9 Lakh job- দু-সপ্তাহের আয়ার চাকরিতে বেতন ৯ লক্ষ টাকা, কোথায় রয়েছে এই কাজের সুযোগ
ব্রিটেনের(Britain) এক সম্ভ্রান্ত দম্পতি ঠিক করেছেন বড়দিন (christmas) এবং নতুন বছরে (new year) এডিনবার্গের এক দুর্গে পরিবারের বাকি সদস্যদের সঙ্গে ছুটি কাটাবেন। ব্যস্ত থাকবেন আমোদ প্রমোদে। কিন্তু পরিবারের বাকি সদস্যদের সঙ্গে আমোদ-প্রমোদে ব্যস্ত থাকার সময় তাঁদের যমজ সন্তানের(twins) দেখাশোনায় যাতে কোনও রকম খামতি না হয় তা ব্যবস্থার জন্যেই ব্যয় করতে চলেছেন এক বিশাল পরিমান টাকা।
সহজ কথায় যমজ সন্তানের দেখাশোনায় কোনোরকম খামতি রাখতে চান না এই দম্পতি। আমোদ-প্রমোদও হবে আবার সন্তানদের কোনও অসুবিধাও হবে না, এই দু’টি কাজ এক সঙ্গে বজায় রাখার জন্যই বিশেষ আয়া রাখার কথা ভেবেছেন তাঁরা। এ বিষয়ে একটি বিজ্ঞাপনও দিয়েছেন তারা। কাজ করতে হবে দু’সপ্তাহ। তবে পরিষেবা দিতে হবে ২৪ ঘণ্টাই। বাচ্চাদের খাওয়ানো, স্নান করানো, ঘুরতে নিয়ে যাওয়া-সহ বাচ্চাদের ভাল রাখতে যা যা প্রয়োজন সব কিছুই করতে হবে কেয়ারটেকারকে। ২২ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত এ কাজ করতে হবে আয়াকে।
আরও পড়ুন – ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চান, বজায় রাখতে হবে কয়েকটা অভ্যাস
অর্থাৎ বড়দিন এবং নতুন বছরের কোনও ছুটি তিনি পাবেন না। আর কেয়ারটেকারকে এই কাজের পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে ন’হাজার পাউন্ড। ভারতীয় মুদ্রায় প্রায় ন’লক্ষ টাকাই হতে চলেছে এই দুসপ্তাহের ফ্রিলান্সিং কাজের বেতন। বিজ্ঞাপনে বলা হয়েছে, আবেদনকারী আয়ার এ কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এই কাজের জন্য পরিচয় ও তথ্য না প্রকাশ করা সংক্রান্ত বিশেষ চুক্তিও করতে হবে আয়াকে। এবং অবশ্যই আয়ার দু’টি করোনা টিকা নেওয়ার শংসাপত্র থাকা অত্যাবশ্যকয়িক ভাবে জরুরি।
এই প্রসঙ্গে বলতে গিয়ে মনোবিদ ডঃ ভি কে পল জানিয়েছেন, “কোনও কোনও সময় সকলেরই একান্ত সময় প্রয়োজন হয়। প্রয়োজন হয় পারিপার্শ্বিক চাপ সামলে অন্যরকম ভাবে সময় কাটাতে। এদেরও হয়তো তাই মনে হয়েছে। ছেলে-মেয়ে ভাল রেখে যদি আমোদ প্রমোদ করা যায়, আপত্তি কি!”