Gandhiji’s Birth Anniversary: ভারতীয় নোটে গান্ধীজীর ছবি কবে আর কোথায় তোলা হয়েছিল জেনে নিন

স্বাধীনতা আন্দোলনে বড় ভূমিকা রাখলেও আজ ভারতীয়দের কাছে গান্ধীজির ছবিও চিরতরে উজ্জ্বল হয়ে আছে মানিব্যাগের অন্দরেই। ৫টাকার নোট থেকে শুরু করে ২ হাজারি নোট, সব ক্ষেত্রেই জ্বলজ্বল করছে জাতির জনকের ছবি। কিন্তু আপনি জানেন কী যে ছবিটে ভারতীয় নোটে দেখতে পাওয়া যায় তা আসলে কোথায় তোলা হয়েছিল? এই নিয়ে সাধারণ মানুষের মনে তীব্র কৌতহূল থাকলেও তার উত্তর খুঁজে পাওয়া যায় না এত সহজে।

এদিকে স্বাধীনতার পরেও দীর্ঘকাল ধরে ধরে ভারতীয় নোটগুলিতে অশোক স্তম্ভ, তানজোর মন্দির, লায়ন ক্যাপিটাল, গেটওয়ে অফ ইন্ডিয়ার ছবি ছাপা হত। এদিকে স্বাধীনতার আগে ব্রিটিশরা আবার ভারতীয় নোটে রাজা জর্জের ছবি ছাপাত। ১৯৪৭ সাল পর্যন্ত, দেশে এই ধরনের নোট ও মুদ্রার প্রচলন অব্যাহত ছিল। কিন্তু তাতেই বাড়ছিল জনরোষ। ব্রিটিশ বিদায় নিলেও কেন তাদের চিহ্ন থাকবে ভারতীয় নোটে সেই প্রশ্ন উঠতে শুরু করেছিল বিভিন্ন মহলে। অবশেষে জনগণের দাবিতেই সায় দেয় তদানন্তীন ভারত সরকার।

India's independence movement,Gandhiji's picture on Indian notes,Father of the Nation Mahatma Gandhi,Gandhiji's birth anniversary,ভারতের স্বাধীনতা আন্দোলন,ভারতীয় নোটে গান্ধীজীর ছবি,জাতির জনক মহত্মা গান্ধী,গান্ধীজীর জন্ম বার্ষিকী

ইতিহাস বলছে ১৯৬৯ সালে ভারতীয় নোটগুলিতে প্রথমবার গান্ধীজীর ছবি ছাপা হয়েছিল। এদিকে ১৯৬৯ সালে প্রথমবার ১০০ টাকার নোট চালু করা হয়েছিল। আর তাতেই রাখা হয়েছিল গান্ধীজীর ছবি। তাঁর জন্মশতবার্ষিকী উপলক্ষেই এই নোট ছাপানো হয়। পরবর্তীতে মহাত্মা গান্ধীর স্মৃতি স্মারক হিসেবে নোটের উপর তাঁর ছবি পাকাপাকি ভাবে রাখার সিদ্ধান্ত নেয় রিজার্ভ ব্যাঙ্ক। সূত্রমতে ভারতীয় নোটে থাকা গান্ধীজির এই ছবি তাঁরই সেবাশ্রম আশ্রমে থাকাকালীন সময়ে তোলা হয়েছিল। যদিও এই বিষয়ে রয়েছে একাধিক ভিন্ন মত।




Back to top button