Tollywood Celebrities: দশমী জুড়ে চাঁদের হাট, ইশা টু তৃণা মা’য়ের বিদায়বেলায় সিঁদুর খেলায় মেতেছেন যাঁরা

মন্টি শীল, কলকাতা: মা দুর্গা পাড়ি দিয়েছেন কৌলাসের উদ্দেশ্যে যার কারণে এক অভূতপূর্ব বিষন্নতা নজরে এসেছে আপামোর বাঙালির মনে, কিন্তু এই বিষন্নতার মাঝেও গোটা নেটপাড়া যেন আজও ডুবে রয়েছে লাল-সাদা রঙে। সাধারণ থেকে শুরু করে টলি সেলেব, বাংলা জুড়ে প্রায় সকলের মনেই বিজয়া দশমীর রং লেগেছে। যার কিছু কিছু মুহূর্ত এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে রীতিমত ভাইরাল। যাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চর্চার সূত্রপাত হতে দেখা গিয়েছে নেটমাধ্যমে। কিন্তু আপনি কি জানতে চান কেমন কাটল আপনার প্রিয় টলি তারকার বিজয়া দশমী? তবে একনজরে দেখে নিন আপনার প্রিয় টলি তারকার বিজয়া দশমী উজ্জ্বাপনের কিছু মুহূর্ত।

•  শুভশ্রী গাঙ্গুলী

7c21
অনুরাগীদের মাঝে টলিউড সেলেবদের প্রসঙ্গ উঠলে প্রথমে উঠে আসে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর ( Subhashree Ganguly ) নাম। জানা গিয়েছে, অভিনেত্রী প্রতি বছরের ন্যায় এবছরও তাঁর বর্ধমানের বাড়িতে গিয়েছিলেন দুর্গাপূজো উজ্জ্বাপন করতে। সঙ্গে ছিলেন তাঁর স্বামী তথা পরিচালক রাজ চক্রবর্তী এবং ছেলে ইউভান। এদিন সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রীর বিজয়া দশমীর বেশ কিছু মুহূর্ত ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী তাঁর নিকট আত্মীয়ের সঙ্গে সিঁদুরখেলায় মেতে উঠেছেন।

•  অর্জুন চক্রবর্তী

7c22
সাম্প্রতিক কালে অভিনেতা অর্জুন চক্রবর্তী ( Arjun Chakrabarty ) টলিউড চলচ্চিত্র জগতের একজন অত্যন্ত পরিচিত মুখ হিসেবে পরিচিতি গড়ে তুলেছেন। এদিন সোশ্যাল মিডিয়াতে অভিনেতার বিজয়া দশমীর বেশ কিছু ছবি ভাইরাল হতে দেখা গিয়েছে, যেখানে অভিনেতা অর্জুন চক্রবর্তী ও সৃজা সেনের সিঁদুরখেলা আর প্রেম রীতিমত মিলে মিশে একাকার হয়ে গিয়েছে। জনপ্রিয় এই তারকা দম্পতি একে অপরকে সিঁদুর মাখিয়ে নিজেদের রাঙিয়ে তুলেছেন। যা দেখে মুগ্ধ তাঁর অনুরাগীরা।

•  ইশা সাহা

7c23
ইদানিং টলিউডের বহুল চর্চিত সিনেমা ‘কাছের মানুষ’এর হাত ধরে দর্শকদের মাঝে এক আলোড়ন সৃষ্টি করেছেন অভিনেত্রী ইশা সাহা ( Ishaa Saha )। তবে তাঁর বিজয়া দশমীর লুক যে অনুরাগীদের মনে এক অদ্ভুত প্রতিক্রিয়ার সৃষ্টি করছে তা এক নজর সোশ্যাল মিডিয়াতে নজর রাখলেই স্পষ্ট হয়ে যাবে। জানা গিয়েছে, এদিন অভিনেত্রী বিজয়া দশমী উপলক্ষে নিউটাউনের দুর্গাবাড়িতে দেবীকে বরণ করার পর সিঁদুর খেলায় মেতে উঠেছিলেন। ভাইরাল হওয়া ছবিতে অভিনেত্রী ইশা সাহা’কে দেখা গিয়েছে গোলাপি-হলুদ রঙের পোশাকে রঞ্জিত হয়ে সিঁদুর খেলায় মেতে উঠতে।

