Zee Bangla Mahalaya 2022: রাত পোহালেই মহালয়া, তার আগেই মহাদেবের সাজে সবাইকে চকমে দিলেন রুবেল

প্রত্যুষা সরকার, কলকাতা: রাত পোহালেই মহালয়া। বাড়ির সকলে মিলে ভোর বেলা একসঙে বসে টিভির পর্দায় মহালয়া দেখবেন সবাই। আর প্রতি বছরের মতো এ বছরও মহালয়ার পুণ্যলগ্নে বাংলা একাধিক বিনোদন চ্যানেলে সম্প্রচারিত হবে মহালয়া। সেই মতো বাদ যাচ্ছে না জি বাংলাও ( Zee Bangla Mahalaya 2022 )। এবার জি বাংলার মহালয়ার ভোরে বিশেষ অনুষ্ঠান সিংহবাহিনী ত্রিনয়নী। কে কী রূপে ধরা দেবেন সেসবই জানা গেছে মহালয়ার প্রোমোতে৷ তবে জানেন কি এবারের মহালয়ায় মহাদেব কে?

পার্বতী থাকবে আর মহাদেব থাকবে না তাও কি হয়। প্রতি বছর মহালয়ায় জি বাংলা ( Zee Bangla Mahalaya 2022 ) এক এক তারকাকে মহাদেবের সজ্জায় সাজান। এবারে মহাদেবের ভূমিকায় সকলের প্রিয় তারকা যমুনা ঢাকি ধারাবাহিকের সঙ্গীত ওরফে রুবেল দাস। সম্প্রতি জি বাংলার ইনস্টাগ্রাম পেজে পোস্ট হয়েছে তাঁর মহালয়ার একটি ছোট ভিডিও। যেখানে রুবেলকে মহাদেবের ভূমিকায় দেখা যাচ্ছে।

img 20220924 175943

ভিডিয়োটিতে দেখা যাচ্ছে মহাদের সাজে সেজে মহাদেবের মতো রুদ্ররূপে নাচ করছেন রুবেল ( Zee Bangla Mahalaya 2022 )। মাথায় জটা, গলায় সাপ, পরনে বাঘের ছাল, গলায় রুদ্রাক্ষেরমালা, হাতে ত্রিশুল একেবারে যেন স্বয়ং মহাদেব এসে উপস্থিত হয়েছেন। তাঁর ওই ছোট কয়েক মিনিটের ভিডিও দেখেই বোঝা যাচ্ছে মহালয়ায় এবারে তাঁর পারফর্মেন্স কেমন হবে।

img 20220924 180027

রুবেল যে একজন ভাল ডান্সার সে কথা প্রায় সবাই জানেন। জি বাংলারই একটি ডান্স রিয়েলিটি শো থেকেই ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি। তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যায় রুবেলকে। সম্প্রতি জি বাংলার ( Zee Bangla Mahalaya 2022 ) যমুনা ঢাকি ধারাবাহিকে সঙ্গীতের ভূমিকায় অভিনয় করে ছিলেন রুবেল। তবে অভিনয় ছাড়াও সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাকটিভ রুবেল। মাঝে মধ্যেই তাঁর ইনস্টাগ্রাম থেকে ভাইরাল হতে থাকে তাঁর রিলস ভিডিয়ো।

এবার জি বাংলায় দেবী দুর্গার মোট ১২ টি রূপ নিয়ে ম্প্রচারিত হবে মহালায়ার বিশেষ অনুষ্ঠান। মহিষাসুরমর্দিনী থেকে শুরু করে লক্ষ্মী, সরস্বতী থেকে জগদ্ধাত্রী, দেবী সুকন্দমাতা সহ আরও একাধিক দেবীর রূপ। মহালয়ার ভোরে সেই সব দেবী রূপে ধরাদেবেন জনপ্রিয় সব তারকারা। জি বাংলা মহিষাসুরমর্দিনী ( Zee Bangla Mahalaya 2022 ) হলেন রাজ ঘরণী টলি কুইন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এছাড়াও টেলিভিশনের একাধিক অভিনেত্রী যেমন মিঠাই, গৌরি থেকে শুরু করে উর্মি, উমা আরও অনেকেই।




Back to top button