Job Opportunities: কেন্দ্রীয় মন্ত্রণালয়ে মিলবে চাকরির সুযোগ, আবেদন করুন আজই

কেন্দ্রের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প(Food Processing Industry) মন্ত্রণালয়ে(Ministry) মিলবে বড় কাজের সুযোগ। আবেদন(Apply) করার জন্য হাতে নেই বেশি সময়। যদি এখনও না আবেদন করে থাকেন জলদি করে ফেলুন। কারণ, আগামীকাল(Tomorrow) অর্থাৎ শুক্রবার(Friday)ই আবেদন করার শেষ দিন। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প(Food Processing Industry) মন্ত্রণালয়(Ministry) চুক্তিভিত্তিক পরামর্শদাতা(Advisor) ও তরুণ পেশাদার নিয়োগ করছে। ‘প্রধানমন্ত্রী ফরমালাইজেশন অব মাইক্রো ফুড প্রোসেসিং এন্টারপ্রাইজ’ প্রকল্পে এই নিয়োগ করা হবে। মোট ২৯টি শূন্য পদে এই নিয়োগ প্রক্রিয়া চলবে।
প্রথমে দুই বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। তবে কর্মীর কাজের গতিপ্রকৃতির উপর নজর রেখে সময়সীমা বাড়ানো হতে পারে। এই চাকরি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘নির্বাচিত প্রার্থীরা প্রাথমিকভাবে ৬ মাসে প্রবেশন পিরিয়ডে কাজ করবেন।’ সরকারি ওয়েবসাইটে গিয়ে আপনি এই চাকরির আবেদন করতে পারেন। https://www.mofpi.gov.in/ এই ওয়েবসাইটে গিয়ে আপনি চাকরির আবেদন করতে পারেন। আবেদন করার আগে অবশ্যই একবার বিজ্ঞপ্তিতে চোখ বুলিয়ে নিন-
https://www.mofpi.gov.in/sites/default/files/advertisement_for_recruitment_of_consultants_for_npmu.pdf
কোথায় কোথায় আবেদন করতে পারেন-
লিড প্রোজেক্ট ম্যানেজার(স্টেট প্রোগ্রাম)- ১ জন।
লিড প্রোজেক্ট ম্যানেজার(ক্যাপাসিটি বিল্ডিং)- ১ জন ।
লিড প্রোজেক্ট ম্যানেজার(প্ল্যানিং)- ১ জন।
লিড প্রোজেক্ট ম্যানেজার(নলেজ ম্যানেজমেন্ট)- ১ জন
লিড প্রোজেক্ট ম্যানেজার(ব্র্যান্ডিং ও মার্কেটিং)- ১ জন।
ম্যানেজার(স্টেট প্রোগ্রাম)- ১ জন।
ম্যানেজার(ক্যাপাসিটি বিল্ডিং)- ১ জন।
ম্যানেজার(প্ল্যানিং)- ১ জন।
আরও পড়ুন………Crore Rupee Job: সরকারি স্কুলে পড়েই কোটি টাকার চাকরি, গর্বে মা-বাবার বুক ভরাল গ্রামের ছেলে
ম্যানেজার(নলেজ ম্যানেজমেন্ট)- ১ জন।
ম্যানেজার(ব্র্যান্ডিং ও মার্কেটিং)- ১ জন।
ম্যানেজার(এমআইএস)- ১ জন।
ফিনান্সিয়াল ও মাইক্রো ক্রেডিট ম্যানেজার-১ জন।
কমিউনিকেশন ম্যানেজার-২ জন।
ফুড টেকনোলজিস্ট- ২ জন।
ম্যানেজার(এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট)- ১ জন।
ম্যানেজার(মনিটরিং ইভেলুয়েশন)- ১ জন।
কনসালটেন্ট(জয়েন্ট সেক্রেটরি)- ১ জন।
কনসালটেন্ট(পে অফিসার)- ১ জন।
ইয়ং প্রফেশনাল(মিডিয়া এন্ড পাবলিক রিলেশন অফিসার)- ১ জন।
ইয়ং প্রফেশনাল(টেকনিক্যাল)- ৪ জন।
ইয়ং প্রফেশনলা(ম্যানেজমেন্ট)- ৪ জন।