১) শোভন-বৈশাখীর প্রেম যেমন চর্চিত তেমনই বিতর্কিত। মাঝে মধ্যেই শিরোনামে চলে আসেন বাংলার এই হিট কাপল।
২) নিজের প্রেমিককে নিয়ে সব সময়েই খুল্লামখুল্লা বক্তব্য দেন বৈশাখী। এক কথায় শোভনকে চোখে হারান তিনি।
৩) সম্প্রতি এক সাক্ষাৎকারে ফের এক বক্তব্যে আলোচনা শুরু হল তাঁদের নিয়ে।
৪) বৈশাখী বলেন, শোভনের মধ্যে উত্তমকুমারের মতো পুরুষালি চেহারা রয়েছে। তবে হাসিটা মহানায়কের মতো না হলেও শোভনের হাসিটা বেশ মিষ্টি লাগে তাঁর।
৫) শোভনের সঙ্গে থাকলেও এখনও ঘর বাঁধতে পারেন নি বৈশাখী। রত্নার সঙ্গে ডিভোর্সের পর শোভনকে বিয়ে করবেন বলে জানিয়েছেন তিনি।
Follow us on
Back to top button