Ambarish Bhattacharya: আর বোকাসোকা পটকা নয়! গুরুগম্ভীর রূপে চিকিৎসকের বেশে পর্দায় ধরা দেবেন অম্বরীশ ভট্টাচার্য

জয়ীতা সাহা, কলকাতা: কৌতুক শিল্পী হিসেবে বেশ পরিচিত তিনি। সর্বদায় হাসিখুশি তিনি। থিয়েটারের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ তাঁর। তারপর রাজা গজা ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে আত্মপ্রকাশ‌ তাঁর। সর্বদাই এই হাসির রাজা হলেন অম্বরীশ ভট্টাচার্য। সূত্রের খবর, এবার এই কৌতুক অভিনেতাকে দেখা যাবে ধুলোকণা ধারাবাহিকে ডাক্তারের ভূমিকায়। কেমন হবে তাঁর ডাক্তারের ভূমিকায় অভিনয় তা জানতে মুখিয়ে আছেন দর্শকমহল।

সম্প্রতিই শেষ হয়েছে জনপ্রিয় ধারাবাহিক খড়কুটো। হাসিখুশি মুখার্জী পরিবারে পটকার চরিত্রে ছিলেন এই অম্বরীশ ভট্টাচার্য। খড়কুটোতে পটকার চরিত্রে অভিনয় যে তাঁর অন্য সব ক্ষেত্রে অভিনয় কে ছাপিয়ে গিয়েছে তা বলাবাহুল্য। খড়কুটো শেষ হওয়ায় মন খারাপ দর্শকদের। মন খারাপ অভিনেতাদেরও। এ প্রসঙ্গে অম্বরীশ জানিয়েছেন, “মন তো খারাপ বটেই। এত দিন একসঙ্গে হইহই করে কাজ করলাম। কিন্তু আমার মনে হয়, চাহিদা থাকাকালীনই একটা ধারাবাহিক শেষ হয়ে যাওয়া উচিত।”img 20220825 142201নতুন ধারাবাহিকে অভিনয় প্রসঙ্গে তাঁর বক্তব্য,”যে ধরনের চরিত্রে আমাকে সচরাচর দেখা যায়, সেগুলির থেকে এটি একদমই আলাদা। এই চরিত্রটা পটকার মতো এতটা হাসিখুশি নয়। বরং কিছুটা গম্ভীর। এর আগে কখনও চিকিৎসকের চরিত্রে অভিনয় করিনি। সব মিলিয়ে বেশ অন্য রকম অভিজ্ঞতা।” সম্প্রতি খড়কুটো শেষ হওয়ায় মন খারাপ দর্শকদের। এরই মধ্যে ধারাবাহিকের শেষ পর্বে গুনগুন ফিরে আসায় দর্শকরা বেশ কিছুটা ক্ষুব্ধ। তাঁদের বক্তব্য তাঁদের আবেগকে নিয়ে ছেলেখেলা করা হয়েছে। img 20220825 142400এ প্রসঙ্গে অম্বরীশ ভট্টাচার্য জানিয়েছেন,”গুনগুন কিন্তু শুধু মাত্র একটি চরিত্র ছিল না। ও হল শুভবুদ্ধির প্রতীক। শেষ পর্বে লীনাদি সেটাই দেখাতে চেয়েছেন। বোঝাতে চেয়েছেন, মৃত্যু অনিবার্য। কিন্তু শুভবুদ্ধির বিনাশ নেই। তাই তো সকলের জন্য ফিরে আসবে গুনগুন। সে-ই তো আমাদের খড়কুটো। যাঁরা নাটক দেখেন, সাহিত্য পড়েন, বিষয়টি তাঁরা বুঝবেন। এ রকম একটি পরিসমাপ্তি বাংলা ধারাবাহিকে সচরাচর দেখা যায় না।” পরবর্তী চরিত্রে অম্বরীশ ভট্টাচার্য কেমন অভিনয় করেন। কৌতুক অভিনেতা ডাক্তার হিসেবে কেমন মনকাড়েন দর্শকদের, তা জানতে হলে টিভির পর্দায় চোখ রাখতে হবে।




Back to top button