Tapas Paul Birthday: ‘তোমার স্মৃতি আঁকড়ে ধরেই বেঁচে আছি’, জন্মদিনে আবেগঘন পোস্ট তাপস-পত্নীর

বাংলা ইন্ডাস্ট্রির একজন চেনা মুখ ছিলেন তাপস পাল। বিভিন্ন বাংলা ছবিতে এই অভিনেতার বিশেষ অবদান ছিল। টলিউডে নিজ অভিনয়ের ছাপ রেখে গিয়েছেন তিনি। নিজের দক্ষতা দিয়ে বাংলা ছবিকে আরও অনেক বেশি জনপ্রিয় করে তুলেছিলেন এই বাঙালি অভিনেতা। তবে বর্তমানে তিনি না ফেরার দেশে। বেঁচে থাকলে আজকের দিনে অর্থাৎ ২৯ শে সেপ্টেম্বর ৬৪ বছর বয়স হত তাঁর। আর তাপসের অনুপস্থিতিতে তাঁর স্ত্রী আজকের মত একটি বিশেষ দিনে নেট দুনিয়ায় স্বামীর জন্য একটি ভালবাসাময় পোস্ট করেছেন।

জীবন বড়ই অনিশ্চিত, এই আছে আবার এই নেই। জনপ্রিয় এই বাঙালি অভিনেতার ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটেছিল। খুবই স্বল্প সময়ের জন্য নিজের জীবন উপভোগ করতে পেরেছিলেন তিনি। মাত্র ৬১ বছর বয়সে প্রয়াত হয়েছিলেন তাপস পাল। তবে প্রয়াত হলেও নিজের ভালবাসার মানুষ জন এবং অনুরাগীদের কাছে আজও চির অমর হয়ে রয়েছেন তিনি। এদিন তাপস পালের জন্মদিনে ( Tapas Paul Birthday ) ফেসবুকে তাঁর উদ্দেশ্যে একরাশ ভালবাসা উজাড় করে দিয়েছিলেন অভিনেতার স্ত্রী নন্দিনী মুখোপাধ্যায় পাল।

img 20220929 170317

তাপস পালের পুরনো দিনের একটি ছবি এদিন ফেসবুকে পোস্ট করেন তাঁর স্ত্রী। ছবিটির নীচে তিনি লিখেন, ” আমি জানি, পৃথিবীর তুলনায় এখন তুমি অনেক ভাল স্থানে রয়েছ। তোমাকে আমরা রোজই মনে করি। তবে আজকে একটি বিশেষ দিন, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই।” এছাড়াও তাঁকে দেওয়া তাপস পালের সেরা উপহার যে তাঁদের মেয়ে, সে কথাও এই পোস্টে লিখেন নন্দিনী পাল। তাঁর কথায়,“আমাদের মেয়ে আমাকে সবসময়ই তোমার কথা মনে করিয়ে দেয়।” তাপস পালের প্রতি তার স্ত্রীর যে কতখানি ভালবাসা রয়েছে তা এই পোস্ট থেকেই স্পষ্ট।

১৯৮০ সালে প্রকাশিত ‘দাদার কীর্তি’ ছবির মাধ্যমেই সকলের নজর কেড়েছিলেন তাপস পাল। তারপর একের পর এক ‘সাহেব’, ‘ভালবাসা ভালবাসা’ প্রভৃতি আরও অনেক ছবিতে অভিনয়ের মাধ্যমে দর্শকের প্রিয় অভিনেতা হয়ে উঠেছিলেন তিনি। বাংলার তখনকার দিনের একটি হিট ছবি ‘গুরুদক্ষিণা’তে তাপস পালের অভিনয় চোখে জল এনেছিল দর্শকদের। ২০১৪ সালে রাজনীতির সঙ্গে জড়িয়েছিলেন তিনি। এরপর ২০২০ সালে পরলোক গমন করেন এই প্রতিভাবান অভিনেতা।




Back to top button