মা আসছে! হাতে মাত্র কয়েকদিন, দেখে নিন পঞ্জিকা মতে এবারের পুজোর তিথি ও সময়
দুর্গাপুজো প্রায় এসে পড়লো বলে। আর প্রায় এক মাস, তারপরেই শুভ সূচনা হবে মাতৃপক্ষের। তারপর বাঙালির বহু প্রতীক্ষিত শারদোৎসব। আর দুর্গাপুজো মানেই যে শুধু আড্ডা, খাওয়া দাওয়া আনন্দ তা নয়। শাস্ত্র মতে পুজো এবং সঠিক ভাবে আরাধনা করতে পারলে মায়ের আশীর্বাদে জীবনের সকল সমস্যার সমাধান সম্ভব। আর তাই অনেক বাঙালিই পুজোর সঠিক সময় এবং তিথি নিয়ে ভাবিত থাকেন।
বলা হয় এই সময় পালন করে জ্যোতিষের পরামর্শ অনুযায়ী সঠিক সময়ে দান ধ্যান, পুজো এবং উপবাস করলে মা তুষ্ট হন। জীবনে সাফল্য আসে। কিন্তু এই ব্যস্ততার দুনিয়ায় অনেকেরই পাঁজি মিলিয়ে দেখার সময় নেই। আসুন দেখে নেওয়া যাক এবারের পুজোর খুঁটিনাটি।
এবারের অমাবস্যা এবং মহালয়া পড়েছে আশ্বিন মাসের ১৯ তারিখ, বুধবারে। শুরু হবে বিকেল ৪ টা বেজে ৩৫ মিনিটে। বিশুদ্ধ সিদ্ধান্ত অনুসারে এই বিশেষ দিনটি এবারে ইংরেজির ৬ ই অক্টোবরে পড়েছে। এবছর ওই দিনই মাতৃপক্ষের সূচনা হবে।
এবার আসা যাক মূল পুজোর সময়সূচিতে। এবারে পঞ্চমী ১০ই অক্টোবর। বাংলায় আশ্বিন মাসের ২৩ তারিখ। পঞ্চমী শুরু হচ্ছে ভোর ৪ টা ৪৭ এ যা চলবে রাত সোয়া দুটো অবধি। পরের দিন ষষ্ঠীর সকাল ৯ টার পরে কিন্তু বার বেলা পড়ে যাওয়ায় তা ৭ টার মধ্যেই সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে। সন্ধ্যি পূজা নিয়ম মাফিক সন্ধ্যায়।
অপরদিকে সপ্তমী শুরু হচ্ছে ১১ অক্টোবর রাত ১১:৫২ থেকে পরের দিন রাত ৯:৪৮ অবধি। রাত ১০:৫৯ থেকে ১১:৪৭ এর মধ্যে রাত্রিপুজার সময়। অষ্টমী তিথি শুরু হচ্ছে ১২ অক্টোবর রাত ৯:৪৯ থেকে ১৩ অক্টোবর রাত ৮:৮ অবধি। বারবেলাজনিত কারণে সকাল ৮ টা ২৯ মিনিটের মধ্যে পুজো সম্পন্ন করার অনুরোধ। অঞ্জলিও তার মধ্যে দিতে পারলে শুভ। সন্ধ্যে ৭:৪৪ এর মধ্যে সন্ধ্যিপুজা। মহারাত্রি পুজা ও কুমারি পুজা বিধি অনুযায়ী।
নবমীর সূচনা ১৪ই অক্টোবর রাত ৮:৯ এবং শেষ ১৫ অক্টোবর রাত ৬:৫৩। দশমী শুরু হবে ১৪ তারিখ রাত ৬:৫৪ মিনিটে এবং চলবে ১৫ তারিখ সন্ধ্যে ৬:৩ অবধি। সকাল ৮:২৯ এর মধ্যে বিসর্জনাদি সম্পন্ন করার পরামর্শ। পঞ্জিকা মতে এবারে মা আসছেন ঘোড়ায় করে যা অস্থিরতা এবং অচলাবস্থার বার্তা বহন করে। আবার মা কৈলাশে ফিরছেন দোলায় চড়ে যার ফলে মড়কের সম্ভাবনা। এমনিতেই করোনার তৃতীয় ঢেউয়ের জন্য সতর্ক করছেন চিকিৎসকরা। তাদের মতে অক্টোবরের শেষের দিকেই তৃতীয় ঢেউয়ের প্রকোপ দেখা দিতে পারে। পুজোও শেষ হচ্ছে প্রায় ওই একই সময়েই।