Aadhaar card – আপনার আধার কার্ড ব্যবহার করছে অন্য কেউ? রইল জেনে নেবার পদ্ধতি
অহেলিকা দও, কলকাতা: জীবনে চলার পথে আধার কার্ড (Aadhaar card) এখন নিত্যসঙ্গী। যেকোনো জায়গায় আধার নম্বর (Aadhaar number) এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা গ্যাস (LPG) সংযোগের জন্যই হোক বা যেকোনো ব্যাঙ্কিং (Bank) লেনদেনের জন্যই হোক। কিন্তু আমরা কি জানতে পারি আমাদের আধার কার্ড যাচাই করার জন্য বা আর্থিক লেনদেনের জন্য ঠিক কতবার ব্যবহার করা হয়েছে? আপনি ইউডিআই-এর ( UIDAI) ওয়েবসাইটে গিয়ে আপনার আধার কার্ডের তথ্য সঠিক কিনা তা যাচাই করতে পারেন। আপনারা এই ওয়েবসাইটের দ্বারা খুব সহজেই বুঝতে পারবেন আপনার আধার কার্ড আপনি শুরু থেকে ঠিক কতবার ব্যবহার করেছেন এবং কেউ যদি আপনার অজান্তে আপনার আধার কার্ড ব্যবহার করে বা ব্যবহার করার চেষ্টা করে তাহলে আপনি সেটাও ওই ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন।
এছাড়াও আপনারা শেষ ছয় মাসে অথেনটিকেশন ইউসেস এজেন্সি (AUA) থেকে আধার কার্ডের সমস্ত তথ্য পাবেন। শেষ ৫০ বারের আধার কার্ডের তথ্য আপনি পেতে পারেন। আপনি ইউডিআই-এর (UIDAI) ওয়েবসাইট খুললে নিম্নলিখিত বিষয়গুলি দেখতে পাবেন। ১) অথ মডারিটি (Auth Modality), ২) ডেট অ্যান্ড টাইম অথেনটিকেশন (Date & Time of Authentication), ৩) ইউডিআই রেসপন্স কোড (UIDAI Response code), ৪) এইউএ নেম (AUA Name), ৫) এইউএ ট্রানজেকশন আইডি (উইথ কোড) (AUA Transaction ID (With Code)), ৬) অথেনটিকেশন রেসপন্স (Authentication Response (Success/Failure)), ৭) ইউডিআই এরোর কোড (UIDAI Error code)।
আপনি আপনার আধার কার্ডের নাম্বার দিয়ে ধাপে ধাপে আপনার সমস্ত তথ্য পেতে পারবেন। প্রথমে ইউডিআই এই ওয়েবসাইটে যাবেন, তারপর আধার অথেনটিকেশন হিস্টোরি এটিতে সিলেক্ট করবেন। এরপর আধার নম্বর দেবেন এবং সিকিউরিটি কোড ব্যবহার করবেন, তারপরই ক্লিক করতে হবে জেনারেট ওটিপি বটনে। এতে শেষ হল আপনার অর্ধেক কাজ। এবার আপনার ফোনে যে ওটিপি যাবে তার সাথে আধার কার্ড রেজিস্ট্রেশন করতে হবে। অথেনটিকেশন টাইপ, ডেট রেঞ্জ, নাম্বার অফ রেকর্ড এবং ওটিপি দিতে হবে। আর সব শেষে সাবমিট বটনে ক্লিক করলেই কেল্লা ফতে।
এবার এর পাসওয়ার্ড (Password) আপনার নাম এবং জন্ম তারিখের উপর নির্ভর করে। আপনার নামের প্রথম 4টি অক্ষরকে পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করে সেটাকে জন্মের বছর (YYYY) এর সাথে যুক্ত করা হবে। উদাহরণস্বরূপ বলা যায়, Name: PRATHAM SARKAR; Year of Birth: 1993, Password: PRAT1993. আর এগুলি করে ফেললেই আপনার আধার কার্ডের সাথে যুক্ত সমস্ত তথ্য সুরক্ষিত।