Adrit-Kaushambi: আদৃতকে জড়িয়ে ধরে কৌশাম্বী, মিঠাইকে ভুলে দিদিয়ার সঙ্গেই কি বেড়েছে সিডি বয়ের ঘনিষ্ঠতা?

মন্টি শীল, কলকাতা: সাম্প্রতিক কালে সমগ্র টেলিপাড়ায় এক অদ্ভুত গুঞ্জন শোনা যাচ্ছিল, অনস্ক্রিন দিদির সঙ্গেই নাকি প্রেমে হাবুডুবু খাচ্ছেন মিঠাই ( Mithai ) ধারাবাহিকের উচ্ছেবাবু ওরফে অভিনেতা অদৃত রায় ( Adrit Roy )। যদিও এবিষয়ে প্রকাশ্যে কোনও রকম মন্তব্য করতে চাননি অভিনেতা অদৃত রায় ( Adrit Roy ) অথবা অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী ( Kaushambi Chakraborty )। কিন্তু মন্তব্য না করলেও এই দুই টেলি তারকার মধ্য ঘনিষ্ঠতা ঠিক কতখানি তা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ছবি দেখলেই স্পষ্ট হয়ে যাবে।

সূত্র মারফত জানা গিয়েছে, গত দু’মাস আগে গিয়েছে অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী ( Kaushambi Chakraborty )। অনুষ্ঠান সেভাবে জাগজমক ভাবে না হলেও অভিনেত্রীর জন্মদিন উপলক্ষে করা ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা অদৃত রায় ( Adrit Roy )। যার ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে রীতিমত ভাইরাল। এমনকী এই ছবিকে কেন্দ্র করে ব্যাপক আলোচনার সূত্রপাত ঘটে মিঠাই অনুরাগীদের মাঝে। কিন্তু এই আলোচনা শেষ হতে না হতেই ফের প্রকাশ্যে এল এই দুই চর্চিত টেলি তারকা জুটির ছবি।

29c22

ভাইরাল হওয়া ছবিতে উচ্ছেবাবু অর্থাৎ অভিনেতা অদৃত রায়কে দেখা গিয়েছে একটি সাদা শার্ট এবং হালকা নীল রঙের ডেনিম জিন্সে। ওপর দিকে একটি কালো রঙের সালোয়ার স্যুট পরে অভিনেতার হাত ধরে বসে রয়েছেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী। ভাইরাল হওয়া ছবিতে দু’জনেই ক্যামেরার দিকে তাকিয়ে হাঁসি মুখে পোজ দিয়েছে। যা দেখার পর নেটনাগরিকদের কাছ থেকে আসতে শুরু করেছে বিভিন্ন রকমের মন্তব্য। যেখানে অনেকেই এই দুই তারকার জন্য শুভ কামনা করেছেন। কিন্তু এই ছবি দেখার পর স্বাভাবিক ভাবেই ঘুম উড়েছে মিঠাই অনুরাগীদের।

 

View this post on Instagram

 

A post shared by Adrit Roy (@adritofficialc)


তবে বলে রাখা ভাল, অভিনেতা অদৃত রায় বরাবরই নিজের ব্যক্তিগত জীবনকে লাইম লাইট থেকে দুরে সরিয়ে রাখতে পছন্দ করেন। শোনা গিয়েছে, এর আগে সুপ্রিয়া মন্ডলের সঙ্গে অভিনেতার সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও এবিষয়ে কোনও রূপ মন্তব্য করতে দেখা যায়নি তাকে। মিঠাই ধারাবাহিকে কৌশাম্বী চক্রবর্তী এবং অদৃত রায়ের রসায়ন দর্শকদের কাছ থেকে প্রসংশা অর্জন করেছে। তবে ব্যক্তিগত জীবনে তাঁদের মধ্যে কী সম্পর্ক রয়েছে তা নিয়ে কোনও দিনই মন্তব্য করেননি অভিনেতা। তবে সম্প্রতি ভাইরাল হওয়া অভিনেতার এই যে এক নতুন আলোচনার সূত্রপাত ঘটাতে চলেছে তা আর বলতে বাকি থাকে না।




Back to top button