Sudipta Chakraborty: যেন ছিন্ন হয়েছিল টলিউডের সঙ্গে সম্পর্ক, ‛রান্নাঘরের গল্প’ নিয়ে সঞ্চালনা করতে হাজির সুদীপ্তা

মন্টি শীল, কলকাতা: পেরিয়ে গিয়েছে একটা দীর্ঘ সময়, সোশ্যাল মিডিয়াতে ভীষণ ভাবে চর্চিত থাকলেও টেলিভিশনের পর্দায় সেভাবে দেখতে পাওয়া যায়নি এই অভিনেত্রীকে। তবে ইদানিং টলিপাড়ায় এক গুঞ্জন শোনা গিয়েছে, খুব শীঘ্রই টেলিভিশনের পর্দায় ফিরে আসতে চলেছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী ( Sudipta Chakraborty )। এদিন অভিনেত্রী নিজেই তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করেন। যেখানে তিনি টেলিভিশনের পর্দায় প্রত্যাবর্তনের খবর প্রকাশ করেন। তবে কি কোনও নতুন ধারাবাহিকের হাত ধরে ফিরে আসতে চলেছেন অভিনেত্রী?

একেবারেই নয়, কারণ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা ভিডিয়ো মারফত জানা গিয়েছে, অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী ( Sudipta Chakraborty ) খুব শীঘ্রই টেলিভিশনের পর্দায় নিয়ে আসতে চলেছেন এক নতুন রান্নার শো। যার নাম ‘রান্নাঘরের গল্প’ ( Rannagharer Goppo )। সম্ভবত এই ভিন্ন স্বাদের শোটি সম্প্রচারিত হতে চলেছে কালার্স বাংলার ( Colours Bangla ) এর পর্দায়। এদিন অভিনেত্রীর সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট চ্যানেল কতৃপক্ষ তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই নতুন শোয়ের প্রোমো প্রকাশ করেছে। যা দেখা মাত্রই নেটমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়েগিয়েছে। এমনকী অভিনেত্রীর অনুরাগীদের কাছ থেকে আসতে শুরু করেছে বিভিন্ন রকমের মন্তব্য।

2c22

ভাইরাল হওয়া ভিডিয়ো মারফত জানা গিয়েছে, অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী’কে এই শোতে একজন সঞ্চালিকার ভুমিকায় দেখতে পাওয়া যাবে। রোজ নিত্যনতুন খাবার রেসিপি নিয়ে টেলিভিশনের পর্দায় হাজির হবেন তিনি। সূত্র অনুযায়ী, আগামী ১৭ই সেপ্টেম্বর থেকে কালার্স বাংলার পর্দায় সম্প্রচারিত হবে এই শো। ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া কিছু পুরোনো রেসিপির গল্প বলতে দেখা যাবে এই নতুন শো’তে। বলতে কোনও দ্বিধা নেই, যুগের পর যুগ ধরে ঘটি বাঙালির মধ্যে রসনাতৃন্তি নিয়ে এক অদ্ভুত লড়াই চলে আসছে। আর তাই ঘটি-বাঙালির হারিয়ে যাওয়া বেশ কিছু রেসিপির কথা বলতে দেখা যাবে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী’কে।

 

View this post on Instagram

 

A post shared by Colors Bangla (@colorsbangla)


প্রসঙ্গত, বর্তমানে এই রান্নাবান্না কেন্দ্রীক শো ‘রান্নাঘর’ দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। জি বাংলা সম্প্রচারিত এই শোয়ে সঞ্চালিকার ভুমিকায় দেখতে পাওয়া যায় সুদীপা চট্টোপাধ্যায়কে। প্রায় প্রতিনিয়তই নিত্য নতুন স্বাদের রান্নার রেসিপি নিয়ে টেলিভিশনের পর্দায় হাজির হয় ‘রান্নাঘর’। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর নতুন শোয়ের ঘোষণা করার পর অনেকেই সমালোচনার সুরে বলতে শোনা গিয়েছে, এইবার হয়তো জি বাংলা ‘রান্নাঘর’এর জনপ্রিয়তা কিছুটা হ্রাস পাবে। যদিও আদতে তা সত্যিই হয় কী না সেটাই এখন দেখার বিষয়।




Back to top button