Durgotsav: বরণ, সিঁদুর-খেলায় কেমন কাটল মিমি, নুসরাত,শুভশ্রী শ্রাবন্তীদের বিজয়া দশমী?

দুর্গাপূজার শুরুতে যেমন আগমনী গানের সুরে মাতোয়ারা হয়ে ওঠে সকলে। তেমনই বিজয়ার দিনেও বিষাদের পাশাপাশি থাকে সুখের অবস্থান। মৃন্ময়ী মা আবারও চিন্ময়ী রূপে মনমুকুরে মিলিত হন। বাঙালি বাড়ির প্রত্যেকে শাড়ি, আর ধুতি পাঞ্জাবিতে সেজে ওঠেন এই বিশেষ দিনে । সিঁদুর রাঙা হয়ে ওঠে মুখ, চলে ধনুচি নাচ ও ভাসান নৃত্য। মিষ্টিমুখ, প্রণাম ও আলিঙ্গনের চেনা ছবি ঘরে ঘরে। পুজোর পাঁচ দিনের মধ্যে দশমীর অর্থ মিলন উৎসব। তেমন টলিউড সেজে উঠেছিল পুজোর কয়দিন। নেই শ্যুটিংয়ের তাড়া, ডায়েটিংয়ের ভারি লিস্ট। সকলেই পছন্দের সাজে নজর কাড়ছিলেন। কেমন কাটল তাদের বিজয়া দশমী?

শুভশ্রী গাঙ্গুলী: বিজয়া দশমী মানেই পুনর্মিলন উৎসব। তাই মাটির টানে নিজের বাবার বাড়িতে বরণ করতে গেলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। সারা পুজো কলকাতার বুকে কাটালেও বিজয়া দশমীতে নিজের ছেলেবেলার পাড়ায় ফিরে গেলেন তিনি। সঙ্গে পরিচালক রাজ চক্রবর্তী ও পুত্র ইউভান ছিলেন। পাড়া প্রতিবেশীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন অভিনেত্রী। তারপর লাল আটপৌরে শাড়িতে সেজে দেবী বরণ সারলেন অভিনেত্রী। নিজেদের সোশ্যাল মিডিয়ায় সকলকে শুভেচ্ছা জানালেন তারা।

শ্রাবন্তী চ্যাটার্জী: নবমীর রাতে মিমি, নুসরতের সঙ্গে হুল্লোড়ে মেতেছিলেন অভিনেত্রী। তবে বিগত বছরের থেকে এবারের ছবি কিছুটা আলাদা। রোশন সিংয়ের সঙ্গে বৈবাহিক সম্পর্কে ইতি টেনেছেন অভিনেত্রী শ্রাবন্তী। ফলে বরণ করতে দেখা গেল না তাকে। কপালে রাঙা সিঁদুর না থাকলেও লাল শাড়ি ও সাদা ব্লাউজের চমৎকার লুকে বন্ধু-বান্ধবদের নিয়ে কাটালেন দশমী। সকল দর্শকদের জানালেন বিজয়ার শুভেচ্ছা বার্তা।
img 20221006 140215
দেব: সারা পুজো ‘কাছের মানুষ’- এর প্রমোশন নিয়ে অত্যন্ত ব্যস্ত ছিলেন দেব। ফলে নিজের কাছের মানুষদের কতটা সময় দিতে পারলেন তা জানা গেল না। যদিও দেবের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজের দশমীর লুক পোস্ট করতে ভোলেননি দেব। লাল কুর্তা, লাল জ্যাকেট পরে একেবারে রাঙিয়ে তুলেছেন নিজেকে। সকলকে বিজয়ার শুভেচ্ছা জানালেন।

নুসরত জাহান: এবারের পুজো যশ ও পুত্রকে সঙ্গী করে নতুন ভাবে কাটল সাংসদ অভিনেত্রী নুসরতের। প্রত্যেক দিনের আপডেট দিতে ভুললেন না অভিনেত্রী। তবে দশমী শাড়িকে এড়িয়ে লেহেঙ্গাকেই সঙ্গী করলেন অভিনেত্রী। লাল রঙের ফুল স্লিভ জরি বোনা ভেলভেট ব্লাইজ ও সাদা ওড়না ও সাদা লেহেঙ্গাতেই পোজ দিলেন তিনি। সঙ্গে দিলেন বিজয়ার শুভেচ্ছা বার্তা। লিখলেন, ‘ঢাকের আওয়াজ ফুরিয়ে গেল, পুজো হল শেষ… প্রাণে শুধু জাগিয়ে রাখো এই খুশির রেশ।
img 20221006 140039
মিমি চক্রবর্তী: পুজোর পাঁচ দিন নিজেকে একেবারে মাতিয়ে রেখেছিলেন সাংসদ অভিনেত্রী মিমি। একেবারে প্রত্যেক দিনে নতুন নতুন লুক উপহার দিয়েছিলেন দর্শকদের। দশমীতেও তাই লাল সাদা শাড়ির ঐতিহ্যবাহী সাজে গা ভাসালেন অভিনেত্রী। ধনুচি নাচ থেকে ঢাক বাজানো পুজো শেষের আনন্দ টুকু চেটেপুটে উপভোগ করলেন।

কোয়েল মল্লিক: মল্লিক বাড়ির সুবিখ্যাত পুজো ছাড়া কিছু ভাবেন না অভিনেত্রী কোয়েল। পুজোর পাঁচদিন মল্লিক বাড়ি আলো করে থাকেন মা দুর্গা, আর তার পাশেই নজর কাড়েন বাড়ির অভিনেত্রী মেয়ে কোয়েল। পুত্র কোলে নিয়ে বাড়ির মিলন উৎসবে বিজয়ার দিনে মাতলেন তিনি। আত্মীয় স্বজনদের মাঝে শুভেচ্ছা বিনিময়, একই ফ্রেমবন্দী হলেন তিনি। বরণ , সিঁদুর খেলা থেকে মিষ্টিমুখ ও আড্ডার নানান ছবি ধরা পরল ক্যামেরায়।




Back to top button