Money Heist Season 5: আসছে নতুন সিজন! ‘মানি হাইস্ট’ ৫ ঘিরে তুঙ্গে চর্চা, চমক দিলেন অনিল, রাধিকারা

ডিজিটাল প্ল্যাটফর্মের রমরমার যুগে চলচ্চিত্রের চেয়েও জনপ্রিয় ওটিটিতে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজগুলি। ২০২১-এর অন্যতম প্রতীক্ষিত ওয়েব সিরিজ ছিল ‘মানি হাইস্ট’। সম্প্রতি মুক্তি পেয়েছে ওয়েব সিরিজের অফিসিয়াল ট্রেলার। ইতিমধ্যেই বিশ্বের প্রায় ৯০ লক্ষ মানুষ দেখে ফেলেছেন সিজন ৫-র ট্রেলার। নেটফ্লিক্স মোতাবেক, এটিই মানি হেইস্টের সর্বশেষ সিজন। স্বভাবতই উত্তেজনা দীর্ঘায়িত করার জন্য নিজস্ব পরিকল্পনাও ফেঁদে ফেলেছে নেটফ্লিক্স!

এ বছর হেইস্টের পঞ্চম সিজন মুক্তি পাবে দুই অধ্যায়ে। সিজন ৫-এর ভল্যুম ১-এর ট্রেলার ইতিমধ্যেই বেশ হিট। নেটফ্লিক ভারতের ইউটিউবে এই ট্রেলারের ভিউ মাত্র ৩ সপ্তাহেই ছুঁয়েছে ২৭ লক্ষ! সিজন ৫-এর ট্রেলারে দেখা যাচ্ছে, অ্যালিসিয়ার হাতে বন্দি প্রফেসর, পালানোর চেষ্টা করছেন তিনি! ওয়েব সিরিজের প্রথম ভল্যুম মুক্তি পাবে আগামী ৩রা সেপ্টেম্বর। দ্বিতীয় ভলিউমের প্রিমিয়ার ঠিক তিনমাস পর, অর্থাৎ এ বছরের ৩রা ডিসেম্বর।

নেটফ্লিক্স,নেটফ্লিক্স সিরিজ,মানি হেইস্ট,মানি হেইস্ট সিজন ৫,ওটিটি প্ল্যাটফর্ম,ইউটিউব,সোশ্যাল মিডিয়া,Money heist,money heist season 5,money heist netflix,netflix originals,netflix web series,OTT platforms,YouTube,Social Media

‘মানি হেইস্ট’-এর স্প্যানিশ নাম ‘লা কাসা দে পাপেল’, এর অর্থ হল ‘দ্য হাউস অফ পেপার’। পেপার বা তাসের ঘরের মতোই ভাঙে-গড়ে প্রফেসরের ‘হেইস্ট’ সংসার। বর্তমানে গুগলের ট্রেন্ডিং বিষয়গুলির মধ্যে একটি নেটফ্লিক্সের এই জনপ্রিয় সিরিজ। ‘মানি হাইস্ট’- এ অভিনয় করেছেন অ্যালভারো মর্তে ওরফে ‘প্রফেসর’, ইতজিয়ার ইতুয়াও তথা ইন্সপেক্টর ‘রেকেল’, মিগুয়েল হেরেন ওরফে ‘রিও’ এবং জাইম লোরেট ওরফে ‘ডেনভার’। পূর্বের চার সিজনেই বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছে মানি হেইস্ট।

নেটফ্লিক্স,নেটফ্লিক্স সিরিজ,মানি হেইস্ট,মানি হেইস্ট সিজন ৫,ওটিটি প্ল্যাটফর্ম,ইউটিউব,সোশ্যাল মিডিয়া,Money heist,money heist season 5,money heist netflix,netflix originals,netflix web series,OTT platforms,YouTube,Social Media

হেইস্টের শেষ সিজনের পরতে পরতে থাকছে টানটান উত্তেজনা। প্রতিটি দৃশ্যেই চলবে চিন্তাভাবনা ও বুদ্ধিমত্তার ‘রোলার কোস্টার’! প্রফেসরকে ছাড়াই ডেনভার, ম্যানিলা এবং টোকিও-কে তাঁদের পরিকল্পনা বাস্তবায়িত করতে হবে এই সিজনে। যদিও পথ প্রদর্শক প্রফেসরকে ছাড়াই লক্ষ্যের দিকে এগোতে হবে ত্রয়ীকে! আদৌ সফল হবেন তাঁরা? উত্তর পেতে অপেক্ষা করতে হবে সেপ্টেম্বর পর্যন্ত।

