‘দাদার’ ভবিষ্যৎ এবার ‘দাদাগিরিতে’? কী বললেন জ্যোতিষী, দেখুন ..
রবিবার দাদাগিরির মঞ্চে এক জ্যোতিষী খেলতে আসবেন। তাঁর সঙ্গে কথা প্রসঙ্গে সৌরভ জানান, কম বয়সে তিনি নিজেই তাঁর ভবিষ্যদ্বাণী করেছিলেন। ভারতের হয়ে যখন সবে সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) খেলতে শুরু করেছেন তখনই তিনি নিজের ভবিষ্যতের লক্ষ্য স্থির করে নিয়েছিলেন।

রবিবার দাদাগিরির মঞ্চে এক জ্যোতিষী খেলতে আসবেন। তাঁর সঙ্গে কথা প্রসঙ্গে সৌরভ জানান, কম বয়সে তিনি নিজেই তাঁর ভবিষ্যদ্বাণী করেছিলেন। ভারতের হয়ে যখন সবে সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) খেলতে শুরু করেছেন তখনই তিনি নিজের ভবিষ্যতের লক্ষ্য স্থির করে নিয়েছিলেন। তবে মাকে জানিয়েছিলেন ‘আমিই একদিন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হবো।’ পরবর্তীকালে সেটা হয়েও ছিল। এমনকি তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পর্যন্ত হয়েছিলেন।
রবিবারের এপিসোডে তাই জ্যোতিষীকে দেখেই নিজের সেই কথা জানান সৌরভ। একই সঙ্গে জিজ্ঞেস করেন আগামীতে কী হতে চলেছে। উত্তরে সেই ব্যক্তি বলেন, ‘দুটো জিনিস তৈরি করা যায় না। এক হিরো, আরেক লিডার। আপনি বর্ন লিডার। আগামীতে আপনি শেষপর্যন্ত নেতৃত্ব দেবেন।’ সম্পূর্ণ এপিসোড দেখতে হলে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।
-
ওয়াশরুমের থেকেও ছোট ঘর! দাদাগিরিতে এসে একি বললেন শ্বেতাDecember 15, 2023
-
ফার্স্ট গার্ল ‘ফুলকি’, শেষে ‘রাঙা বৌ’December 14, 2023
সৌরভ গাঙ্গুলীর দাদাগিরির দশম সিজন চলছে। প্রত্যেক সিজনের মতই এই সিজনও দেদার হিট। সেলিব্রিটি থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ এসে এই মঞ্চে সৌরভের সঙ্গে খেলেছেন ‘দাদাগিরি।’06:17 PM