Yuvaan Chakraborty: রাজপুত্র ইউভানের দু’য়ে পা! আদরে ভরালেন শুভশ্রী

দেখতে দেখতে ২-এ পা ছোট্ট রাজপুত্তুরের। ২০২০-র ১২ই সেপ্টেম্বর পৃথিবীর বুকে এসেছিল শুভশ্রীর রাজপুত্র। সেলেব বাবা-মায়ের আদরে তিলে তিলে বেড়ে উঠছে যুবান। প্রতিদিনের পথচলা আনন্দের মুহূর্তগুলো ক্যামেরাবন্দি হয়ে থেকে যাচ্ছে ইনস্টা বা ফেসবুকের পাতায়। অগনিত মানুষের ভালোবাসা রোজ আসছে যুবানের কাছে। তার হাসি, খেলা, আনন্দ, দুষ্টুমি সবের সাক্ষী হচ্ছে অনুরাগী থেকে সাধারণ মানুষ। তাই আজকের দিনটা শুভশ্রীর কাছে খুবই বিশেষ। প্রথম মাতৃত্বের স্বাদ পেয়েছিলেন শুভশ্রী। তারপর ছেলের হাত ধরেই এগিয়ে চলেছেন তিনি। এবছরের জন্মদিন কেমন কাটছে রাজপুত্র যুবানের?

এবছর একেবারে স্বপ্নের দেশ সুইজারল্যান্ডে ছুটে বেড়াচ্ছে ছোট্ট রাজপুত্র। কয়েক দিন আগেই ছুটি কাটাতে বিদেশে উড়ে গিয়েছেন রাজ দম্পতি। সেখানেই নিভৃতে আনন্দ করছে রাজ-শুভশ্রী ও তাদের ছেলে। ইনস্টাগ্রামে ছবি দিয়ে শুভশ্রী ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা দিয়েছেন। ইতিমধ্যেই বেশ বড়ো হয়ে গেছে যুবান। মায়ের কাছে আদুরে চুম্বন পেতে দেখা যায়। জিন্সের পোশাকে সেজেছেন মা-ছেলে। এদিকে রাজ একটু বেশি নস্টালজিক। একেবারে ফিরে গেছেন দুবছর আগে যুবানের জন্মের পর প্রথম আদরের আনন্দ মুহূর্তে।




Back to top button