Kartik Puja 2021- কার্তিকের বাহন ময়ূর কেন, কার্তিকের নাম-সৌন্দর্য্যের পিছনে রয়েছে কোন ইতিহাস
বাঙালির পুজোর মরসুম একবার শুরু হলেই পরের পর চলতে থাকে বিভিন্ন দেবদেবীর পালা। তবে মা দুগ্গার বড় ছেলে কার্তিক তথা দেব সেনাপতির ক্ষেত্রে উত্তর ভারতে ছবিটা একটু অন্যরকম। সাধারণ গৃহস্থবাড়িতে স্বেচ্ছায় কার্তিক পূজা(Kartik puja) হয় না বললেই চলে। নতুন বিবাহিত দম্পতির সন্তান লাভের আশায় বাড়ির দরজায় রেখে আসতে হয় কার্তিককে। বরং গণিকা সমাজে কার্তিক ঠাকুরের পুজো যথেষ্ট সাড়ম্বরে পালন করা হয়। যদিও দক্ষিণ ভারতে(south India) কার্তিক পূজা উত্তর ভারতের চেয়ে অনেক বেশি জনপ্রিয়।
দক্ষিণ ভারতের তামিল ও মালায়ালম ভাষায় কার্তিক মুরুগান বা মায়ুরী কন্দস্বামী নামে এবং কন্নড় ও তেলুগু ভাষায় তিনি সুব্রহ্মণ্যম নামে পরিচিত। তামিল বিশ্বাস অনুযায়ী মুরুগান তামিলদেশের রক্ষাকারী। দক্ষিণ ভারত ছাড়াও মালয়েশিয়া, শ্রীলঙ্কা, মরিশাস ইত্যাদি যেখানেই দক্ষিণ ভারতীয়দের বসবাস সেখানেই মুরুগানের পুজো বহুল প্রচলিত।
অন্যান্য দেবদেবীর মতো কার্তিক বৈদিক দেবতা নন, বরং তিনি পৌরাণিক দেবতা। পুরাণে কার্তিকের অনেক নাম, যেমন- দেবসেনাপতি, সৌরসেন, কৃত্তিকাসুত, আম্বিকেয়, নমুচি, স্কন্দ, শিখিধ্বজ, অগ্নিজ, বাহুলেয়, ক্রৌঞ্চারতি, শরজ, তারকারি, শক্তিপাণি, বিশাখ, ষড়ানন ইত্যাদি। কার্তিকের নাম ষড়ানন হবার পিছনে একাধিক পৌরাণিক কাহিনী রয়েছে। কোন মত বলে যুদ্ধের দেবতা হবার কারণে তার ছয়টি মাথা। আবার কোথাও ষড়রিপু সংযমের কারণেও দেব সেনাপতিকে ষড়ানন বলে উল্লেখ করা হয়।
কার্তিকের জন্মবৃত্তান্তও যথেষ্ট চিত্তাকর্ষক। পুরাণে কথিত আছে তারকাসুর নামে এক অসুরের বধের উদ্দেশ্যেই মহাদেব এবং পার্বতীর মিলনে জন্ম নেয় কার্তিক। তবে প্রথমে তা ছিল এক প্রচন্ড শক্তিশালী অগ্নিপিন্ড। সেই তেজ সহ্য করতে না পেরে পার্বতী গঙ্গায় বিসর্জন দেন সেই অগ্নিপিন্ড। সেই অগ্নিপিন্ডটি ছয়জন কৃতিকার গর্ভে ভাগ হয়ে জন্ম হয় ছয় মাথা বিশিষ্ট কার্তিকের পরে পার্বতী কার্তিককে কৈলাসে ফিরিয়ে আনলে যুদ্ধ করে তারকাসুরকে বধ করে দেবসেনাপতি।
এই তারকাসুর বধের মধ্যেই লুকিয়ে আছে কার্তিকের বাহন হিসেবে ময়ূরের কাহিনী। তারকাসুর মৃত্যুর আগে কার্তিকের কাছে প্রার্থনা করেন যে চিরকাল তিনি দেবসেনাপতির সঙ্গেই থাকতে চান। সেজন্য যুদ্ধের সময়ে যে ময়ূরের ছদ্মবেশ গ্রহণ করেছিল তারকাসুর, সেই ময়ূর হিসেবেই বাহন রূপে চিরস্থায়ী হন। পাশাপাশি ময়ূরের সৌন্দর্য্য দেবসেনাপতির সমতুল্য। উপরন্তু ময়ূর খুবই অল্প সময়ে নিদ্রা যায়, যা কর্মব্যস্ত যুদ্ধের দেবতা কার্তিকের জন্য উপযুক্ত।