Kacher Manush: ‛জিৎ সবাই হয়, কিন্তু দেব একটাই’, নিজেকে নিয়ে এ কী বললেন অভিনেতা, জল্পনার ঝড় নেটপাড়ায়

জয়ীতা সাহা, কলকাতা: পুজো মানেই প্রচুর শপিং, খাওয়াদাওয়া, ঘোরাঘুরি আর এর সঙ্গে সিনেমা হলে গিয়ে নতুন ছবি দেখা। একেবারে পুজোর শুরুতেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বাংলা ছবি ‘কাছের মানুষ'( Kacher Manush )। ইতিমধ্যেই ছবিটির ট্রেলারও প্রকাশিত হয়ে গিয়েছে। প্রায় শেষ মুহূর্তে ছবিটির প্রচারে কোনো ফাঁক রাখছেন না কলাকুশলীরা( Dev )। ছবিটির জন্য দর্শকদের নজড় কাড়তে এর আগে স্ট্যান্ড আপ কমেডি করেছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবার সেই একই পথে হাঁটলেন ছবিটির অন্যতম অভিনেতা তথা প্রযোজক দেব।

বাংলা সিনেমায় দেব বা জিৎ( Jeet ) মানেই বাঙালি দর্শকদের কাছে জমিয়ে কমেডি, রোম্যান্স উপভোগ করা। তবে নিজের এই সহকর্মী জিৎ সম্পর্কে কেন এমন মন্তব্য করলেন দেব‌( Dev )। আসন্ন ছবির জন্য দর্শকমহলের নজড়কাড়তে স্ট্যান্ড আপ কমেডি করতে দেখা গিয়েছে অভিনেতা দেবকে। সেই স্থানে দর্শকস্থানে উপস্থিত ছিলেন সকলের প্রিয় অভিনেতা বুম্বা দা ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দর্শকস্থানে উপস্থিত ছিলেন ইশা সাহা, পথিকৃৎ বসু( পরিচালক ), অভিজিৎ গুহ, সুদেষ্ণা রায় সহ অনেকেই। স্টান্ড আপ কমেডিতে দেব রাজ্য, রাজনীতি, তাঁর ফ্লপহওয়া ছবি, তাঁর বিরূদ্ধে হওয়া কটুক্তি সহ প্রায় কোনও কিছুকেই সোজা ভাবে তুলে ধরতে বাদ রাখেননি। img 20220920 135540তবে তাঁর বলা প্রতিটি কথাতেই দর্শকাসনে থাকা সকলেই হাসি এবং হাততালি-তে মেতে ওঠেন। আগামী ৩০ সেপ্টেম্বর অর্থাৎ দুর্গা পূজার পঞ্চমীর দিনই প্রেক্ষাগৃহে শুভ মুক্তি ঘটতে চলেছে পথিকৃৎ বসু পরিচালিত ‘কাছের মানুষ’ ছবিটি। ছবিটির প্রচারের জন্য এই স্ট্যান্ড আপ কমেডিতে অন্যান্য সব বিষয়ের সঙ্গে দেব বলে ওঠেন,”জিৎ( Jeet ) সবাই হয়। কিন্তু দেব একটাই হয়”। তাঁর একথা শোনা মাত্রই হাসির রোল ওঠে দর্শকদের মধ্যে। কয়েক সেকেন্ডের সেই হাসির রোল থামিয়ে দেব বলে ওঠেন, “একথা কি আমি কোনও ইন্টারভিউ-তে বলেছি বলো?” “যদি বলে থাকি বলতে পারো তবে আজই ইন্ডাস্ট্রি ছেড়ে দেব”। কার্যত হাসিমুখে অত্যন্ত বিনয়ের সঙ্গেই পুরো কথাটা ব্যাখ্যা করেন দেব( Dev )। শেষে তিনি বলেন আমি নিজের পাবলিসিটি নিজে করতে পছন্দ করি না। ‘কাছের মানুষ’ ছবিটি সিনেমা হলে গিয়ে দেখার জন্যও অনুরোধ করেন দর্শকদের দেব।

 

 

 




Back to top button