Goa Liberation Day: সমুদ্রের কোলে অবস্থিত সেই রাজ্য, বছরে দু’দিন পালিত হয় স্বাধীনতা দিবস

দেশের চরম বিলাসবহুল ভ্রমণস্থল থেকে রাজনীতি, প্রায় সব কিছুরই মধ্যমণি হয়ে উঠেছে গোয়া। আজ থেকে ৬০ বছর পূর্বে এই দিনেই স্বাধীনতার স্বাদ অর্জন করে সমুদ্রের কোলে অবস্থিত এই রাজ্য। সালটা ১৯৬১-এর ১৯ ডিসেম্বর, পর্তুগিজদের(Portuguese) শাসনকে তুলে ফেলে দিয়ে নিজেদের স্বাধীনতাকে তাঁদের কাছ থেকে ছিনিয়ে নেয় গোয়াবাসী।

উল্লেখ্য, উনিশ শতকের দিকে গোটা বিশ্ব তথা ভারতের(India) মধ্যেও স্বাধীনতা(Independence) আন্দোলনের একটি ঢেউয়ের সূচনা ঘটেছিলো। যার প্রভাব থেকে বঞ্ছিত হয়নি গোয়াও। এই সময়কালে তাঁদের মধ্যেও একটি স্বাধীনতার স্বাদ গ্রহণের অদম্য ইচ্ছা জাগে। যার জেরে ১৯৪০ নাগাদ মহাত্মা গান্ধীর সঙ্গে সত্যাগ্রহ আন্দোলনে যোগদান করে একাংশের গোয়াবাসী। এরপর ১৯৪৭ সাল নাগাদ ব্রিটিশ শাসন থেকে ভারত স্বাধীনতা লাভ করলেও পর্তুগিজরা(Portuguese) কোনোমতেই গোয়াকে হাত ছাড়া করতে রাজি হয়নি। গোয়ায় পর্তুগিজদের এই শাসন চলে আসছিল বহুকাল ধরেই। মারাঠা(Maratha) শাসনকালের(Rulling) সময় ১৬৪১ সালে একটি চুক্তির মাধ্যমে গোয়াতে নিজেদের দখলদারি প্রতিষ্ঠা পর্তুগিজরা।

গোটা দেশ যখন ব্রিটিশ শাসন থেকে মুক্ত, একের পর এক দেশীয় রাজ্য(Princely States) গুলি ভারতের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ভারতের অন্তর্ভুক্ত হচ্ছে। এমতাবস্থায় গোয়াকেও পর্তুগিজদের হাত থেকে মুক্ত করে ভারতের অন্তর্ভুক্ত করার উদ্দেশ্যে দেশের তৎকালীন প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু ‘অপারেশন বিজয়” নামে একটি সামরিক অভিযান চালায়। এই অভিযানের গোটা পরিকল্পনা তৈরি করেছিলেন জেনারেল জে এন চৌধুরী(General JN Chaudhari)। এরপর, ১৯৬১ সালের ১১ই ডিসেম্বর বেলগাম, ভাপি এবং উনা থেকে সামরিক বাহিনী গোয়া এবং দমন ও দিউ-এর দিকে একসঙ্গে অভিযান শুরু করে।

এই গোটা অভিযানটির নেতৃত্বে ছিলেন মেজর জেনারেল কে পি ক্যান্ডেথ(General KP Candeth)। ১২ই ডিসেম্বর নাগাদ গোয়া(Goa) এবং ভারতের সঙ্গে যুক্ত এলাকাটিতে গোয়াবাসীদের(Citizens) সুরক্ষিত ভাবে রাখা হয়। এরপর ১৮ই ডিসেম্বর পর্তুগিজদের(Portuguese) বিরুদ্ধে আক্রমণ চালায় বাহিনী। এই গোটা সামরিক অভিযানে ভারতের সামরিক বাহিনীর তিনটি বিভাগই যুক্ত ছিল। এই আক্রমণে ভারতীয় সেনাবাহিনী ৩০ হাজার সৈনিক পর্তুগিজদের ৩ হাজার সৈনিকদের পরাস্ত করে। ১৮ই ডিসেম্বর অভিযানের মূল দিন হিসাবে ধার্য করা হয়েছিল। এরপর, ১৯ ডিসেম্বর নাগাদ গোয়ায় ভারতের পতাকা ওড়ায় ভারতীয় সেনাবাহিনী। এদিনই সন্ধ্যা ৬টা নাগাদ আত্মসমর্পণ করে পর্তুগিজবাহিনী।

আরও পড়ুন…..Controversy Round Up 2021- বয়কট থেকে সমালোচনায় ভর্তি গোটা বছর , রইল ২০২১’র সেরা ৫ বিতর্কগুলি

গোয়ায় পর্তুগিজ শাসনের অবসান ঘটিয়ে সেখানে সেনাবাহিনীর গভর্নর হিসাবে নিযুক্ত হন জেনারেল ক্যান্ডেথ। তাঁর নেতৃত্বে গোয়া আক্রমণের ৪০ ঘণ্টার মধ্যে জয় লাভ করে ভারতীয় সেনা। অবসান ঘটে বহুকালের পর্তুগিজ শাসন ব্যবস্থার। এই দিনের স্মৃতি হিসেবে গোয়ার বুকে নির্মাণ করা হয় একটি যুদ্ধ স্মারক। এই গোটা অভিযানে শহিদ হয় সাত জন নৌসেনা। ১৯৬১ সালে স্বাধীনতা লাভের কারণে বছর দুইবার স্বাধীনতা দিবস পালন হয় এই রাজ্যে একটি দেশের স্বাধীনতা দিবস ১৯৪৭-এর ১৫ই আগস্ট। অপরটি, তাঁদের নিজ রাজ্যের স্বাধীনতা দিবস অর্থাৎ ১৯৬১ সালের ১৯ ডিসেম্বর।

 




Back to top button