Swastika Mukherjee: ‘হাতে শাঁখা পলা, মাথা ভরা সিঁদুর!’ বরণ বেলায় বোল্ড বিউটি স্বস্তিকার এ কোন রূপ? মুগ্ধ দর্শক
বাঙালির দুর্গাপুজো ঐতিহ্য সাবেকিয়ানার বাহক। বরণ ও সিঁদুরখেলা তাই দেবী দুর্গার বিদায় বেলায় এক বিশেষ মাত্রা যোগ করে। এসময় দেবী আর অসুর দলনী পরাক্রমশালী নারী থাকেন না। হয়ে ওঠেন হিমালয় কন্যা উমা। সেসময় বাঙালি বাড়ির গৃহবধূরা সিঁদুরে মিষ্টিমুখে উমাকে কৈলাস যাত্রা করান। এই পরম্পরার ছাপ মেনে চলেন সাধারণ গৃহবধূ থেকে অভিনেত্রীরাও। এবারে টলিউডে বিজয়া দশমীর বিশেষ দিনে হট অ্যান্ড গ্ল্যামারাস অভিনেত্রী স্বস্তিকা মুখার্জীকে দেখা গেল একেবারে অন্য লুকে।
রূপে-গুণে, অভিনয়ে স্বস্তিকাকে টেক্কা দেবে, এমন জোর টলিউডের অধিকাংশ অষ্টাদশীরই নেই। দুই দশকেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন এই অভিনেত্রী। টেলিভিশন, সিনেমা, ওটিটি প্ল্যাটফর্মজুড়ে দাপিয়ে কাজ করে চলেছেন স্বস্তিকা। টলিউড ছাপিয়ে বলিউডও আজ তার গুণগ্রাহী। সেই অভিনেত্রী দশমীর পূন্য লগ্নে বেরিয়ে এলেন চেনা ছকের বাইরে।
টলিউডে এদিন সকল অভিনেত্রী লাল সাদা শাড়ি, ভারী গহনায় যখন পারিপাট্যের নজির গড়ছেন। তখন বোল্ড অভিনেত্রী স্বস্তিকা একেবারে সাদামাটা বাড়ির বৌ। নীল রঙের লাল পেরে শাড়ি, মাথায় ঘোমটা, হাতে শাঁখা পলা, মাথা ভরা সিঁদুর। বঙ্গবধূদের ঠিক যে আদর্শ রূপ কল্পনা করা থাকে অন্তরে তারই যেন বহিঃপ্রকাশ। বাড়ির পুজোয় হাতে বরণডালা, পান পাতা দিয়ে দেবীবরণ। ঘট কাঁখে নদীতে যাত্রা। লড়ি চড়ে ভাসানে যাওয়া। এসব অবিশ্বাস্য কান্ড ঘটিয়ে ফেললেন তিনি। সেসব ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে লিখলেন, ” বিজয়া দশমী স্পেশাল । লড়ি চেপে বড় গঙ্গায় যাওয়া is a must আর ঘট আমার দায়িত্বে always. শুভ হোক সবকিছু”।
ছবি দেখে অনুরাগীরা একেবারে আত্মহারা। সিনেমা সিরিয়ালে চরিত্রের প্রয়োজনে নানা সাজে দেখা গেলেও বাস্তবে এত মোহময়ী বাঙালি বধূ হিসেবে তাকে দেখা যায়নি। ফলত এই ছবি ঘিরে উচ্ছ্বাস চোখে পড়ার মতো। একজন অনুরাগী লিখেছেন, ‘এতদিন এই look কোথায় ছিল!’ অপর একজন ব্যবহারকারীর মন্তব্য,’সাধাসিধে শাড়িতে এতো বড় মাপের মানুষের পুজোর সাজ,অমায়িক লাগছে।সাধারণ হয়েই অসাধারণ লুক।’ আরও একজন জানিয়েছেন তার মন্তব্য, ‘তোমার এই ফটো গুলো দেখে একদম নিজেদের মত সাধারণ মনে হচ্ছে।। কে বলবে তুমি এত বড় স্টার!! খুব ভালো লাগছে এভাবে তোমাকে দেখে।। সাধারণ look এই তোমাকে অসাধারণ লাগছে একদম নিজের পাড়ার/পাশের বাড়ির দিদিটার মত। বিজয়া দশমীর অনেক শুভেচ্ছা।’ সম্প্রতি ‘শ্রীমতী’ চরিত্রে অভিনয়ের পর যেন অনেকটা ঘরোয়া হয়ে উঠেছেন তিনি। সাবেকি সাজে একেবারে অনন্যা।