•  নুসরত জাহান

7c24
সোশ্যাল মিডিয়াতে সর্বদাই এক লাবণ্যময়ী রূপে অনুরাগীদের মাঝে ধরা দিতে দেখা যায় অভিনেত্রী নুসরত জাহান’কে ( Nusrat Jahan )। যা এদিন অর্থাৎ বিজয়া দশমীর দিনও নজরে এল। এদিন সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রীর বেশ কিছু ছবি ভাইরাল হতে দেখা যায়, যেখানে নুসরত জাহান’কে দেখা গিয়েছে লাল ব্লাউজ এবং সাদা রঙের লেহেঙ্গায় একে লাবণ্যময়ী রূপ ধারন করতে। শুধু তাই নয়, তাঁর গালে, সিঁথিতে সিঁদুর বিশেষ নজর কেড়েছে ভক্তদের।

•  তৃণা সাহা

7c25
এদিন বিজয়া দশমী উপলক্ষে সিঁদুর খেলায় মেতে উঠেছিলেন টলিউডের আরও এক তারকা দম্পতি তৃণা সাহা ( Trina Saha ) এবং নীল ভট্টাচার্য। সূত্র অনুযায়ী, এদিন এই তারকা দম্পতি তাঁর নিকট বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনদের নিয়ে সিঁদুরের লাল রঙে রাঙা হয়ে ওঠেন নীল এবং তৃণা। যার ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে রীতিমত ভাইরাল। ছবিতে নীল ভট্টাচার্যকে দেখা গিয়েছে একটি গোলাপি রঙের পাঞ্জাবীতে, অপরদিকে অভিনেত্রী তৃণা সাহা ফ্রেম বন্দি হয়েছেন একটা লাল-সাদা রঙের শাড়িতে।

• গৌরব মন্ডল ও চিন্তামণি ডায়না

7c26
খুব সম্প্রতি বাগদান সম্পূর্ণ করেছেন অভিনেতা গৌরব মন্ডল ( Gourab Mondal ) এবং চিন্তামণি ডায়না। এইবার বিজয়া দশমীর সিঁদুরখেলায় রাঙা হলেন এই দম্পতি। যার ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে রীতিমত ভাইরাল। ছবিতে অভিনেতা গৌরব মন্ডলকে দেখা গিয়েছে একটি সাদা রঙের পাঞ্জাবীতে, অপরদিকে চিন্তামণি ডায়না ফ্রেম বন্দি হয়েছেন একটা সাদা রঙের শাড়িতে। তাঁদের সিঁদুরের লাল রঙে রঞ্জিত ছবি দেখে অগণিত ভক্ত মুগ্ধ হয়েছেন।

•  রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

7c27
যেখানে টেলি জগতের নামীদামী তারকারা বিজয়া দশমীর সিঁদুরখেলায় মেতে উঠেছেন সেখানে বাদ যাননি টলিউডের আরও এক দম্পতি রুদ্রজিৎ মুখোপাধ্যায় ( Rudrajit Mukherjee ) এবং প্রমিতা চক্রবর্তী। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ছবিতে তাঁদের দেখা গিয়েছে সিঁদুরখেলার পর একে অপরের সঙ্গে আলিঙ্গনে মিলেমিশে একাকার হয়ে গিয়েছেন। বিজয়া দশমী উপলক্ষে তাঁদের সেই সাবেকি সাজ দেখে প্রেমে পড়েছেন অগণিত ভক্তরা।




Back to top button