Chiranjit Chakraborty: চিরঞ্জিতের পায়ে কামড়, অভিনেতার সঙ্গে এ কেমন ব্যবহার করেছিলেন সুচিত্রা-কন্যা মুনমুন সেন?

প্রত্যুষা সরকার, কলকাতা: বাঙালির কাছে বাংলা সিনেমা মানেই ইমশান। সেই প্রথম চলচ্চিত্র শুরু হওয়ার থেকে এখনও পর্যন্ত বাংলা সিনেমার ভক্ত চারিদিকে। এরপর সত্তর-আশির দশকে টলিউডে আসেন বাংলা চলচ্চিত্রের মাহানায়ক। যাকে এত বছর কেটে যাওয়ার পরও আট থেকে আশি সবার মনের কোনে একটা ভালবাসার জায়গায় রয়ে গেছেন। আর তিনি হলেন সকলের প্রিয় উত্তমকুমার। তবে শুধু সত্তর আশি নয় বাংলা সিনেমার কথা বলতে গেলে নব্বইয়ের দশকেও ( Chiranjit Chakraborty ) ভুলে যাওয়া যায় না।

নব্বইয়ের দশক ছিল বাংলা সিনেমার জগতের এক স্বর্ণযুগ। সেই সময় একের পর এক অভিনেতা অভিনেত্রীরা উঠে এসেছিলেন। যাদের অভিনয়ে সেই সময় একের পর এক সুপারহিট স্বর্ণযুগের ছবি উপহার দিয়ে এসেছেন ভক্তদের। সেই সব অন্যতম জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা হলে চিরঞ্জিত চক্রবর্তী ( Chiranjit Chakraborty ), মুনমুন সেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পাল, শতাব্দি রায়, দেবশ্রী রায়, অভিষেক চট্টোপাধ্যায় আরও অনেকেই।

img 20221002 135531

তবে আজ জানব অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীর ( Chiranjit Chakraborty ) কিছু অজানা কথা। যা হয়তো অনেকেই জানেন না। অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী অভিনয় নয় বরং প্রথম জীবনে সাংবাদিকতা দিয়েই তিনি তাঁর কেরিয়ার শুরু করেছিলেন। যদিও সেটা বেশিদিন স্থায়ী হয়নি। কথায় আছে ভাগ্যের লেখা কে বা খন্ডাতে পারে। ভাগ্যে তাঁর লেখায় ছিলও অভিনেতা হওয়াটাই। আর সেই কারণেই সাংবাদিকতা ছেড়ে অভিনেতা হয়ে তিনি বাংলা সিনেমার এক জনপ্রিয় অভিনেতা। ১০০-র বেশি ছবিতে অভিনয় করেছেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। যা আজও বাংলা সিনেমার এক একটা বড় সুপারহিট সম্পদ হয়ে রয়ে গেছে।

img 20221002 135910

সেই সময় প্রায় সব কটি নায়িকার বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা চিরঞ্জিত ( Chiranjit Chakraborty )। যার মধ্যে আছেন সেই সময় কার টপ অভিনেত্রী মুনমুন সেন, দেবশ্রী রায়, রুপা গঙ্গোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্তর মত অভিনেত্রীরা। অশ্লীলতার দায়ে, অমরকন্টক, পাপী, বেদের মেয়ে জ‍্যোৎস্না, লাল পান বিবি, কেঁচো খুঁড়তে কেউটে, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, চোরে চোরে মাসতুতো ভাই, চতুষ্কোণ চিরঞ্জিত অভিনীত এমন কিছু সিনেমা যে আজও সেই যুগের দর্শকরা ভুলতে পারেনি।

img 20221002 135620

সুচিত্রা কন্যা মুনমুন সেনের সঙ্গে অমর কন্টক ছবিতে অভিনয় করেছেন চিরঞ্জিত ( Chiranjit Chakraborty )। সেই সময়কার সুপারহিট ছবি হয়েছিল সেটি। শোনা যায় অমর কন্টক ছবির শুটিং করার সময় একবার নাকি চিরঞ্জিতের পায়ে কামড় দিয়ে রক্ত বের করে দিয়েছিলেন মুনমুন। এই খবরটা জানতে পেরে দর্শকরাও অনেকেই রীতিমতো অবাক হয়ে গিয়েছে। আর এটা সত্যি অবাক হওয়ারই কথা।




Back to top button