Prosenjit Chatterjee- Adideb: ‘আত্তে আত্তে আমার মতো বাজাও’!গুরু বুম্বা দাকে ঢাকের বোল শেখালো খুদে শিষ্য সুদীপা পুত্র আদিদেব

পুজোর মরসুমে মাতোয়ারা সকলে। টলিউডেও সাজো সাজো রব। কলকাতায় মল্লিক বাড়ির মতোই সুদীপা চট্টোপাধ্যায়ের বাড়ির পুজো অত্যন্ত জনপ্রিয়৷ এই বাড়ির পুজোতে প্রতি বছর হাজির থাকেন প্রচুর তারকা৷ প্রতিবারের মতোই এবারও নিয়ম-নিষ্ঠা মেনে পুজো হচ্ছে সুদীপার বাড়িতে ৷ পুজোর আয়োজনে মেতে উঠেছেন সুদীপার স্বামী পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় ও ছেলে আকাশ চট্টোপাধ্যায়। তবে সবচেয়ে বেশি ব্যস্ত বাড়ির ক্ষুদে সদস্য ছোট ছেলে আদিদেব। আদিদেবের ঘন্টা বাজানোর ছবিও ইতিমধ্যেই ভাইরাল। প্রতিমা থেকে শুরু পুজোর সাজগোজের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন সুদীপা চট্টোপাধ্যায়। তবে এর মাঝেই এল মজাদার মুহূর্তের লেন্স বন্দী ভিডিও।

টলিউডের বুম্বা দাকে আদিদেব শেখাল ঢাক বাজানোর কৌশল। দুষ্টু আদিদেবের সঙ্গে একটু সঙ্গ করতে চাইলেন প্রসেনজিৎ। ঢাক পেয়ে ছোট্ট আদিদেবের আনন্দ আর ধরে না। ঢাকে কাঠি দিয়ে বিভিন্ন তালে বাজাতে থাকে সে। প্রসেনজিৎ তাকে শিখিয়ে দিতে গেলে, শিশুর মতো অবলীলায় ঢাকের কাঠি কেড়ে নিয়ে শিখিয়ে দিল ঢাকের বোল।


বুম্বা দাও আদিদেবকে একেবারে ছোট্ট শিশু। আদো আদো বুলিতে আদিদেব জানাল, ‘আত্তে আত্তে বাজাও’। অমনি টলিউড ইন্ড্রাস্ট্রির তাবড় অভিনেতা তার দেখা দেখি আস্তে আস্তে ঢাকে দিল কাঠি। সুদীপাই দূরে দাঁড়িয়ে ভিডিও করছিলেন। তিনি বললেন, ‘ও জানেও না কার সঙ্গে এমন করছে’। অবশ্য বুম্বাদা ছোট্ট আদির সঙ্গ পেয়ে বেজায় খুশি। প্রশংসা করে বললেন, ‘ওঁর ( আদিদেব) তাল জ্ঞান খুব ভালো।




Back to top button