মানি হেইস্টের সাম্প্রতিক ট্রেলারে প্রফেসরের তরফে রয়েছে ‘চেকমেট’-এর ইঙ্গিত। স্বাভাবিকভাবেই প্রফেসরের ফ্যানমহল অধীর আগ্রহে অপেক্ষারত। নেটফ্লিক্সের আন্তর্জাতিক সহ ভারতীয় ইউটিউব চ্যানেলেও নির্মাতারা শেয়ার করেছেন ‘মানি হাইস্ট ৫’-এর ভিডিয়ো যা ফ্যানমহলে উত্তেজনাকে দ্বিগুণ করে দিয়েছে।

নেটফ্লিক্স,নেটফ্লিক্স সিরিজ,মানি হেইস্ট,মানি হেইস্ট সিজন ৫,ওটিটি প্ল্যাটফর্ম,ইউটিউব,সোশ্যাল মিডিয়া,Money heist,money heist season 5,money heist netflix,netflix originals,netflix web series,OTT platforms,YouTube,Social Media

সূত্র মারফত খবর, স্প্যানিশ টেলিভিশনে ২০১৭ সালে প্রথম চালানো হয় ‘মানি হেইস্ট’। সেইসময় প্রায় ৪৩ লক্ষ মানুষ দেখে ফেলেন এই সিরিজ। জনপ্রিয়তা তুঙ্গে থাকার কারণে বিশ্বের অন্যান্য প্রান্তেও এই সিরিজের চাহিদা বৃদ্ধি পায়। টিভি সিরিজের ১৫টি এপিসোডকে ভেঙে ২২টি এপিসোড করে নেটফ্লিক্স আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেয় মানি হেইস্টকে। ফ্রান্স, ইতালি, চিন, পর্তুগাল সহ ব্রাজিল ও অস্ট্রেলিয়ার নেটফ্লিক্সের অন্যতম জনপ্রিয় সিরিজ ‘মানি হেইস্ট’।

হেইস্টের খ্যাতিকে শিখরে পৌঁছে দিতে সম্প্রতি অভিনব পদক্ষেপ ফেলেছে নেটফ্লিক্স ইন্ডিয়া। নাইরোবির স্মৃতিচারণা হোক বা টোকিয়ো, রিও, অসলো, ডেনভার, হেলসিঙ্কি, বার্লিন, লিসবনদের কথোপকথন, সবই এইবার হবে হিন্দি, তামিল ও তেলেগুতে! ২৩শে অগস্ট নেটফ্লিক্সের তরফে প্রচারমূলক একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। আর চমকটা সেখানেই! ভিডিয়োর দৌলতে কলকাতার রাজপথ থেকে মহারাষ্ট্র, এমন কি দক্ষিণ ভারতেও পৌঁছে গেছে মানি হেইস্ট।

‘মানি হেইস্ট’-এর দৌলতে নতুন করে মানুষের কাছে পৌঁছে যায় বৈপ্লবিক ভাবধারার সঙ্গীত ‘বেলা চাও’। বেলা চাওয়ের সুরে ‘জলদি আও’-য়ে গলা মিলিয়েছেন কলকাতার অভিনেত্রী খেয়া চক্রবর্তী থেকে বলিউডের তারকা অনিল কপূর, বিক্রান্ত মাসে, রাধিকা আপ্তেরা। বৈচিত্র্যমূলক ভারতের সঙ্গে তাল মেলাতে নেটফ্লিক্স এই গানে হিন্দির পাশাপাশি ব্যবহার করেছে অন্যান্য ভাষাও। আপাতত দেখার এটাই, ‘জলদি আও’-য়ের মতো সিজন ফাইভেও কী বৈচিত্র্য আনতে পারবে প্রফেসর? চোর-পুলিশের এই খেলায় কী থাকবে নতুন কোনো ট্যুইস্ট? জানতে গেলে অপেক্ষা করতেই হবে ৩রা সেপ্টেম্বর পর্যন্ত!




Back to top button