Kaal Bhairab Pujo – কেন মার্গশীর্ষের কৃষ্ণ অষ্টমী তিথিতে হয় ‘কাল ভৈরব’ পুজো, রইল ইতিহাস
মার্গশীর্ষের কৃষ্ণ অষ্টমী তিথিতে ‘কাল ভৈরব (Kaal Bhairab)’ দেবতার বিশেষ পুজো করার রীতি প্রচলিত রয়েছে হিন্দু ধর্মীয়শাস্ত্রে (Hinduism)। এই ‘কাল ভৈরব’ হল ভগবান শিবের এক রূপ। মহাদেবের এই রূপকে সবচেয়ে ভয়ংকর রুদ্র রূপ বলে মানা হয়। পুরাণ মতে, ভগবান শিব (Lord Shiva) অষ্টমী তিথিতে কাল ভৈরব, মার্গশীর্ষে কৃষ্ণপক্ষ (পূর্ণিমা) এবং কার্তিক (অমাবস্যা) জন্মগ্রহণ করেন। তাই এই তিথিতেই পালন হয় কাল ভৈরব জয়ন্তী (Kaal Bhairav Jayanti)। চলতি বছরে এই কাল ভৈরব পুজোর (Kaal Bhairab Puja 2021) দিন নির্ধারিত হয়েছে ২৭ শে নভেম্বর, শনিবার।
প্রতি মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় মাসিক কাল অষ্টমী ব্রত আর মার্গশীর্ষের কৃষ্ণ অষ্টমীতে পালিত হয় কাল ভৈরব জয়ন্তী (Kaal Bhairav Jayanti)। হিন্দুশাস্ত্র অনুযায়ী, ঐদিন সকালে গঙ্গাস্নান করে, সারাদিন উপবাস করে সন্ধ্যাবেলা ভৈরব তথা শিবের পুজো করতে হয়। একইসাথে ঐ দিন অনেকেই পূর্বপুরুষের কাছে জল দেন। পুষ্পাঞ্জলি দিয়ে ,শঙ্খ ও ঘন্টা বাজিয়ে জপ করে ভৈরব জয়ন্তী পালন করার রীতি আছে। বলা হয়, কাল ভৈরবকে সন্তুষ্ট করা গেলে মৃত্যুভয়ও জয় করা যায়।
পুরানশাস্ত্র অনুযায়ী, কাল ভৈরবের বাহন হল কুকুর। ঐদিন একইসঙ্গে কাল ভৈরবের বাহন কুকুরকেও দুধ ও দই খাওয়ানোর রীতি আছে। ভগবান শিবের এই রূপ মূলত পাপীকে শাস্তি দিয়ে থাকেন। এই পুজো প্রচলনের ইতিহাস খুঁজে জানা যায়, বহু যুগ আগে একবার ভগবান ব্রক্ষ্মা (Brahma) অত্যন্ত অহংকারী হয়ে উঠেছিলেন। তিনি সর্বদা নিজেকে বিশ্ব ব্রক্ষ্মান্ডের স্রষ্টা মনে করে গর্ব করতেন। এই সময় মহাদেব তাঁকে শাস্তি দেওয়ার জন্য কাল ভৈরব রূপ ধারণ করে ত্রিশূল দিয়ে ব্রক্ষ্মার পাঁচটি মাথার একটিকে ছিন্ন করে দেন।
ভগবান শিবের অংশ হলেও, কাল ভৈরবের (Bhairav) রূপ ভগবান শিবের থেকে সম্পূর্ণ আলাদা। এই মূর্তির চার হাত ও তাঁর দাঁত বাইরের দিকে প্রসারিত। তার ডান হাতে একটি তরোয়াল বা সাপ (Snake) বা ফাঁস থাকে। অন্য হাতে থাকে খুলি, একটি হাতে ডমরু অন্য হাতে ত্রিশূল। সারা রাত জেগে কাল ভৈরব জয়ন্তী পালন করা হয়। চলতি বছরের ২৭ শে নভেম্বর অষ্টমী তিথি শুরু হবে সকাল ৫.৪৩ থেকে এবং ছাড়বে ২৮ নভেম্বর সকাল ৬টায়।