Christmas 2021 – ক্রিসমাস উপলক্ষে বাড়িতেই বানিয়ে নিন ক্রিসমাস ট্রি, রইল বানানোর পদ্ধতি

রাখী পোদ্দার, কলকাতা: বাঙালির শীতকাল (winter) মানেই উৎসবের মরসুম (Festive Season)। শীতের আমেজে প্রিয় মানুষটির সাথে পছন্দের জায়গায় ঘুরতে যাওয়া হোক কিংবা পরিবারের সকলের সাথে পিকনিকে যাওয়াই হোক সব মিলিয়ে শীতকাল যেন তার নিজস্ব রঙে রঙিন। শীতকালে বাঙালির পছন্দের তালিকায় রয়েছে যেমন নলেন গুড় তেমনই এই তালিকায় রয়েছে আরও একটি নাম। পাশ্চাত্য সংস্কৃতির অংশ হলেও বেশ কয়েক বছর ধরে কলকাতা (Kolkata) শহরবাসীও বেশ উপভোগ করছে এই উৎসব। নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে এখানে ঠিক কোন উৎসবের কথা বলা হচ্ছে। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন শীতকালে বাঙালির অন্যতম পছন্দের উৎসব ক্রিসমাস (Christmas)।

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপরই গোটা শহর সেজে উঠবে নানা রকম আলোয়। এই উৎসবের মরসুমে আলোক সজ্জায় সজ্জিত হয়ে পার্ক স্ট্রিট (park street) হয়ে উঠবে স্বপ্নসরনী। বহু জায়গা থেকে মানুষ এসে ভিড় জমায় এদিন। ক্রিসমাস কেক, ক্রিসমাস ট্রি সব কিছুই যেন বড়ো আপন হয়ে উঠেছে বাঙালির। আর এই ক্রিসমাসের মরসুমে অনেকেই তাদের বাড়িতে ক্রিসমাস ট্রি নিয়ে এসে টুনি বাল্ব (Rice Light) বা ফেয়ারি আলো গাছে জড়িয়ে সাজায়। তবে এবছর বড়দিনের আগেই বাড়িতেই বানিয়ে ফেলুন ক্রিসমাস ট্রি। প্রতি বছর তো দোকান থেকে কিনে আনেন ক্রিসমাস ট্রি (Christmas tree)। এবার ক্রিসমাস হোক অন্য রকম। নিজের হাতে বানান ক্রিসমাস ট্রি। এখন নিশ্চয়ই আপনি ভাবছেন বড়দিন উপলক্ষে কী ভাবে বাড়িতেই বানাবেন ক্রিসমাস ট্রি? আসুন জেনে নিন সহজ উপায়ে কিভাবে তৈরি করবেন এই ক্রিসমাস ট্রি।

Christmas Tree,Christmas 2021,Christmas,ক্রিসমাস,ক্রিসমাস ট্রি,বড়দিন,সন্তাক্লজ,বড়দিনের ক্রিসমাস ট্রি,বড়দিনের ক্রিসমাস ট্রি তৈরী,বাড়িতেই ক্রিসমাস ট্রি তৈরী,how to make christmas tree,Making Christmas tree at home

এই ক্রিসমাস ট্রি বানানোর জন্য প্রয়োজন সবুজ ও বাদামী কাগজ। আর তাছাড়াও লাগবে আঠা, কাঁচি, ছুঁড়ি, পেন্সিল, গ্লিটার গ্লু, পাফি পেইন্ট, সিকুইন, বোতাম, ফিতে ইত্যাদি। আর অবশ্যই প্রয়োজন একটি বড় মাপের পিচবোর্ড। উপকরণ তো জানা হয়ে গেল এবার জেনে নেওয়া যাক পদ্ধতি।তার জন্য প্রথমে একটি পিচপোর্ড নিন। এবার তার ওপর স্কেল ও পেনসিলের সাহায্য ত্রিভুজ আঁকুন। পর পর তিনটি আলাদা আলাদা মাপের ত্রিভুজ আঁকবেন। একটি ত্রিভুজ আঁকবেন বড়ো মাপের, অপর ত্রিভুজটি আঁকবেন আগের ত্রিভুজ থেকে একটু ছোট্টো, আর শেষের ত্রিভুজটি আঁকবেন সবথেকে ছোট্টো মাপের। এবার ছুঁড়ি দিয়ে ত্রিভুজগুলো কেটে নিন। তারপর সবুজ কাগজ দিয়ে এই পিচবোর্দের ত্রিভুজের টুকরোগুলোকে মুড়ে নিন। ভালো করে আঠা লাগাবেন যাতে খুলে না যায়।

তিনটি আলাদা আলাদা মাপের ত্রিভূজ আকৃতির কাগজ দিয়ে গাছের পাতার অংশ তৈরি করা হবে। এবার বানাবেন গাছের কান্ড। ক্রিসমাস ট্রি (Christmas Tree) এর নিচের অংশ বানাতে একই ভাবে ব্যবহার করুন পিচবোর্ড। পিচবোর্ডের ওপর গাছের কান্ড আঁকুন। এবার তা ছুঁড়ি কিংবা কাঁচির সাহায্যে কেটে নিন। তার ওপর খয়েরি রঙের কাগজ মুড়ে ফেলুন। এই খয়েরি (brown) কাগজ আটকানোর সময় অবশ্যই ভালো ভাবে আঠা লাগিয়ে নেবেন যাতে তা না খুলে যায়। এবার এই চারটি জিনিস পর পর জুড়তে হবে। খয়েরি যে কান্ড বানিয়েছেন, তার ওপর বড় মাপের ত্রিভূজ আটকান আঠা দিয়ে। তার ওপর দিন মাঝারি এবং একদম ওপরে থাকবে ছোট আকৃতির সবুজ রঙের ত্রিভূজ।

সবকটি জিনিসকে ভালোভাবে আঠা দিয়ে আটকে কিছুক্ষণ শুকোতে দিন। এবার পিচবোর্ডের ওপর গোল, তারা, ছাতা আঁকুন। তা কেটে রঙিন কাগজ দিয়ে মুড়ে দিন। আরও আকর্ষণীয় করে তুলতে আপনি ব্যবহার করতে পারেন গ্লিটার গ্লু। এবার এগুলো ক্রিসমাস ট্রি ওপর লাগিয়ে দিন। এরপর এগুলোর ওপর বোতাম ও ফিতে লাগান। রঙ ব্যবহার করে সুসজ্জিত করে তুলুন আপনার ক্রিসমাস ট্রিকে। এরপর এটিকে ঘরের নির্দিষ্ট জায়গায় রেখে, টুনি লাইট(rice light) বা ফেয়ারি লাইট ব্যবহার করেও সাজাতে পারেন।




Back to top button