অবশেষে ফুটছে বিয়ের ফুল! বলিউড কাঁপানো উত্তর বঙ্গের মেয়ে মৌনি রায় শিগগিরই বাঁধছেন গাঁটছড়া

উত্তর বঙ্গের কন্যা অভিনেত্রী মৌনি রায় (Mouni roy) বলিউডের 9bollywood) নয়া সেনসেশন। কোচবিহারের এই মেয়ে একাধিক হিন্দি ধারাবাহিকে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন। ২০০৭ সালে প্রথম জনপ্রিয় সিরিয়াল ‘কিউকী সাস ভি কাভি বাহু থি’ সিরিয়ালে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এরপর ‘নাগিন’ ধারাবাহিকে দেখা মেলে মৌনির।

এই বঙ্গতনয়ার প্রেমে হাবুডুবু খাচ্ছেন অসংখ্য পুরুষ অনুরাগী, কিন্তু তাদের কার্যত কাঁচকলা দেখিয়ে খুব শিগগিরই গাঁটছড়া বাঁধতে চলেছেন অভিনেত্রী। মৌনির পরিবার সূত্রে খবর, দীর্ঘদিনের বন্ধু শিল্পপতি সুরজ নাম্বিয়াকেই বিয়ে করবেন মৌনি। ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। সব ঠিকঠাক থাকলে শোনা যাচ্ছে ২০২২ সালের জানুয়ারি মাসেই বিয়ে সারবেন মৌনি।

মৌনী রায়ের বিয়ে,কোচবিহার,বলিউডের খবর,mouni roy wedding,bollywood news

জানা যাচ্ছে, মৌনি ডেস্টিনেশন ওয়েডিং সারবেন দুবাই বা ইতালিতে। ফিরে এসে কোচবিহারেও হবে রিসেপশন৷ মৌনি মুম্বইয়ে থাকলেও কোচবিহারে আত্মীয় পরিজনের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে।

মৌনী রায়ের বিয়ে,কোচবিহার,বলিউডের খবর,mouni roy wedding,bollywood news

প্রসঙ্গত, মোহিত রায়নার সঙ্গে মৌনি রায়ের সম্পর্ক নিয়ে একসময় বেশ জলঘোলা হয়েছিল। টেলিভিশনে তাঁদের জুটির মহাদেব জনপ্রিয় হয়েছিল। আর তারপর থেকেই মৌনি-মোহিতকে নিয়ে চর্চা শুরু হয়। কিন্তু সেইসব জল্পনায় জল ঢেলে দিয়েই বিয়ের খবর প্রকাশ্যে আনলেন অভিনেত্রী৷ শেষ পর্যন্ত সুরজ নাম্বিয়াকেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন মৌনি। বেঙ্গালুরুর ছেলে কিন্তু দুবাইয়ের ব্যাঙ্কার এবং ব্যবসায়ী।




Back to top button