অভিষেক হচ্ছে নামিবিয়ার, নজরে ওমান-বারমুন্ডিরা! একনজরে টি-২০ বিশ্বকাপের অচেনা কিছু দল
আইপিএল শেষ হতে না হতেই বেজে গিয়েছে টি-২০ বিশ্বকাপের দামামা। ২০২১ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ওমান এবং সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে চলেছে। এই আন্তর্দেশীয় ক্রিকেট টুর্নামেন্টটি ১৭ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা রয়েছে। ১৪ নভেম্বর দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে গ্র্যান্ড ফিনালে দিয়ে শেষ হবে এই খেলা। ১৬ দলীয় এই টুর্নামেন্টকে রাউন্ড ১ এবং রাউন্ড ২-এ ভাগ করা হয়েছে।
খানিক বদলাচ্ছে ফরম্যাট
এদিকে এবারের মরসুমে ৮টি দলের মধ্যে চারটি দল সুপার ১২-এর জন্য যোগ্যতা অর্জনের সুযোগ পাবে বলে জানা যাচ্ছে। টি-টোয়েন্টিতে বিরাট কোহলির অধীনে, শেষবারের মতো ভারত লড়াইয়ের ময়দানে নামতে চলেছে। এর আগে ধোনির নেতৃত্বে ২০০৭ সালে শেষবার ট্রফি জিতেছিল ভারত। তারপর থেকে আর বিশেষ সাফল্যের মুখ দেখেনি টিম ইণ্ডিয়া। এবার বিরাটের দল যে সেই শূন্যস্থান পূরণে মুখিয়ে থাকবে তা আর বলার অপেক্ষা রাখে না।
নজরে নিউজিল্যান্ড
এদিকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে নিউজিল্যান্ড তাদের প্রথম আইসিসি ট্রফি জিতেছে। এমতাবস্থায় কেন উইলিয়ামসন এবং তার দল যে টি-২০ বিশ্বকাপেও সেরার শিরোপা নিজেদের ঘরে তুলতে মুখিয়ে থাকবে তা আর বার অপেক্ষা রাখে না। এদিকে আসন্ন প্রতিযোগিতায় নজর রয়েছে পাকিস্তানের দিকেও। এদিকে শেষবার ২০০৯ সালে টি -টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। চলতি মরসুমে বাবর আজম দল কেমন পারফরমেন্স করে সেদিকে নজর রয়েছে সকলের।
কেমন আছে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা?
১৯৯২ সালের পর থেকে আন্তর্জাতিক ময়দানে বিশেষ ভালো ফল করতে দেখা যায়নি দক্ষিণ আফ্রিকাকে। আইসিসি বিশ্বকাপের ময়দানেও বারেবারেই ধরাশায়ী হয়েছে প্রোটিয়ারা। চলতি মরসুমে টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দল কেমন পারফর্ম করে সেদিকে নজর রয়েছে সকলের। অন্যদিকে যোগ্যতা অর্জন পর্বের রাউন্ডে ইতিমধ্যেই ভালো ফল করেছে শ্রীলঙ্কা। ২০১৪ সালে শেষ বার ট্রফি জিতেছিল তারা। কিন্তু তারপর থেকে বারেবারে ২২ গজে ধরাশায়ী হতে দেখা গিয়েছে শ্রীলঙ্কাকে। আসন্ন মরসুমে দাসুন শানাকা এবং তার ছেলেরা কেমন ফল করে এখন সেটাই দেখার।
উত্তেজনার শিখরে ওয়েস্ট ইন্ডিজ
এদিকে এবারে সবথেকে বেশি উত্তেজনা বাড়ছে কিরণ পোলার্ডের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে। অনেকেই বলছেন টি-২০ ফরম্যাটে সবথেকে ভালো ফল করতে পারে তিনবারের বিশ্বকাপজয়ী এই দলই। অন্যান্য দেশের মতো সবার নজর রয়েছে বেঙ্গল টাইগারদের উপরেও। আসন্ন মরসুমে অভিজ্ঞ মাহমুদউল্লাহর নেতৃত্বে বাংলাদেশ কেমন ফল করে এখন সেটাই দেখার। ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে বরাবরই খুবই নড়বড়ে বাংলাদেশ।
