Ankush Hazra: পুজোয় প্রেম? প্রশ্ন শুনতেই লাজুক অঙ্কুশ, জানালেন ‛পুরনো সেই দিনের কথা’

মন্টি শীল, কলকাতা: দূর্গা পূজো মানেই সমগ্র বাঙালির কাছে একটা আবেগ। কিন্তু যদি তা হয় পুজোর প্রেম তাহলে তো আর কোনও কথাই হবে না। সচরাচর এমন অনেকের ক্ষেত্রেই লক্ষ্য করা যায় যারা কিশোর বয়সে পুজোর সময় প্রিয় মানুষের হাত ধরে ঠাকুর দেখার অনুভবকে অনুরণিত করে থাকেন। যদিও এই বিশেষ অনুভূতি কেবল সাধারণ মানুষরা উপভোগ করেন না, এই তালিকায় রয়েছেন বিনোদন জগতের নামীদামী তারকারাও। যার মধ্যে এক অন্যতম নাম হল অভিনেতা অঙ্কুশ হাজরা ( Ankush Hazra )। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানান তাঁর কিশোর বয়সের দুর্গা পুজোর কথা।

সূত্র মারফত জানা গিয়েছে, বেশ কিছু দিন আগে টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা ( Ankush Hazra ) এবং অভিনেত্রী ঐন্দ্রিলা সেন ( Oindrila Sen ) ইউরোপ পাড়ি দিয়েছেন। তবে খুব শীঘ্রই তিনি এই শহরে ফিরে আসতে চলেছেন। তবে এই সাক্ষাৎকারে অভিনেতা জানান, ‘তাঁর কিশোর বেলার বেশিরভাগ সময়টাই কেটেছে বর্ধমানে। সেখানেই তিনি নিকট বন্ধুদের সঙ্গে দল বেঁধে বেরিয়ে পড়তেন। এমনকী কখনও কখনও কলকাতাতেও আসতেন।’ তবে পুজোর প্রেমের প্রসঙ্গ উঠে এলে অভিনেতা জানান, ‘তিনি একটা লাজুক প্রকৃতির ছিলেন। তাঁই সেভাবে তাঁর প্রেম করা হয়ে ওঠেনি।’

28c52

এখানেই শেষ নয় এদিনের সাক্ষাৎকারে অভিনেতা জানান, ‘আগে পুজোর সময় ঠাকুর দেখতে বেরিয়ে খিদে পেলে যা মন চাইত তাই খেতে পারতেন। কোনও রকম বাছবিচার ছিল না। কিন্তু বর্তমানে তা একেবারেই সম্ভব নয়। এমনকী মন্ডপ পরিদর্শন করতে গেলেও আগে থেকে পুজো উদ্যোক্তাদের জানিয়ে রাখতে হয়।’ তবে অভিনেতা যে অত্যন্ত খাদ্যরসিক তা তাঁর এদিনের মন্তব্য থেকেই স্পষ্ট। অঙ্কুশ জানান, ‘সারা বছর ডায়েটের চাপে মায়ের হাতের সুস্বাদু খাবার না খেতে পারলেও, পুজোর চারটে দিন জমিয়ে খাওয়া দাওয়া করেন তিনি।’

 

View this post on Instagram

 

A post shared by Ankush (@ankush.official)


তবে উৎসব এবং খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে অভিনেতা পোশাক পরিধানের প্রতি বিশেষ সচেতন অভিনেতা। তিনি বলেন, ‘পুজোর এই চারটে দিন তিনি সংস্কৃতির সঙ্গে মানানসই পোশাক পড়তে পছন্দ করেন।’ বলে রাখা ভাল, খুব সম্প্রতি অভিনেতা অঙ্কুশ হাজরা তাঁর নিজের প্রোডাকশন হাউজ ‘অঙ্কুশ হাজরা মোশান পিকচার্স’এর নাম ঘোষণা করেছেন। যার নির্দেশনায় খুব শীঘ্রই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে অভিনেতার নতুন সিনেমা ‘মির্জা’। যার এক ঝলক ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে রীতিমত ভাইরাল হয়েছে। তবে পুজোর প্রাক্কালে অভিনেতার এই মন্তব্যে যে নেটমাধ্যমে এক নতুন আলোচনার সূত্রপাত হতে চলেছে তা বলাই যায়।




Back to top button