উত্তরবঙ্গ সবুজ ও বন্যপ্রাণীর সমারোহে সাজানো। প্রতিবছর এখানে ভিড় জমান দলে দলে পর্যটক।
সকল জঙ্গলপ্রেমীদের জন্য এবার সুখবর আনল উত্তরবঙ্গ বন দফতর। লাটাগুড়ি গরুমারা জঙ্গলের বন্যপ্রাণীদের দেখা যাবে জঙ্গলের বাইরে থেকেই।
উত্তরবঙ্গের জঙ্গলের অজনা রহস্য ও সৌন্দর্যের হাতছানি এবার বাইরে দাঁড়িয়েই দেখতে পাবেন দর্শকেরা। জঙ্গলে ঢোকার মুখে জায়েন্ট স্ক্রিনে ধরা পড়বে দৃশ্যগুলি।
সাধারণত বন সাফারির মজা নিতে হয় লম্বা লাইনে টিকিট কাটতে হয়, নয়তো দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। সেসব থেকে এবার মিলবে রেহাই।
বন দফতরের তরফে জানানো হয়েছে, দুটি জায়েন্ট স্ক্রিনে ধরা পড়বে জঙ্গল অন্দরের অডিও ভিস্যুয়াল দৃশ্য। রাখা হবে বসার জায়গাও।
লাটাগুড়ি রেঞ্জের এহেন পদক্ষেপে অকৃষ্ট হবেন দেশ বিদেশের পর্যটক। আর সেই লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বন দফতর।
Follow us on
Back to top button