International Civil Aviation Day: কেন পালন করা হয় অসামরিক বিমান দিবস, দিনটির গুরুত্ব সম্পর্কে জানুন

প্রতি বছরের ৭ ই ডিসেম্বর বিশ্বব্যাপী পালন করা হয়ে থাকে আন্তর্জাতিক অসামরিক বিমান চলাচল দিবস (International Civil Aviation Day)। ২০০৭ সালে এটি প্রথম আনুষ্ঠানিকভাবে  উদযাপন করা হয়েছিল। এই দিনটি পালন করার মূল উদ্দেশ্য হল আর্থ-সামাজিক উন্নয়নের জন্য নাগরিক বিমান চলাচল সম্পর্কে মানুষকে সচেতন করা। এছাড়াও, এই দিনটি পালন করার অন্য একটি লক্ষ্য হল বিশ্বের সকল দেশে সামাজিক (Social) ও অর্থনৈতিক উন্নয়নে (Economical Development) বিমান চলাচল খাতের গুরুত্বকে তুলে ধরা।

আজ বেশিরভাগ মানুষ বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণের জন্য বিমান পরিষেবার (Airline) উপর নির্ভর করে থাকেন। একটি সূত্র থেকে জানা গেছে, বার্ষিক বিশ্ব ভ্রমণকারী (World Tour) পর্যটকের সংখ্যা ৪ বিলিয়নেরও বেশি। ১৯৯৬ সালে জাতিসংঘ (United Nation) আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অসামরিক বিমান চলাচল দিবসকে সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছিল।

আইসিএও এর তাৎপর্য,বিমান পরিষেবার খবর,বিমান দিবসের ইতিহাস,আন্তর্জাতিক অসামরিক বিমান দিবসের খবর,বিমান পরিষেবার,বাংলা খবরSignificance of ICAO,airline news,history of aviation day,news of international civil aviation day,bangla service,bangla news

এই দিবসটির উদ্দেশ্য ছিল বিমান পরিবহনের নিরাপত্তা ও দক্ষতার প্রচার করা। পাশাপাশি বিমান পরিবহনে আন্তর্জাতিক অসামরিক বিমান চলাচল সংস্থার ভূমিকা সম্পর্কে মানুষকে সচেতন করা। ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন (ICAO) জাতিসংঘেরই একটি সংস্থা, যা বিশ্বজুড়ে দ্রুত ট্রানজিট নেটওয়ার্কের (Transit Network) জন্য বিভিন্ন বিমান বাহকের মধ্যে সহযোগিতা পরিচালনা এবং নিশ্চিত করে থাকে।

আরও পড়ুন…….National Cotton Candy Day: আজও অমলিন হাওয়াই মিঠাইয়ের স্বাদ, কটন ক্যান্ডি দিবসে ফিরে দেখা ছেলেবেলার স্মৃতি

ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন (International Civil Aviation Organization) প্রতি পাঁচ বছর অন্তর আন্তর্জাতিক অসামরিক বিমান চলাচল দিবসের জন্য একটি বিষয়বস্তু (Theme) স্থির করে থাকে। বর্তমানে আইসিএও (ICAO)-এর পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ২০২৩ সাল পর্যন্ত এই আন্তর্জাতিক অসামরিক বিমান দিবসের মূল ভাবনা (Theme) হবে “গ্লোবাল এভিয়েশন ডেভেলপমেন্টের (Global Aviation Development) জন্য অগ্রগতি উদ্ভাবন”




Back to top button