মাঠে নেমে পড়েছে নেদারল্যান্ডস
অন্যদিকে অন্যান্যদের মতো সকলের নজর কাড়তে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে পিটার সিলারের নেতৃত্বাধীন নেদারল্যান্ডস। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম যোগ্য টিম হিসাবেও উঠে এসেছে তাদের নাম। যোগ্যাতাপর্বের ম্যাচ থেকেই নবতব সংযোজন হিসাবে নিউজিল্যান্ডের টিমে যুক্ত হয়েছেন ৩১ বছর বয়সী লোগান ভ্যান বীক এবং ২১ বছর বয়সী বাস ডি লিড।
অভিষেক হচ্ছে নামিবিয়ার
এদিকে বাছাই পর্বের স্কটল্যান্ড কেমন ছাপ ফেলতে পারে সেদিকে নজর রয়েছে অনেকেরই। দলের অধিনায়কের দায়িত্বে থাকতে পারে কাইল কোয়েটজারের ফর। এছাড়াও নজর রয়েথে রিচার্ড বেরিংটনের মত অভিজ্ঞ খেলোয়াড়ের উপর। অন্যদিকে ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটসম্যান, জনাথন ট্রটকে দলের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে নিয়োগ করা হয়েছে। আগের বিশ্বকাপে তার অভিজ্ঞতা দলকে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক হচ্ছে নামিবিয়ার। বাছাই পর্বে গ্রুপ-এ তে থাকছে এই দল। দলের নেতৃত্ব দিচ্ছেন গেরহার্ড ইরাসমাস। বড় খেলোয়াড় হিসাবে উপস্থিতি রয়েছে ডেভিড উইসের।
নজরে ওমান-আয়ারল্যান্ড
এদিকে এবারের খেলায় আয়ারল্যান্ডকে নেতৃ্ত্ব দেবে অ্যান্ড্রু বালবর্নি। এদিকে টেস্টে মারাত্মক পারফর্ম করা শ্রীলঙ্কার মতো দেশের মুখোমুখি হতে হবে আয়ারল্যান্ডকে। কারণ তারা রয়েছে একই গ্রুপে। অন্যদিকে এবারে নজর থাকবে ওমানের দিকেও। ২০১৬-র বিশ্বকাপে প্রথম রাউন্ডের খেলায় সকলকে চমকে দিয়েছিল ওমান। এবারের মরসুমে শীর্ষ ১২ দলে ঢুকে মরিয়া হয়ে রয়েছে জিশান মাকসুদের নেতৃত্বাধীন দল। এদিকে ২০১৯ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে প্লে-অফ পর্যায়ে হংকংকে ১২ রানে পরাজিত করেছিল ওমান।
চমক দিতে পারে আফগানিস্তান-পাপুয়া নিউগিনি
অন্যদিকে এবারে বেশকিছুটা চমক দিতে পারে আফগানিস্তান। ২২ গজে নতুন করে ঝড় তুলতে পারেন রশিদ খান এবং মোহাম্মদ নবীরা। টি-২০ ফরম্যাটে যে আফগানিস্তান মারত্মক খেলতে পারে তার ইঙ্গিত আগেই মিলেছে। এদিকে আইসিসি গ্লোবাল ইভেন্টে এবারে পাপুয়া-নিউগিনি ওরফে ব্যারামুন্ডিদের অভিষেক হচ্ছে। আসাদ ভালার নেতৃত্বাধীন দলটি ২০১৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে তাদের ছয়টি গ্রুপ ম্যাচের মধ্যে পাঁচটি জিতে সকলে চমকে দিয়েথিল। যদিও শেষ পর্যন্ত হার মানতে হয়েছিল নেদারল্যান্ডসের কাছে। চলতি মরসুমে বিশ্ববাসীর নজর থাকবে এই নতুন খেলোয়াড়দের দিকেও।