richest youtubers: ক্যারি মিনাটি থেকে সন্দীপ মাহেশ্বরী, জেনে নিন দশজন ধনীতম ইউটিউবারের আয়
ইউটিউব বর্তমানে শুধু বিনোদন ছাড়াও হয়ে উঠেছে এমন একটি মাধ্যম যাকে ভিত্তি করে তৈরী হয়েছে ইউটিউবার(youtuber)পেশাটি। এই পেশাকে বেছেও নিচ্ছে এই প্রজন্মের বহু তরুণ তরুণী। একবার জনপ্রিয়তা অর্জন করে ফেলতে পারলেই খুব তাড়াতাড়ি ইউটিউবাররা রোজগার করে ফেলতে পারেন কয়েক লক্ষ টাকা। গতানুগতিকতার বাইরে বেরিয়ে নিজের সৃজনশীলতা তুলে ধরার মতো এমন প্ল্যাটফর্ম(platform) বহু তরুণ তরুণীকে রাতারাতি তারকা বানিয়ে দিয়েছে এই কয়েক বছরে। দেখে নেওয়া যাক এক নজরে এবছরের ধনীতম ইউটিউবারদের পরিচয় যাদের চ্যানেলের অভিনব কনটেন্ট(content) এবং বিপুল সাবস্ক্রাইব(subscribe) তাদের বানিয়েছে কোটিপতি।
- ক্যারি মিনাটি

এই মুহূর্তে জনপ্রিয়তার শীর্ষে থাকা ভারতীয় ইউটিউবারদের মধ্যে প্রথমেই আসে ক্যারি মিনাটির নাম। বর্তমানে ইউটিউব থেকে তার বার্ষিক আয় চার মিলিয়ন মার্কিন ডলার। তার দুটি ইউটিউব চ্যানেল আছে, একটিতে তিনি গেমের ভিডিও এবং অন্যটিতে ব্যাঙ্গাত্মক ভিডিও পোস্ট করে থাকেন। দুটি চ্যানেলের একটিতে ৩০.৮ মিলিয়ন এবং অন্যটিতে ৯.৩ মিলিয়ন সাবস্ক্রাইবার। সম্প্রতি নারীবিদ্বেষমূলক মন্তব্যের জন্য বিতর্কে জড়িয়ে পড়েন ক্যারি মিনাটি ওরফে অজেয় নগর।
- অমিত ভাদানা

২০২১ এ অমিত ভাদানার বার্ষিক আয় ৬.৩ মিলিয়ন মার্কিন ডলার। তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার এর সংখ্যা ২২ মিলিয়ন। প্রাথমিকভাবে তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাবার পরেই তিনি ইউটিউব চ্যানেল খোলেন। দিল্লীনিবাসী অমিত আইনবিদ্যা নিয়ে পড়াশোনা করেছেন।
- ভুবন বাম

BB ki vines নামের ইউটিউব চ্যানেলের মালিক ভুবন বাম ভারতের প্রথম ইউটিউবার যার চ্যানেলে মোট সাবস্ক্রাইবার পেরিয়েছিল দশ মিলিয়নের বেশি। সাতাশ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটরের চ্যানেলে বর্তমানে কুড়ি মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে। ভুবন বাম প্রথমবার তার চ্যানেলে একাধিক চরিত্রে অভিনয় করে মুগ্ধ করেছিলেন দর্শকদের। তার বর্তমানে বার্ষিক আয় প্রায় বাইশ কোটি টাকা।
- আশিষ চঞ্চলানি

আশিষ চঞ্চলানি তথা আশুর বর্তমানে বার্ষিক আয় ঊনত্রিশ কোটি টাকা। তিনি প্রথমে তার চ্যানেলে চলচ্চিত্র সমালোচনা করলেও পরে ভাইন্স বা একাধিক চরিত্রে অভিনয় শুরু করেন। ইউটিউবে তার মোট ফলোয়ার সংখ্যা ২১ মিলিয়নের বেশি। এর আগে তিনি হিন্দি ধারাবাহিকেও অভিনয় করেছেন।
- গৌরব চৌধুরী

টেকনিক্যাল গুরুজী নামেই বিখ্যাত হওয়া গৌরব চৌধুরীর বর্তমানে বার্ষিক আয় ৪৫ মিলিয়ন মার্কিন ডলার যা প্রায় ৩২৬ কোটি টাকার কাছাকাছি। দুবাই পুলিশের সার্টিফায়েড সিকিউরিটি ইঞ্জিনিয়ার হবার পাশাপাশি ২০১৫ সালে খোলেন টেকনিক্যাল গুরুজী নামের ইউটিউব চ্যানেলটি।
- হর্ষ বেনিওয়াল

পঁচিশ বছর বয়সী হর্ষ বেনিওয়াল এর ইউটিউব চ্যানেলে মোট সাবস্ক্রাইবার এর সংখ্যা বর্তমানে ১৩.৪ মিলিয়ন। তার বার্ষিক আয় দুই মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ প্রায় ষোল কোটি টাকা।
- এমিওয়ে বানটাই

জনপ্রিয় এই র্যাপারের আসল নাম বিলাল শেখ কিন্তু তার দর্শক তাকে এমিওয়ে বান্টাই নামেই চেনেন। তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার এর সংখ্যা দশ মিলিয়ন। এই র্যাপ গায়কের বার্ষিক আয় ২.৫ মিলিয়ন মার্কিন ডলার।
- নিশা মধুলিকা
ইউটিউবের জনপ্রিয় শেফ এবং ফুড ব্লগার নিশা মধুলিকার মোট সাবস্ক্রাইবার এর সংখ্যা ১১ মিলিয়ন। তার বার্ষিক আয় ৪.৪ মিলিয়ন মার্কিন ডলার।
- বিদ্যা বক্স

আসল নাম বিদ্যা আয়ার হলেও বিদ্যা বক্স নামেই পরিচিত প্রবাসী এই ইউটিউবার। বিভিন্ন ভারতীয় বলিউড গানের সঙ্গে ইংরাজি গানের ফিউশনের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন এই ইউটিউবার। বর্তমানে তার সাবস্ক্রাইবার এর সংখ্যা ৭.৪২ মিলিয়ন এবং বার্ষিক আয় ৭৪ লাখ টাকা।
- সন্দীপ মাহেশ্বরী

ইউটিউবের জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার সন্দীপ মাহেশ্বরীর বার্ষিক আয় বর্তমানে তিন কোটি টাকা। নিজের চ্যানেলে তার মোট সাবস্ক্রাইবার এর সংখ্যা একুশ মিলিয়ন। ২০১৫ সালে তিনি তার ইউটিউব চ্যানেল শুরু করেন।