Kartik Pujo 2021 : বাঙালির বারো মাসে তেরো পার্বণ, দেখে নিন ২০২১ সালে কার্তিক পুজোর নির্ঘন্ট

পৌরাণিক মতে, দেবাধিদেব মহাদেব এবং পার্বতীর কনিষ্ঠ পুত্র ছিলেন কার্তিক (Kartik)। কার্তিক কোনো বৈদিক দেবতা নন, দেব সেনাপতি কার্তিক হলেন পৌরাণিক দেবতা। হিন্দু ধর্মীয় শাস্ত্র অনুসারে বলা হয়, কার্তিকের পুজো (Kartik Pujo) করলে পুত্রসন্তান লাভ করা সম্ভব। কেবল পুত্রসন্তান লাভই নয়, কার্তিকের পুজো করলে সংসারে আর্থিক সমাগম হয়। বীরত্বের প্রতীক কার্তিকের আরাধনায় যশ ও বল বৃদ্ধি পায়। বলা হয়, হিন্দুদের উর্বরতার দেবতারূপেও কার্তিকপুজো করা হয়।
প্রাচীন ভারতের সর্বত্র কার্তিক পুজোর রীতি ছিল। ভারতের অন্যান্য অঞ্চলের তুলনায় দক্ষিণ ভারতে সর্বাধিক জনপ্রিয়। উত্তর ভারতে আজও কার্তিককে প্রাচীন দেবতারূপে পূজা করা হয়। অন্যান্য হিন্দু দেব-দেবীর মতন কার্তিকেরও একাধিক নাম রয়েছে। যেমন – কৃত্তিকাসুত, আম্বিকেয়, নমুচি, স্কন্দ, শিখিধ্বজ, অগ্নিজ, বাহুলেয়, ক্রৌঞ্চারতি, শরজ, তারকারি, শক্তিপাণি, বিশাখ, ষড়ানন, গুহ, ষান্মাতুর, কুমার, সৌরসেন, দেবসেনাপতি ইত্যাদি। কার্তিকের বাহন ময়ূরকে সৌন্দর্য ও শৌর্যের প্রতীক মনে করা হয়।
রীতি অনুযায়ী, কার্তিক পুজো হয় মূলত সূর্যের গতির ওপর নির্ভর করে। সূর্য যখন তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে যায় অর্থাৎ কার্তিক মাসের শেষ দিনেই কার্তিক পুজো করা হয়ে থাকে। চলতি বছরে আগামী ১৬ নভেম্বর, মঙ্গলবার বেলা ১টা ২ মিনিটে সূর্য রাশি পরিবর্তন করবে। তাই ঐ দিনেই কার্তিক পুজো পালন করা হবে।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে ২০২১ সালের কার্তিক পুজোর নির্ঘন্ট হল – বাংলার ৩০ শে কার্তিক, ইংরেজির ১৬ ই নভেম্বর, মঙ্গলবার। শুক্লপক্ষ তিথি, দ্বাদশী দিবা ৮ টা ২ মিনিট পর্যন্ত, পরে ত্রয়োদশী।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে ২০২০ সালের কার্তিক পুজোর নির্ঘন্ট হল – বাংলায় ২৯ কার্তিক, ইংরেজি ১৬ নভেম্বর, মঙ্গলবার।শুক্লপক্ষ দ্বাদশী তিথি, ঘ ৯ টা ১২ মিনিট ৫৮ সেকেন্ড পর্যন্ত, পরে ত্রয়োদশী। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের কাটোয়া,বাঁশবেড়িয়া ও চুঁচুড়া অঞ্চলে কার্তিক পুজো বিশেষ খ্যাত।