Lokkhi Kakima Superstar: লক্ষ্মী কাকিমাই সুপারহিট, শাড়ি পরে ‘Swag’! অপরাজিতার ভিডিয়ো দেখে উৎফুল্ল নেটিজেনরা

জয়িতা চৌধুরি,কলকাতাঃ গত ফেব্রুয়ারি মাস থেকে জি বাংলায়ে ( Zee Bangla ) শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ ( Lokkhi Kakima Superstar )। আর শুরু হওয়ার পরই দর্শকের মন জয় করেছে লক্ষ্মী দাস ওরফে অপরাজিতা আঢ্য ( Aparajita Adhya )। আসলে যারা এই ধারাবাহিক দেখেন, তারা জানেন লক্ষ্মী কাকিমা সত্যিই ‘সুপারস্টার’। কখনও তিনি ভ্যান চালাচ্ছেন তো কখনও পুত্রবধূকে খুশি করতে তার জন্মদিনে বাড়িতেই রেস্তরা বানিয়ে দিচ্ছেন।
আবার কক্ষনো দাড়ি, গোঁফ, পাগড়ি, শার্ট, ব্লেজার, সানগ্লাস পরে তিনি হয়ে উঠেছেন পঞ্জাবি মধ্য বয়স্ক ভদ্রলোক। এক ঝলক দেখলে বোঝা দায় তিনি আসলে কাকিমা নাকি কোন পাঞ্জাবি ভদ্রলোক। তবে আবার তিনি ধরা দিলেন নতুন রূপে। সম্প্রতি জি বাংলা অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে লক্ষ্মী কাকিমার একটি নতুন ভিডিয়ো। শ্যুটিং সেটে বেশ রেলা দেখিয়ে হিন্দি ছবির সংলাপের সঙ্গে লিপ সিঙ্ক করতে দেখা গেলো দর্শকদের প্রিয় লক্ষ্মী কাকিমাকে।
সংলাপগুলির তরজমা করলে মানেই দাঁড়ায়, অন্যভাবে জীবনযাপন করেন বক্তা। তিনি আশায় নন, জেদ নিয়ে বাঁচেন। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পরই নেটিজেনদের একাংশের দাবী সত্যিই লক্ষ্মী কাকিমার ‘Swag’ দেখার মতো। জি বাংলার তরফ থেকেও ক্যাপশনে লেখা হয়েছে, ‘Lokkhi Kakima, is full of SWAG.!! ’
দিন কয়েক আগেই ধারাবাহিকে এসেছিল নতুন চমক! দেখা গেছিল, একটি নতুন দোকান উদ্বোধন করতে যান লক্ষ্মী কাকিমা। তখনই সেখানে একটি বোম ব্লাস্ট করায় সোমশঙ্কর। তারপর ঠিক কি ঘটে? হংসিনীও কি জড়িয়ে পরে ষড়যন্ত্রের খেলায়? তার উত্তর পাওয়া যাবে, ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ ধারাবাহিকের পরবর্তী পর্বগুলিতে।
এই প্রসঙ্গে, লক্ষ্মী কাকিমা সম্পর্কে অভিনেত্রী অপরাজিতা আঢ্য জানান, ‘আমরা আশেপাশে যে চরিত্রদের দেখতে পাই তাঁরা সবাই সুপারস্টার। প্রত্যেকেই আশা করি এই চরিত্রটার সঙ্গে ভীষণ মিল খুঁজে পাবেন। আমি মাটির কাছাকাছি চরিত্র করতে ভীষণ ভালো লাগে। আমাদের কাছে মায়েরাই সুপারস্টার।’