Human Rights Day: কেন পালন করা হয় মানবাধিকার দিবস, জেনে নিন স্বর্ণাক্ষরে লেখা সেই ইতিহাস

“মানবাধিকার”- এই শব্দটির সঙ্গে মানুষ এখন বেশ পরিচিত। ভোট এলেই নেতাদের(Politician) মুখে প্রায়শই এই শব্দটি শুনতে পাওয়া যায়। মানবাধিকার(Human Rights) সমাজে তৈরি করে সাম্যতা, এর আক্ষরিক অর্থ মূলত ‘মানুষের অধিকার’। অর্থাৎ, আমার চাওয়া, পাওয়া কিংবা ছিনিয়ে নেওয়া এই সব কিছু জুড়েই রয়েছে আমার অধিকার বা মানবাধিকার। শব্দটিকে বহু ক্ষেত্রে ব্যবহার করলেও, তাঁর ইতিহাস(History) সম্বন্ধে খুব অল্প মানুষই জ্ঞাত। প্রতিবছরের ১০ই ডিসেHumanম্বর বিশ্বজুড়ে(World Wide) পালিত ‘আন্তর্জাতিক মানবাধিকার দিবস(International Human Rights Day)’। দিনটি মাথার মধ্যে থাকলেও, এই দিনটির ঐতিহ্য, ইতিহাস সম্পর্কে অধিকাংশ মানুষেরই ধারণা নেই বললেই চলে।

১৯৪৮ সালে আজকের দিনেই রাষ্ট্রসংঘের(United Nations) সাধারণ অধিবেশনে(General Assembly) প্রথম মানবাধিকারের(Human Rights) সর্বজনীন ঘোষণা গৃহীত হয়। এই অধিকারে মূলত জাতি, ধর্ম, বর্ণ, রাজনীতি, ভাষা এবং লিঙ্গ নির্বিশেষে এই বিশ্বের সকল মানুষকে সমানাধিকারের যোগ্য বলে দাবি করা হয়। তবে ১৯৪৮ সালে এই অধিকারটি রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে মান্যতা পেলেও বিশ্ব জুড়ে এই দিনটির পালন শুরু হয় ১৯৫০ সাল থেকে। মানবাধিকার ঘোষণা গ্রহণের দিনটিকে স্মরণে রাখার জন্য রাষ্ট্রপুঞ্জ ১৯৫২ সালে একটি ডাকটিকিট প্রকাশের সিধান্ত নেয়। ঘোষণার কয়েক মুহূর্তের মধ্যে বিশ্বের নানা দেশ থেকে ২ লক্ষ ডাকটিকিটের অর্ডার পড়ে যায়। এছাড়াও, সোভিয়েত ইউনিয়নও মানবাধিকার দিবসের ১৫ তম বার্ষিকীতে একটি ডাকটিকিট প্রকাশ করেছিল। এরপর ১৯৯৮ সালে জার্মানি আবার মানবাধিকার দিবসের ৫০ তম বার্ষিকীতে একটি ডাকটিকিট প্রকাশ করে।

Bengali News,News,Human Rights,Human Rights Day,United Nations General Assembly,Universal Declaration Of Human Rights,UDHR,Corona,Coronavirus,Covid 19,International Human Rights Day 2021,Historical Importance of Human Rights,united nations,Struggle for Human Rights,Human rights Movements,Fundamental Rights of People,আন্তর্জাতিক মানবাধিকার দিবস,মানবাধিকার,দেশ,বিশ্ব,বাংলা খবর,খবর,মানবাধিকার মান্যতা,জাতিসংঘ,মানবাধিকার দিবসে ইতিহাস,মানবাধিকারের ইতিহাস কি,জেনে নিন মানবাধিকারের ইতিহাস

উল্লেখ্য, সমগ্র বিশ্বে ১০ই ডিসেম্বর মানবাধিকার দিবসের মান্যতা পেলেও দক্ষিণ আফ্রিকায় ২১ মার্চ মানবাধিকার দিবস হিসাবে পালন করা হয়। প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকায় ১০ই ডিসেম্বর দিনটি তাঁদের তথা বিশ্বের ইতিহাসেও এক স্মরণীয় দিন হয়ে থাকবে চিরকাল। ইতিহাসের পাতা খুঁড়ে দেখতে গেলে পাওয়া যায়, এই দিন দক্ষিণ আফ্রিকার মানুষ তাঁদের নিজেদের অধিকার ফিরে পেয়েছিল ঠিকই কিন্তু এই দিনটি তাঁদের কাছে মানবাধিকার দিবস পালনের জন্য নয়। এই দিনটি তাঁদের বিপ্লবের দিন, তাঁদের নতুন করে বাঁচার দিন, তাঁদের স্বাধীনতার স্বাদ গ্রহণের দিন।

আরও পড়ুন…..Indian Railways: শুধু বিমান নয়, এবার ট্রেনেও থাকবে মহিলা রেল সেবিকা, কবে থেকে চালু হচ্ছে নয়া পরিষেবা

তৎকালীন সময়ে দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকায় একটি নিয়ম প্রসারিত ছিল। দেশের বাইরে থেকে আসা বা অভ্যন্তরীণ কোনো শ্রমিককে নিজের কাছে একটি পরিচয়পত্র সর্বক্ষণ রাখতে হত। যদি কোনো শ্রমিকের কাছে পরিচয়পত্র না থাকত তাহলে যেকোনো মুহূর্তে পুলিশ তাঁকে গ্রেফতার করতে পারত আর এরপরই শুরু হত তার উপর অত্যাচার। এই অত্যাচারী নিয়মের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা সার্পোভিলে বহু মানুষ একজোট হয়ে বিক্ষোভ ঘোষণা করেন। যার জেরে পুলিশের সঙ্গে এক প্রকার সংঘর্ষ বাঁধে সাধারণ মানুষের। আহত হন ১৮০ জন ও মারা যান ৬৭ জন। এই প্রতিবাদী শ্রমিকদের স্মরণে রাষ্ট্রপুঞ্জ ২১ মার্চ দক্ষিণ আফ্রিকায়(South Africa) মানবাধিকার দিবস(Human Rights Day) পালনের সম্মতি দেন। পাশাপাশি, ১৯৯৬ সালের ১০ ডিসেম্বর অর্থাৎ এই দিনই গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত দক্ষিণ আফ্রিকার প্রথম রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা(Nelson Mandela) দক্ষিণ আফ্রিকার মানুষের জন্য একটি নয়া সংবিধান তৈরি করেন।




Back to top button