MARUTI SUZUKI ALTO- ভোল বদলে নতুন রূপে মধ্যবিত্তের চারচাকা ‘অল্টো’, কী কী নতুন ফিচার এল জেনে নিন

নতুন বছরে নতুন রূপে আসতে চলেছে ছাপোষা মধ্যবিত্তের ‘চারচাকা’ (Four Wheeler) নামে পরিচিত ‘অল্টো’ (Alto)। তবে সেটা ভারতবর্ষে নয়। ‘টেকনোলজির দেশ’ (Country of Technology) জাপানে (Japan) নতুন রূপে নতুন ডিজাইনের অল্টো (Alto) লঞ্চ করতে চলেছে মারুতি সুজুকি (Maruti Suzuki) কোম্পানি। সম্প্রতি কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল নতুন বছরে এই কোম্পানির গাড়িগুলির ‘ফেস লিফট’ (Face Lift)-র কথা। অবশেষে জানা গেল ‘ক্যামোফ্লাজড’ (Camouflaged) রূপে লঞ্চ করতে চলেছে এই ‘অল্টো’ গাড়ি।
এক্সটিরিয়র (Exterior) ও ইন্টিরিয়র (Interior) উভয় ডিজাইনেই আসতে চলেছে অভূতপূর্ব পরিবর্তন। ভারতের বাজারের চেনা জানা ‘অল্টো’-র তুলনায় জাপানের মডেলের পার্থক্য বিস্তর। অনেক দিন ধরেই ‘অল্টো’-র এন্ট্রি লেভেল (Entry Level) হ্যাচব্যাকটির (Hatchback) ডিজাইন ছিল একই রকম। কোম্পানী সূত্রে জানা গেছে, এবার এই নতুন ডিজাইনের ‘অল্টো’ তৈরী হবে ওয়াগেনর (WagonR) ও এস-প্রেসোর (S-Preso) মডেলগুলির মতনই হার্টটেক (Heartech) প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে।
জাপানের লঞ্চ হওয়া এই ‘অল্টো’ গাড়িতে থাকতে চলেছে সাত ইঞ্চির টাচ স্ক্রিন (Touch Screen)। বদল আসবে গাড়ির কেবিনেও, গাড়ির কেবিনে জায়গাও রাখা হয়েছে আগের তুলনায় বেশ খানিকটা বেশি। তবে পরিবর্তন হচ্ছে না গাড়ির ইঞ্জিনে। আগের মতনই এই গাড়িতে থাকতে চলেছে ৭৯৬ সিসি পেট্রোল ইঞ্জিন থাকবে। ৩ সিলিন্ডার ইঞ্জিনটি ৪৮ পিএস(PS) শক্তি এবং ৬৯ এনএম (Nm) পিক টর্ক জেনারেট (Generate) করে। মাইল্ড হাইব্রিড (Mild Hybrid) সিস্টেম-যুক্ত ইঞ্জিনের অপশনও থাকছে এই নতুন ডিজাইনের ‘অল্টো’-তে। পাশাপাশি রয়েছে আরো অত্যাধুনিক সব ফিচার্স (Features)।
আরও পড়ুন……Cyclone Jawad: জাওয়াদ গ্রাসে বাংলা, আম্ফানের দুর্বিষহ স্মৃতি নিয়েই আতঙ্কে প্রহর গুনছে আম-আদমি
গাড়ির সামনের অংশের নকশা ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে। বদল আনা হয়েছে গাড়ির পিছনের অংশেও। নতুন ডিজাইনের অল্টোর কেবিন ড্যাশবোর্ডের (Dashboard) লে-আউট (Layout) এর সাথে সাথে গাড়ির ইন্টিরিয়র ডিজাইন এবং সিট-এর ক্ষেত্রেও বহুল পরিবর্তন এনেছে মারুতি সুজুকি। সাধারণত অল্টোর দাম শুরু হয় ২.৯৯ লক্ষ টাকা থেকে। তবে আগামী বছরে লঞ্চ হওয়া আপডেটেড ‘অল্টো’র প্রাইস লিস্ট (Price list) এখনও লঞ্চ করেনি কোম্পানি। গাড়ির থিম কালার (Theme Colour) সম্পূর্ণ ব্ল্যাক হলেও অন্যান্য কালার ভেরিয়েন্ট (Variant) গুলো এখনও জানা যায়নি। বৃদ্ধি পাওয়া পেট্রোপণ্যের মূল্যের কথা মাথায় রেখেই তৈরী করা হয়েছে এই গাড়ি, তবে ভারতের মাটিতে এই গাড়ি কবে আসতে চলেছে সে ব্যাপারে এখনও কিছু জানায়নি কোম্পানি।