Oindrila Bose: ‛স্বপ্ন উড়ান’ থেকে হাতে খড়ি, বাছবিচারকে সরিয়ে বিভিন্ন অবতারেই মানুষের মন জিতেছে ঐন্দ্রিলা

মন্টি শীল, কলকাতা: এই মুহূর্তে দর্শকদের কাছে বাংলা টেলিভিশনের জনপ্রিয়তা ঠিক কতখানি তা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। তবে শুধুমাত্র ধারাবাহিকের জনপ্রিয়তা প্রসঙ্গে বলাটাও ভুল হবে। কারণ ইতিমধ্যেই ধারাবাহিকের সঙ্গে সঙ্গে দর্শকদের মাঝে এক বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে তাঁতে অভিনীত তারকারা। যার মধ্যে এক অন্যতম নাম হল জনপ্রিয় টেলি অভিনেত্রী ঐন্দ্রিলা বোস ( Oindrila Bose )। সম্প্রতি এই অভিনেত্রীকে দেখা গিয়েছে স্টার জলসা ( Star Jalsha ) সম্প্রচারিত ধারাবাহিক ‘সাহেবের চিঠি’ ( Saheber Chithi ) ধারাবাহিকে খলচরিত্রে অভিনয় করতে।
অভিনেত্রী তাঁর নজর কাড়া অভিনয়ের কৌশলের দরুন ইতিমধ্যেই দর্শকদের কাছ থেকে প্রসংশা পেয়েছেন। তবে বলে রাখা ভাল, ‘সাহেবের চিঠি’ অভিনেত্রীর কেরিয়ারের প্রথম ধারাবাহিক নয়। এর আগে একাধিক বাংলা ধারাবাহিকের গুরুত্বপূর্ণ মুখ হিসেবে পর্দায় ফুটে উঠতে দেখা গিয়েছে অভিনেত্রী ঐন্দ্রিলা বোস’কে ( Oindrila Bose )। সূত্র অনুযায়ী, তিনি প্রথম বার অভিনয়ের জগতে প্রবেশ করেন ২০১৭ সালে। তাঁর অভিনীত প্রথম বাংলা ধারাবাহিক হল স্টার জলসা পর্দায় সম্প্রচারিত ‘স্বপ্ন উড়ান’ ( Swapna Udan )। সেখানে তাঁকে দেখা গিয়েছিল অভিনেতা রাহুল বন্দোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করতে।
যেখানে তাঁকে একজন মহিলা পুলিশ কর্তার ভুমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত এই ধারাবাহিকটি বেশিদিন টেলিভিশনের পর্দায় স্থায়ী করেনি। অল্প কিছু দিনের মধ্যেই স্টার জলসা থেকে বিদায় নেয় স্বপ্ন উড়ান। যদিও অভিনেত্রী নিজে থেমে থাকেননি। স্বপ্ন উড়ান বিদায় নেওয়ার পর কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘শুভদৃষ্টি’ ধারাবাহিকে অভিনয় করার সুযোগ পান। যা দর্শকদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়। তবে অভিনেত্রী ঐন্দ্রিলা বোসের জনপ্রিয়তার সিঁড়িতে ওঠা এখানেই শেষ নয়।
জানা গিয়েছে অভিনেত্রী ঐন্দ্রিলা বোস দর্শকদের মাঝে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন জি বাংলা সম্প্রচারিত ধারাবাহিক ‘আলো ছায়া’ থেকে। যেখানে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছিল ধারাবাহিকের অন্যতম মুখ্য চরিত্র দেবাদৃতা বসুর বোনের চরিত্রে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। বেশ কিছু দিন আগে টেলিভিশনের পর্দা থেকে বিদায় নেওয়া ধারাবাহিক ‘মন ফাগুন’এও এক বিশেষ চরিত্রে দেখা গিয়েছে অভিনেত্রীকে। শুধু তাই নয় শোনা গিয়েছে, ধারাবাহিকে অভিনয় করার পাশাপাশি ঐন্দ্রিলা বোস খুব সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মেও প্রবেশ করেছেন। তবে এই মুহূর্তে ‘সাহেবের চিঠি’ ধারাবাহিকে অভিনেত্রীর খলচরিত্রটি দর্শকদের কতখানি মন জয় করতে পেরেছে তা একনজর সোশ্যাল মিডিয়াতে নজর রাখলেই স্পষ্ট হয়ে যাবে।