Nusrat-Yash: স্বামীর উপর থেকে যেন সরছে না নজর! মহাষ্টমীর দিন সাবেকি সাজে একফেমে বন্দি ‘যশরত’

মন্টি শীল, কলকাতা: সম্প্রতি বিনোদন জগতের নামীদামি তারকাদের নিয়ে এক গভীর চর্চার সূত্রপাত হতে দেখা ভক্তদের মাঝে। যদিও এই চর্চার মূল বিষয় সম্পূর্ণ রূপে তাঁদের ব্যক্তিগত জীবন কেন্দ্রিক। আর আজ যেই তারকা জুটির কথা এখানে বলা হতে চলেছে তাঁরা তাঁদের প্রেম এবং দাম্পত্য জীবন নিয়ে এক নয় একাধিকবার চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছেন। হ্যাঁ তিনি আর কেউ নন, টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরত জাহান ( Nusrat Jahan ) এবং অভিনেতা যশ দাশগুপ্ত ( Yash Dasgupta )। বিগত বেশ কিছু সময় যাবৎ টলিউডের এই তারকা জুটিকে কেন্দ্র করে অভূতপূর্ব কৌতুহল নজরে এসেছে ভক্তদের মধ্যে।
শুধু তাই নয়, গত বছর ঠিক দুর্গা পুজোর প্রাক্কালে অভিনেতা যশ দাশগুপ্তের ( Yash Dasgupta ) পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী নুসরত জাহান ( Nusrat Jahan )। এরপর পেরিয়ে গিয়েছে বেশ কিছুটা সময়। কিন্তু তবুও এই টলি জুটিকে কেন্দ্র করে ভক্তদের মনে কৌতুহলের অন্ত নেই। বলে রাখা ভাল, এর আগে অভিনেতা যশের সঙ্গে সম্পর্ক নিয়ে একাধিক গোপনীয়তা রাখলেও, পরবর্তী সময়ে প্রকাশ্যে অভিনেতাকে নিজের স্বামী বলে সম্বোধন করেছেন অভিনেত্রী নুসরত জাহান ( Nusrat Jahan )। কিন্তু আজ পর্যন্ত তাঁদের বিয়ের ছবি প্রকাশ্যে আসেনি, তবে ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে তাঁরা বিবাহিত।
জানা গিয়েছে, শারদৎসবের পুরো সময়টা একসঙ্গেই কাটাচ্ছেন ‘যশরত’। চলছে জোরকদমে পুজো পরিক্রমা, খাওয়া দাওয়া। যার কিছু কিছু মুহূর্ত এই সময় সোশ্যাল মিডিয়াতে রীতিমত ভাইরাল। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রী যে ছবি পোস্ট করলেন তা রীতিমত নজর কেড়েছে ভক্তদের। গতকাল মহাষ্টমী উপলক্ষে ‘যশরত’ সোশ্যাল মিডিয়াতে একফ্রেমে ধরা দিলেন। ভাইরাল হওয়া ছবিতে অভিনেতা যশ দাশগুপ্তকে দেখা গিয়েছে একটি সবুজ রঙের বেনারসি ধুতি এবং পাঞ্জাবীতে। অপরদিকে একটি গাড় গোলাপি রঙের শিল্ক শাড়ির সঙ্গে মানানসই গহনা পড়ে ছবিতে ধরা দিয়েছে অভিনেত্রী নুসরত জাহান।
View this post on Instagram
এখানেই শেষ নয়, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে অভিনেত্রী তাঁর বর যশের উপর থেকে নজর সরাতে পারছেন না। এই রাজকীয় পোস্টের মধ্যে দিয়ে অভিনেত্রী এদিন সকল অনুরাগীদের মহাষ্টমীর শুভেচ্ছা বার্তা প্রেরণ করেন। শুধু তাই নয়, মহাসপ্তমীর দিন সাবেকি সাজে সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করার পর অভিনেতা যশ’কে ভালবাসায় ভরিয়ে দেন নুসরত। সূত্র অনুযায়ী, বিগত ২০২০ সালে এসওএস কলকাতার সেটে জমে উঠেছিল এই দুই তারকার সম্পর্ক, যা ধীরে ধীরে প্রেমে পরিণত হতে শুরু করে। যদিও সেসময় নিখিল জৈনের ঘরণী হিসেবে পরিচিতি গড়ে তোলেন নুসরত। কিন্তু এরপর ২০২১ সালে নিখিলের সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেন অভিনেত্রী এবং যশ দাশগুপ্তের সঙ্গে প্রেম নিয়ে চর্চার কেন্দ্রবিন্দুতে আসেন নুসরত জাহান। তবে এদিনের পোস্ট সেই চর্চাকে আগামী দিনে আরও দীর্ঘায়িত করবে বলে মনে করছেন অনেকেই।