Shikhar Dhawan: জন্মদিনে শিখর ধাওয়ান, জেনে নিন কেরিয়ার থেকে বিয়ের সমস্ত খবর এক নজরে
বহুজাতিক টুর্নামেন্টে(tournament) ভারতীয় ক্রিকেট দলের অন্যতম বড় ভরসার নাম ডানহাতি ওপেনার(right hand opener)শিখর ধাওয়ান। শিখর ধাওয়ান দ্বিপাক্ষিক সিরিজে রানের খরার ফলে বাদ পড়লেও কিন্তু বহুজাতিক টুর্নামেন্টে খেলার সুযোগ পেলেই তাকে ভিন্ন স্টাইলে(style) দেখা যায়। ক্রিকেট বিশ্বে গব্বর নামে পরিচিত শিখর ধাওয়ান যে বহুজাতিক টুর্নামেন্টের সবচেয়ে বড় ম্যাচ উইনার তা প্রমাণ করেছেন এক-দুইবার নয়, বহুবার। আজ শিখর ধাওয়ানের ছত্রিশ তম জন্মদিনে একনজরে ফিরে দেখা যাক এই ভারতীয় ক্রিকেটারের কেরিয়ার(career) থেকে প্রেমসহ লম্বা যাত্রাপথ।
শিখর ধাওয়ানের জন্ম হয় দিল্লীতে আজকের দিনে অর্থাৎ ৫ই ডিসেম্বর একটি পাঞ্জাবী পরিবারে। দিল্লীর মীরা বাগের সেন্ট মার্কস সিনিয়র পাবলিক স্কুলের ছাত্র ছিলেন শিখর। বারো বছর বয়স থেকেই কোচ তারক সিনহার তত্ত্বাবধানে ক্রিকেট প্র্যাকটিস শুরু করেন শিখর। প্রথমে একজন উইকেট কিপার হিসাবে খেলতে শুরু করেন শিখর।
শিখর ধাওয়ান ২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের সুযোগ পেয়েছিলেন। যদিও তিনি প্রথম কয়েক বছরে যথেষ্ট লড়াই করেছিলেন, তবে ২০১৩ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি তার ভাগ্য পরিবর্তন করেছিল। শিখর ধাওয়ান ২০১৩ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। এছাড়াও, তিনি টুর্নামেন্টের সেরা রান স্কোরারও ছিলেন, যার কারণে তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের খেতাব পেয়েছিলেন।
সেই থেকে ২০১৮ সাল পর্যন্ত ভারতের হয়ে শিখর মোট ৬টি বহুজাতিক টুর্নামেন্ট খেলেছেন, যেখানে তিনি ভারতের হয়ে সেরা স্কোরার হয়েছেন। ২০১৩ সালের পর, তিনি পরের বছরের এশিয়া কাপেও ভারতের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন। একই বছরে, ২০১৩ বিশ্বকাপেও, টুর্নামেন্টে ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ রান এসেছিল শিখর ধাওয়ানের ব্যাট থেকে। একই ভাবে, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে, শিখর ধাওয়ান আবারও সর্বোচ্চ রান সংগ্রাহক ভারতীয় খেলোয়াড় ছিলেন।
তবে ক্রিকেট কেরিয়ারের পাশাপাশি শিখর ধাওয়ান তার বৈবাহিক সম্পর্ক নিয়েও চর্চায় এসেছিলেন এবছরের সেপ্টেম্বর মাসে। বয়সে দশ বছরের বড় স্ত্রী আয়েশা মুখার্জীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেন শিখর ইনস্টাগ্রামে। তবে এই ঘটনা যথেষ্ট অপ্রত্যাশিত ছিল। ২০১২ সালে বিয়ে হয় আয়েশা এবং শিখরের। এক ফেসবুক পোস্টে আলাপ হয়েছিল তাদের। তবে আয়েশা শিখর ধাওয়ানের আগেও এক অস্ট্রেলিয়ান ব্যবসায়ীর স্ত্রী ছিলেন। তার দুটি পুত্রসন্তানও ছিল। দুই পুত্র সহ আয়েশাকে বিয়ে করেছিলেন শিখর।