Weekly TRP List: প্রথম পাঁচে নেই মিঠাইয়ের নাম, টিআরপি’র বেহাল দশা ইঙ্গিত দিচ্ছে শেষ এপিসোডের, বাজিমাত খড়ির

মন্টি শীল, কলকাতা: বিপদ যেন মোটেই পিছু হটতে নারাজ। কারণ বিগত বেশ কিছু সপ্তাহ যাবৎ জি বাংলা সম্প্রচারিত ধারাবাহিক ‘মিঠাই’ সাপ্তাহিক টিআরপি তালিকায় সন্তোষ জনক ফলাফল করতে পারেনি। গত সপ্তাহে প্রকাশিত তালিকা অনুযায়ী একদা বেঙ্গল টপার মিঠাই সেরা পাঁচ থেকে সরে গিয়ে কোনও মতে ছয় নম্বরে নিজের স্থান করে নিতে পেরেছে। যদিও এই একই অবস্থা স্টার জলসা সম্প্রচারিত ধারাবাহিক ‘গাঁটছড়া’র। গত সপ্তাহে প্রকাশিত তালিকা অনুযায়ী এই ধারাবাহিক তাঁর শীর্ষ স্থান থেকে নেমে এসেছে তৃতীয় স্থানে। যদিও এই ফলাফলের জন্য অনেকেই খড়ি-ঋদ্ধির গোয়েন্দা গিরিকেই দায়ি করেছেন অনেকে।
তবে একটা দীর্ঘ সময় পর ফের টিআরপি তালিকাতে সন্তোষজনক ফলাফল করতে সফল হয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘ধূলোকনা’। গত সপ্তাহে প্রকাশিত তালিকা অনুযায়ী এই ধারাবাহিক বেঙ্গল টপার হিসেবে বিবেচিত হয়েছে। যদিও এই ক্ষেত্রে অনেকেই মনে করছেন, এই সফলতার জন্য লালনের সুস্থ হয়ে ওঠা এবং সকলের সামনে ফুলঝুড়ি কীভাবে মামী চান্দ্রেয়ীর আসল সত্য উদ্ঘাটিত করছে। অপরদিকে গত দু’সপ্তাহ টানা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করে রাখতে পেরেছে ‘আলতা ফড়িং’। শুধু তাই নয়, সেরা তালিকায় নিজের নাম স্থাপিত করতে ইতিমধ্যেই জোরদার টক্কর দিতে শুরু করেছে নবাগত ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। যার দরুণ এক টানটান উত্তেজনা নজরে এসেছে দর্শক মহলে।
আর এই বিপূল উত্তেজনার মধ্যেই প্রকাশিত হল এই সপ্তাহের টিআরপি তালিকা ( Weekly TRP List )। যেখানে উল্লেখযোগ্য ভাবে দেখা গিয়েছে এই সপ্তাহে তালিকায় শীর্ষ স্থান অর্জন করেছে জনপ্রিয় বাংলা ধারাবাহিক গাঁটছড়া। যার মোট প্রাপ্ত নম্বর ৮.১। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জনপ্রিয় বাংলা ধারাবাহিক ধূলোকনা। এই ধারাবাহিকের মোট প্রাপ্ত নম্বর ৮.০। তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলা ধারাবাহিক গৌরী এলো। যার প্রাপ্ত নম্বর ৭.৭। চতুর্থ স্থানে রয়েছে জনপ্রিয় বাংলা ধারাবাহিক আলতা ফড়িং। যার সর্বমোট প্রাপ্ত নম্বর ৭.২।
শ্রেষ্ঠ বাংলা ধারাবাহিকের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে জনপ্রিয় বাংলা ধারাবাহিক জগদ্ধাত্রী। যার প্রাপ্ত নম্বর ৭.০। ষষ্ঠ স্থানে রয়েছে বাংলা ধারাবাহিক মিঠাই, লক্ষ্মী কাকিমা সুপারস্টার। প্রাপ্ত নম্বর ৬.৭। সপ্তম স্থানে রয়েছে জনপ্রিয় বাংলা ধারাবাহিক মাধবীলতা। যার মোট প্রাপ্ত নম্বর ৬.৫। অষ্টম স্থানে রয়েছে বাংলা ধারাবাহিক খেলনা বাড়ি (৬.২)। নবম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া (৬.১) এবং তালিকার সর্বশেষ নাম অনুযায়ী দশম স্থানে রয়েছে বাংলা ধারাবাহিক সাহেবের চিঠি (৫.৯)। তবে ধারাবাহিকের এই তালিকায় শীর্ষ স্থান দখল করা নিয়ে প্রতিদিনই বজায় থাকবে প্রতিযোগিতা। বজায় থাকবে ধারাবাহিকের আশা যাওয়া, নতুন ভাবনা নিয়ে টেলিভিশনের পর্দায় হাজির হওয়া। কিন্তু এই বাংলা ধারাবাহিক যে সমগ্র বাঙালি দর্শকদের কাছে সর্বকালের সেরা ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে তা বলতে কোনও দ্বিধা নেই।