TRP List – মিঠাইকে জোর টক্কর! নতুন টিআরপি তালিকায় রয়েছে চমক, রইল সম্পূর্ণ তালিকা

সিরিয়ালপ্রেমী বাঙালীর সন্ধ্যে মনোহরা অর্থাৎ জি বাংলার ‘মিঠাই’ (Mithai)তেই মজে থাকে। তবে সেই বাঙালী আবার ভোজনপ্রিয় হওয়ায় মিঠাইয়ের পাশেই জায়গা করে নিয়েছে স্টার জলসার নতুন সিরিয়াল ‘খুকুমনি হোম ডেলিভারী’ (Khukimoni Home Delivery)। প্রতি সপ্তাহের মতনই এই সপ্তাহের বৃহস্পতিবারও প্রকাশিত হল বহু প্রতীক্ষিত টেলিভিশন শোয়ের (Television show) টিআরপি তালিকা (TRP list) । এই টিআরপি তালিকা টেলিভিশনের অভিনেতা-অভিনেত্রীদের কাছে বেশ খানিকটা পরীক্ষার ফলপ্রকাশের মতনই।

এই সপ্তাহের টিআরপি তালিকা অনুযায়ী, এবারও সেরার তালিকায় প্রথম বিজয়ী জি বাংলার ‘মিঠাই’। ১১.৫ নম্বর পেয়ে প্রথম স্থানে মিঠাই। এরপরেই ৯ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে আছে স্টার জলসার ‘খুকুমণি হোম ডেলিভারি’। খুকুমণির সাথে সাথে ঐ একই স্থানে একই নম্বর পেয়ে রয়েছেন উমা (Uma) এবং যমুনা ঢাকি (Jamuna Dhaki)। অর্থাৎবোঝাই যাচ্ছে শুরু থেকেই মিঠাইকে চ্যালেঞ্জ জানানোর জন্য প্রস্তুত হয়েছে খুকুমণি। তাই বাকি সিরিয়ালদের টপকে ইতিমধ্যেই দ্বিতীয় স্থান দখল করে ফেলেছে সে।

Mithai Jamuna Dhaki Sarbojaya Aprajita Apu Serial

এরপর তৃতীয় স্থানে রয়েছে দেবশ্রী রায় অভিনীত ধারাবাহিক সর্বজয়া (Sarbajaya)। ৮.৩ নম্বর সংগ্রহ করেছে দেবশ্রীর এই ধারাবাহিক। চতুর্থ স্থানে রয়েছে জি বাংলার অপর আরেক ধারাবাহিক অপরাজিতা অপু (Aparajita Apu), এই ধারাবাহিকের সংগ্রহে রয়েছে ৮.১ নম্বর। সিরিয়ালে অপু চাকরির পরীক্ষা দিয়ে বিডিও হতে চলেছে খুব শীঘ্রই। এরপর ঋষিরাজ-পিহুর হানিমুন বিভ্রাটে ৭.৫ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থান অধিকার করে নিল স্টার জলসার ‘মন ফাগুন’ (Mon Phagun)।

স্টার জলসার খেলাঘর (Khelaghor) এবং গঙ্গারাম (Gangaram) ধারাবাহিক দুটি ৭.২ নম্বর পেয়ে ষষ্ঠ স্থান অধিকার করে নিয়েছে। টিআরপি তালিকাতে সপ্তম স্থানে রয়েছে চারটি ধারাবাহিক, যাদের প্রাপ্ত নম্বর ৭। এই ধারাবাহিকগুলি হল রানী রাসমণি (Rani Rashmoni), আয় তবে সহচরী (Aay Tobe Sohochori), শ্রীময়ী (Sreemoyee) এবং ধূলোকণা (Dhulokona)। এরপর ৬.৯ পয়েন্ট পেয়ে অষ্টম স্থানে রয়েছে জি বাংলার কড়িখেলা (Korikhela) এবং কৃষ্ণকলি (Krishnakali)। ৬.৭ পয়েন্ট পেয়ে নবম স্থানে রয়েছে ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei Poth Jodi Na Sesh Hoy)। ৬.৪ পয়েন্ট পেয়ে  দশম স্থান রয়েছে খড়কুটো (Khorkuto) এবং বরণ (Boron)। একসময় এই খড়কুটো সিরিয়ালই থাকতে প্রথম পাঁচে। তবে দিনে দিনে জনপ্রিয়তা কমে এখন তলানিতে এসে থেকেছে সৌজন্য ও গুনাগুনের কাহিনীর।




Back to top button