Get Rich – বড়লোক হতে চান? জেনে নিন নতুন বছরে ভাগ্য পরিবর্তনের উপায়

প্রত্যুষা সরকার, কলকাতা: ২০২১ কে পিছনে ফেলে দিয়ে আসছে ২০২২। দেখতে দেখতে কেটে গেল গোটা আরও একটা বছর (year)। এই দুই বছরে করোনার (corona) প্রভাব মানুষকে দুর্দশাগ্রস্ত (Miserable) করে দিয়েছে স্বাভাবিকভাবেই মানুষ চাইবে না এই বছরও সেই একই পরিমাণ অর্থাভাব (Lack of money) থাকুক। সমস্ত মানুষ চায় নিজের আয় বৃদ্ধি (Increase income) করতে। এমনকি নিজের পারিবারিক জীবনের (life) চাহিদা পূরণ করে সুখে (happy) থাকতে। কিন্তু অনেক কারণেই সেটি সম্ভব হয়ে ওঠে না। ঠিকমতো টাকা সঞ্চয় (Money Savings) ও আয় বৃদ্ধি করা কোনভাবেই সম্ভব হয়ে ওঠে না সকলের পক্ষে। তবে কিভাবে বাড়াবেন নিজের আয়? কি ভাবছেন সেটা কি করে সম্ভব! তাহলে দেরি না করে জেনে নিন।

‘জ্যোতিষশাস্ত্র’ (Astrology) কথাটির সাথে অনেকেই পরিচিত। কেউ কেউ বিশ্বাস করে কেউ আবার করে না। কিন্তু ‘জ্যোতিষশাস্ত্র’ ও আপনার ভাগ্য (luck) পরিবর্তন করে দিতে পারে। ‘জ্যোতিষশাস্ত্র’ হলো এমন একটি শাস্ত্র যা বিভিন্ন গ্রহ-নক্ষত্রের(planets and stars) অবস্থান বিবেচনা করে মানুষের ভাগ্য গণনা তথা ভাগ্য নিরূপণ করে। এই জ্যোতিষশাস্ত্রে এমন কিছু বিষয়ে আলোচনা করা আছে যা মানলে মা লক্ষ্মী (lakshmi) সর্বদা আপনার সহায় থাকবেন এবং আপনার অর্থ সংকট দূর হবে।

আপনি কিভাবে এই বছরে আপনার আয় বৃদ্ধি করবেন?,বিখ্যাত জ্যোতিষী প্রীতিক মজুমদার আজ কি বললেন?,আজকের খবর,আপনি কিভাবে বড়লোক হবেন?,আপনার ভাগ্য পরিবর্তন কিভাবে করবেন,আয় বৃদ্ধি করার উপায়,জীবন পরিবর্তন করার উপায়,How will you increase your income this year ?,What did famous astrologer Pritik Majumdar say today ?,Today's news,How will you become rich ?,How to change your fortune,Ways to increase income,Ways to change life

এবার বিখ্যাত জ্যোতিষী প্রীতিক মজুমদারের কাছ থেকে নিম্নলিখিত এই সব প্রতিকারের কিছু উপায় দেখে নেওয়া যাকঃ

  • প্রথমত, অপ্রয়োজনীয় অর্থব্যয় বন্ধ করতে, সর্বদা নিজের পাশে কিছু চালের দানার রাখতে হবে। খেয়াল রাখতে হবে যাতে ধানের শীষ ভেঙে না যায়।
  • দ্বিতীয়ত, লাল রঙের কাগজে নিজের ইচ্ছা লিখে তা মন্দিরের রাখতে হবে এবং রোজ ধুপ ও প্রদীপ দিয়ে পুজো করলে নিজের ইচ্ছা পূরণ হবে।
  • তৃতীয়ত, বাড়ির গুরুজনেরা যে টাকা দেন তা খরচ না করে আশীর্বাদ মনে করে নিজের কাছে রেখে দিলে সর্বদা সমৃদ্ধি বৃদ্ধি পাবে। টাকাটা সম্ভব হলে জাফরান বা হলুদের ফোঁটা দিয়ে উল্টে রাখতে হবে‌।
  • এছাড়াও পিপুল গাছের পাতায় স্বস্তিকা একে নিরাপদে নিজের কাছে রেখে দিলে অনেক উপকার পাওয়া যাবে।

এগুলি ছাড়াও প্রত্যেক নতুন বছরের শুরুর দিন অর্থাৎ ১লা তারিখে গণেশ মন্দিরে পুজো দেওয়ার পর অর্পণ করে লাড্ডু গরিবদের মধ্যে বিলিয়ে দিলে আর্থিক উন্নতির সাথে সাথে ব্যবসায়িক সুফল লাভ করা যাবে।




Back to top button