Tathagata-Bibriti: ছুটি কাটাতে পাহাড়ের কোলে বিবৃতি, দেবলীনাকে ভুলে অভিনেত্রীর সঙ্গী কি সেই তথাগত?

মন্টি শীল, কলকাতা: শারদোৎসবের পর্ব ইতি হয়েছে, কিন্তু আজও বিনোদন জগতের নামীদামি তারকাদের রকমারি পোস্টে রীতিমত সরগরম গোটা সোশ্যাল মিডিয়া। যেমনটা দেখা গেল এইদিন। জানা গিয়েছে, উৎসবের মরশুমে ঘুরতে গিয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায় ( Bibriti Chatterjee )। এদিন অভিনেত্রী তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একের পর এক ছবি পোস্ট করেন। যেখানে তাঁকে দেখা গিয়েছে, কখনও শাড়ি পরে লাবণ্যময়ী রূপে পাহাড়ের কোলে দাঁড়িয়ে ফ্রেম বন্দি হতে। আবার কখনও তাঁকে দেখা গিয়েছে কোন এক অজ্ঞাত পুরুষের কাঁধে মাথা রাখতে।
অভিনেত্রীর এই পোস্ট দেখার পর ভক্তদের কাছ থেকে আসতে শুরু করে বিভিন্ন রকমের মন্তব্য। তবে এই ভক্তদেরই একাংশের মনে প্রশ্ন জাগতে শুরু করে, অভিনেত্রী যার কাঁধে মাথা রাখলেন সেই অজ্ঞাত পুরুষটি কে? কার সঙ্গে অভিনেত্রী উপত্যকায় ছুটি কাঁটাচ্ছেন? যদিও এই সমস্ত প্রশ্নের মাঝে অনেকেই মনে করছেন যে, সেই অজ্ঞাত পুরুষটি সম্ভবত অভিনেতা তথাগত মুখোপাধ্যায় ( Tathagata Mukherjee )। কারণ, সাম্প্রতিক কালে অভিনেত্রী দেবলীনা দত্তের ( Debolina Dutta ) সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর অভিনেতা তথাগত মুখোপাধ্যায় এবং অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়ের প্রেম অনুরাগীদের চর্চার কেন্দ্রবিন্দুতে আসে।
View this post on Instagram
যদিও এর উত্তরস্বরূপ অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায় এক সাক্ষাৎকারে জানান, ‘তিনি বর্তমানে হিমাচল প্রদেশে ছুটি কাঁটাতে এসেছেন এবং সেখানেই তিনি বেশ কিছু থাকবেন। পুজোর ছুটি উপলক্ষে তিনি এই উপত্যকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।’ যদিও এরপর অভিনেত্রীর কাছে সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তির কথা জানতে চাওয়া হলে অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায় জানান, ‘তিনি এবিষয়ে কোনও মন্তব্য করতে চান না।’ বলে রাখা ভাল, চলতি বছরের শুরুতেই ত্রিকোণ প্রেমের গুঞ্জন শোনা যায় টলিপাড়ায়। যা ধীরে ধীরে সম্পর্কে পরিণত হতে শুরু করে।
View this post on Instagram
এমনকী এই সম্পর্কের কারণে অভিনেত্রী দেবলীনা দত্ত এবং অভিনেতা তথাগত মুখোপাধ্যায়ের দীর্ঘ আট বছরের দাম্পত্য জীবনে ফাটল ধরতে শুরু করে। তবে এই প্রথম নয়, এর আগে সোশ্যাল মিডিয়াতে তথাগত এবং বিবৃতি’র ছবি ভাইরাল হতে হয়েছে। যেখানে দেখা গিয়েছে তাঁরা দু’জনে এক নির্জন রেস্তরাঁয় একান্তে সময় কাটাচ্ছেন। এরপর অভিনেতা তথা পরিচালক তথাগত মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়াতে একটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা গিয়েছিল সমুদ্র সৈকতে এক নারীমূর্তির ছবি। যা দেখার পর বিভিন্ন মহলে একাধিক প্রশ্নে সূত্রপাত হতে দেখা যায়। তবে এদিনের ছবি পূর্বের সমস্ত জল্পনাকে আরও দীর্ঘায়িত করতে চলেছে তা আর বলতে বাকি থাকে না।