ‘রূপে লক্ষ্মী, গুনে সরস্বতী’ বলছেন অনুরাগীরা

দূর্গাপুজো প্রায় অতিক্রান্ত। সকলেই রয়েছেন আনন্দের মধ্য গগনে। আপামর বাঙালির একটাই প্রার্থনা, ‘নবমী নিশি না হইও রে অবসান’। উৎসবের শেষ লগ্নে রেশ টুকু ধরে রাখার চেষ্টায় ব্যাকুল সেলিব্রেটিরা। কেউ বা চমৎকার ভুরিভোজে, কাউকে দেখা গেল পারিবারিক আলাপচারিতায়, কেউ বন্ধু-বান্ধবের সঙ্গে আড্ডায় মশগুল। কিন্তু মিঠাই ওরফে সৌমিতৃষার ওপর ছিল সকলের দৃষ্টি। তার পুজো কাটানোর পুঙ্খানুপুঙ্খ বিবরণ পাওয়া গেছে সোশ্যাল মিডিয়ায়। নবমীর রাতে একেবারে অন্য মেজাজে ধরা পরলেন মিঠাই

কলকাতার এক স্বনামধন্য প্যান্ডেলে ধরা দিয়েছেন মিঠাই। মহিলা ঢাকি পরিবেষ্টিত হয়ে দেখা গেছে তাকে। শুধু ঢাক শোনা না। আবারও ঢাক বাজিয়ে তাক লাগিয়ে দিয়েছেন সৌমিতৃষা। পরনে নীল শাড়ি, হাতে ঢাকের কাঠি। সকলের সঙ্গে তাল মিলিয়েই বাজাচ্ছেন মিঠাই। অভিনবত্ব এখানেই যেখানে মহিলা ঢাকিদের প্রাধান্য দেওয়া হয়েছে। তাদের আরও উজ্জীবিত করেছেন মিঠাই। আনন্দেই কেটেছে মিঠাইয়ের নবমীর রাত।

ফেসবুকে ভিডিও দিতেই সকল ভক্ত তার তাল জ্ঞান দেখে কার্যত অবাক। সকলেই বলেছেন, ‘রূপে লক্ষ্মী, গুনে সরস্বতী’ মিঠাই। এক মন্তব্যকারী জানিয়েছেন, ‘উপর ওয়ালা তোমাকে সব গুন দিয়েছেন, তুমি সব দিক থেকেই পারফেক্ট, এভাবেই এগিয়ে যাও’। অপর একজন মন্তব্য করেছেন,’চেষ্টা করলে যে মানুষ সব পারে, সেটা তোমাকে দেখে বোঝা যায়, কোনো কিছু চেষ্টা করে দেখা দোষের নয়! তোমার অভিনয়, আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে, এভাবে আস্তে আস্তে তুমি এগিয়ে যাও। আর হ্যাঁ তোমার ঢাক বাজানো টাও সুন্দর হয়েছে, তুমি তো পেশাদার ঢাকি নও,তবুও চেষ্টা করার কারণে ভালোই বাজিয়েছ’। এই সব মন্তব্য আরও বাড়িয়ে দিচ্ছে মিঠাইয়ের জনপ্রিয়তা।




Back to top button