The Kapil Sharma Show: সময় ছিনিয়ে নিয়েছে তাঁদের! কখনও অপমান, কখনও কম পারিশ্রমিকের জেরে কপিল শর্মার ঘর ছেড়েছে যাঁরা

জয়ীতা সাহা, কলকাতা : কৌতুক পছন্দ করেন না এমন মানুষ নেই বললেই চলে। শিল্পীর আসল সত্বায় একমাত্র ঔষুধ মন ভাল করার। যখনই খুব বেশি মন খারাপ হয় তখন এই কৌতুক-ই চটজলদি মন ভাল করে আমাদের। কথায় আছে ভাল থাকতে পারাটা একটা অভ্যাস। আর যে নিজে ভাল থাকতে পারে সে অন্যকেউ ভাল রাখতে পারে। কৌতুক দিয়ে ভাল থাকার কথা মনে পড়লেই প্রথমেই মনে পড়ে বিখ্যাত কৌতুক অভিনেতা চার্লি চ্যাপলিনের কথা। বর্তমানে বিভিন্ন টিভি শো-তে আমরা কৌতুক অভিনয় দেখে থাকি। এমনই একটি কৌতুক শো হল দ্য কপিল শর্মা শো।
সূত্রের খবর, আবারও টিভির পর্দায় ফিরছে দ্য কপিল শর্মা শো। তবে শো টিতে থাকছে নানান পরিবর্তন। সেই সঙ্গে থাকছে কৌতুক অভিনেতাদের পরিবর্তন। এর আগেও বেশ কয়েকবার কৌতুক অভিনেতারা এই শো ছাড়তে বাধ্য হয়েছিলেন। তাই এ বিষয়টি নতুন কিছু নয়। দ্য কপিল শর্মা শো-র দর্শকদের অন্যতম পছন্দের কৌতুক অভিনেতা কৃষ্ণ অভিষেক এবারের শো-তে থাকছেন না। প্রসঙ্গত,শো-র চুক্তিতে খুশি ছিলেন না তিনি। তাঁর পারিশ্রমিক বাড়াতে চেয়েছিলেন,এটি কার্যকর না হওয়ায় শো ছেড়েছেন তিনি। চলুন জেনে নিই, আর কোন কোন কৌতুক অভিনেতা এই শো ছেড়েছিলেন এবং কেন?
সুনীল গ্ৰোভার:
প্রথমে সুনীল গ্রোভারের কথা বলা যাক। সুনীল, দ্য কপিল শর্মা শো-র একটি বিশেষ অংশ ছিলেন। কিন্তু কপিলের সঙ্গে তুমুল লড়াইয়ের কারণে শোতে কাজ করতে রাজি হননি তিনি। সূত্রের খবর, কপিল নেশাগ্রস্ত অবস্থায় সুনীলকে চড় মেরেছিলেন এবং এই অপমানের পরে, তিনি আর কখনও শোতে উপস্থিত হননি। শোতে তিনি গুত্তি এবং ডাঃ মাশূর গুলাটির ভূমিকায় অভিনয় করতেন।
আলী আসগর:
শো-তে কখনও দাদি,কখনও নানী চরিত্রে অভিনয় করেছেন আলী আসগর। ২০১৭ সালে তিনি শো ছেড়ে দেন। আলি একটি সাক্ষাতকারে বলেছিলেন যে শোতে নানীর চরিত্রে অভিনয় করতে গিয়ে তিনি খুব বিরক্ত হয়েছিলেন।
ভারতী সিং:
বর্তমানে মা হয়েছেন ভারতী সিং। ছোট্ট ছেলেকে নিয়ে ব্যস্ত তিনি। এবার এই শো-তে দেখা যাবে না ভারতী সিং-কে। সম্প্রতি ভারতী সিং জানিয়েছেন যে, তিনি একটি ছোট বিরতি নিচ্ছেন বলে তাঁকে নিয়মিত শো-তে দেখা যাবে না।
উপাসনা সিং:
উপাসনা উল্লেখ্য শো-তে কপিল শর্মার পিঙ্কি বুয়ার চরিত্রে অভিনয় করেছিলেন এবং প্রচুর জনপ্রিয়তাও পেয়েছিলেন। কিন্তু তারপরই শো ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। উপাসনা একটি সাক্ষাতকারে জানান, যে তিনি অনুষ্ঠানটি উপভোগ করতে পারেননি। তিনি তার চরিত্রে সন্তুষ্ট ছিলেন না।
নভজ্যোত সিং:
শো-টিতে প্রধান অতিথির চেয়ারে বসে থাকতে দেখা যায় নভজ্যোত সিং সিধুকে। কার্যত বেশ কিছু রাজনৈতিক মন্তব্য করার জন্যই শো ছাড়তে হয়েছিল তাঁকে। বর্তমানে অর্চনা পুরান সিং সেই অতিথির স্থানে রয়েছেন।
নাসিম ভিকিও এবং শাকিল সিদ্দিকী:
পাকিস্তানি কৌতুক অভিনেতা নাসিম ভিকিও দ্য কপিল শর্মা শো-এর প্রথম দিনগুলির একটি অংশ ছিলেন। প্রায় ৬ বছর ধরে তিনি এই অনুষ্ঠানের অংশ ছিলেন। এরপর পাকিস্তানি শিল্পীদের দেশে নিষিদ্ধ করা হয় ফলে নাসিম ভিকিও এবং শাকিল সিদ্দিকী-কে এই শো ছাড়তে হয়।