১) প্রতিবছর মহাদেবের আশীর্বাদ পেতে পূণ্যক্ষেত্র কেদার-বদ্রিতে ভিড় জমান দলে দলে ভক্তেরা। কিন্তু জানেন কী আমাদের পশ্চিমবঙ্গেও রয়েছে বিখ্যাত এক শিবতীর্থ।
২) পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় ভুটান সীমান্তে অবস্থিত এই মহাকাল শিবক্ষেত্র। একান্ন সতীপীঠের একটি পীঠ বলেও উল্লিখিত এই স্থান।
৩) দুর্গম পাহাড় পেরিয়ে মহাদেবের দর্শনে আসতে হয় পর্যটকদের। ‘মহাকাল ধাম’ নামে পরিচিত এই স্থানে শ্রাবণে নামে ভক্তদের ঢল।
৪) ডুয়ার্সের এই শিবক্ষেত্র উত্তরবঙ্গের মানুষদের কাছে অত্যন্ত জনপ্রিয়। আলিপুরদুয়ারের পর্যটন চিত্রে গুরুত্বপূর্ণ এই স্থান।
৫) প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ভক্তিতে মনের শান্তি খুঁজতে ঘুরে আসতে পারেন এই পূণ্যক্ষেত্র থেকে।
Follow us on
Back to top button