স্বপ্নের বাড়ি তৈরির সাথী হোম লোন, জেনে নিন সমস্ত পদ্ধতি
ইচ্ছা একটা মস্ত বাড়ির, সামনে লম্বা বাগান, দু’তলার বারদায় একটি দোলনা। নিজস্ব বাড়ি তৈরির স্বপ্ন রাস্তায় চলতি প্রায় অনেকাংশের মনেই রয়েছে। কিন্তু, এতোগুলো টাকা একেবারে দেওয়া খুবই চাপের। বিশেষত, একজন মধ্যবিত্তের কাছে ইহা মস্ত চাপের জিনিস। এবার এই সমস্ত চিন্তা দূর করতেই এসবিআই হোম লোন। স্বপ্নের বাড়ির সাথী।
ভারতের সর্ববৃহৎ ঋণদাতা, যারা ৩০ লক্ষেরও বেশি পরিবারকে সাহায্য করেছে তাঁদের স্বপ্নের বাড়ি তৈরি করে দিতে। বর্তমানে একটি ৩০ লক্ষ টাকার হোম লোনের সুদ ৬.৭ শতাংশ। আর ঋণগ্রহণকারীর বাজেট যদি ৩০ লক্ষ থেকে ৭৫ লক্ষ হয় তাহলে সেই পরিমাণ অর্থের সুদ মাত্র ৬.৯৫ শতাংশ।
আরও পড়ুন……টাকার দরকার, গোল্ড লোন নেবেন ভাবছেন! নূন্যতম এই কাগজপত্র থাকলে সহজেই মিলবে ঋণ
কীভাবেই বা নেবেন এসবিআই হোম লোন?
হোম লোনের কাগজপত্র ও নথি পূর্ণ করার ৩ থেকে ১০ দিনের মধ্যে টাকা গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায়। হোম লোনের ব্যালেন্স সাধারণত গ্রাহকের ইএমআই() ও এনএমআই()-এর অনুপাতে নির্ধারিত হয়। ঋণের পরিমাণ বাড়াতে একজন সহ আবেদনকারী হিসেবে নিজের স্ত্রী-কে একত্রিত করতে পারবেন।
নিম্নলিখিত অনলাইন মোডগুলির মাধ্যমে একটি হোম লোনের জন্য আবেদন করতে পারবেন:
- ওয়েবসাইট- https://onlineapply.sbi.co.in/personal-banking/home-loan
- YONO মোবাইল অ্যাপ- https://www.sbiyono.sbi
- 567676 নম্বরে ‘HOME’ এসএমএস করুন
- 1800112018 এ কল করুন
- https://homeloans.sbi