Gaatchora: ভোরের আলোয় তর্পণ, খড়ির তুলির টানেই ভট্টাচার্য পরিবারে দেবী দুর্গার আগমন, রইল প্রোমো

মন্টি শীল, কলকাতা: দেবীপক্ষের হয়েগিয়েছে শুভ সূচনা। বাংলার আকাশ বাতাস জুড়ে এখন কেবল একটাই বার্তা কেবল জানান দিয়ে চলেছে, মা দুর্গা আসছে। আর তাই গোটা বাংলা তথা বাঙালি শরতের গন্ধ গায়ে মেখে দেবী দূর্গাকে স্বাগত জানাতে একেবারে প্রস্তুত। যদিও এক্ষেত্রে পিছিয়ে নেই টেলি জগতের মেগা সিরিয়ালগুলিও। দেবীপক্ষের সূচনা উপলক্ষে খুব সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে তাঁর ‘দেবীপক্ষ’এর বিশেষ পর্বের নতুন প্রোমো প্রকাশ করল স্টার জলসা ( Star Jalsha ) সম্প্রচারিত ধারাবাহিক ‘গাঁটছড়া’ ( Gaatchora )। যা এই মুহূর্তে নেটমাধ্যমে রীতিমত ভাইরাল।
এদিন সংশ্লিষ্ট চ্যানেল স্টার জলসা ( Star Jalsha ) নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ করে। যেখানে দেখা গিয়েছে ধারাবাহিকের অন্যতম মুখ্য চরিত্র খড়ি মহালয়ার দিন ভট্টাচার্য পরিবারের পূর্বপুরুষ স্মরণ করে তর্পণ করছেন। তবে শুধু মাত্র তর্পণ নয়, এরই সঙ্গে সঙ্গে খড়ি ঋদ্ধির কাছে একটি আক্ষেপ প্রকাশ করেছেন। প্রকাশিত প্রোমোতে খড়ি’কে বলতে শোনা গিয়েছে, ‘জেঠু প্রয়াত হওয়ার পর গত পাঁচ বছর ভট্টাচার্য পরিবারের দূর্গা পূজো বন্ধ।’
যা শোনার পর ঋদ্ধি খড়ি’কে ভট্টাচার্য পরিবারে নিয়ে আসেন এবং বলেন, ‘ভট্টাচার্য পরিবারে ফের দূর্গা পূজো হবে, তাও নিজের তুলির টানে।’ এরপরেই প্রোমোতে দেখা গিয়েছে খড়ি তুলির টানে ক্যানভাসের উপর দেবী দূর্গাকে ফুঁটিয়ে তুললেন। যা দেখার পর ইতিমধ্যেই নেটমাধ্যমে বিভিন্ন রকমের মন্তব্য করতে শুরু করে দিয়েছেন নেটনাগরিকরা। যেখানে একজন বলেছেন, ‘গাঁটছড়া ধারাবাহিক সত্যিই দারুণ, এই ধারাবাহিক যেভাবে বাংলার ঐতিহ্যকে ফুটিয়ে তুলেছে, তা সত্যিই প্রশংসার যোগ্য।’ এখানেই শেষ নয়, এইরকম আরও একাধিক প্রসংশামূলক মন্তব্য এসেছে ধারাবাহিকের এই নতুন প্রোমো দেখার পর।
বলে রাখা ভাল, বিগত বেশ কয়েক সপ্তাহ টিআরপি তালিকায় খারপ ফল করার পর অবশেষে নিজের শীর্ষ স্থান অর্জন করতে সক্ষম হয়েছিল অভিনেত্রী সোলাঙ্কি রায় ( Solanki Roy ) এবং অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় ( Gourab Chatterjee ) অভিনীত এই ধারাবাহিক। কিন্তু গত সপ্তাহে প্রকাশিত তালিকা অনুযায়ী দেখা গিয়েছে, এই জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘গাঁটছড়া’ ফের তাঁর শীর্ষ স্থান খুঁইয়ে তৃতীয় স্থান অর্জন করেছে। যার কারণে একাধিক আলোচনার সূত্রপাত ঘটে এই ধারাবাহিকে কেন্দ্র করে। আর তাই এই বিশেষ পর্বের উপর ভিত্তি করে ‘গাঁটছড়া’ ফের তাঁর শীর্ষ স্থান অর্জন করতে পারে কি না সেটাই এখন দেখার।