Roundup 2021: ‘থ্রি মাস্কেটিয়ার্স’ ফিরছে বড় পর্দায়, ফেলুদা চরিত্রে অভিনেতার নাম ফাঁস পরিচালক সন্দীপ রায়ের

নতুন বছরে ফিরছে ‘থ্রি মাস্কেটিয়ার্স’। হ্যাঁ ঠিকই শুনছেন ফিরছেন ফেলুদা সহ জটায়ু এবং তপসেও। চমকে যাওয়ার মতনই খবর খানিক বাঙালির ফেলু প্রেমীদের কাছে, সাথে আনন্দেরও। সন্দীপ রায় ফেলুদাকে যে ফেরাচ্ছেন তার অফিসিয়াল ঘোষণা করেন বাঙালির ‘বড়দিনেই’। তাঁর পরিচালনায় আগামী বছর অর্থাৎ ২০২২য়ে ‘হত্যাপুরী’ ছবির মাধ্যমে বড়পর্দায় ফের দর্শন দেবেন বাঙালির প্রিয় গোয়েন্দা প্রদোষ চন্দ্র মিত্র। কিন্তু ফেলুদা করবেন কে সাথে তোপসে এবং জটায়ুর ভূমিকায় কে থাকবে সে নিয়ে কিন্তু এখন থেকেই চলছে জল্পনা কল্পনা। যদিও এখনও সন্দীপ রায় কিছু খোলসা করে বলেননি। শুধু বলেছেন যারা ফেলু মিত্তিরের চরিত্রে অভিনয় করতেন তাঁদের কাউকে দেখা যাবে না। অর্থাৎ এমন অভিনেতাকে নেওয়া হবে যিনি এই চরিত্রে আগে অভিনয় করেন নি। বিশেষ ভাবে উল্লেখ্য আগামি মার্চ থেকে এই ছবির শুটিং শুরু হবে।
‘হত্যাপুরী’র পরিচালনা ও চিত্রনাট্যর সঙ্গে এ ছবির সংগীত পরিচালনার দায়িত্বেও রয়েছেন সন্দীপ রায় নিজেই। সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলাবেন সৌমিক হালদার। তবে ফেলুদা, তোপসে এবং জটায়ুর চরিত্রে করা থাকছেন সে ব্যাপারে এখনও কিছু ঘোষণা করা হয়নি প্রযোজনা সংস্থার তরফে। অনেকের মুখেই প্রশ্ন কে হতে পারেন ফেলুদা, কে তোপসে কেই বা জটায়ু। এর উত্তর আপাতত অজানাই। তবুও ফেলুদা হিসাবে সম্ভাব্য হিসাবে কিছু অভিনেতার নাম উঠে এসেছে । যেমন পরমব্রত চট্টোপাধ্যায় , ইন্দ্রনীল সেনগুপ্ত, জিতু কামাল সহ অনেকেই।
পরমব্রত কে মূলত এর আগে ওটিটি প্ল্যাটফর্মে ফেলুদা হিসেবে দর্শকদের সামনে হাজির হয়েছিলেন। এবং সন্দীপ রায়ের পরিচালনায় ফেলুদার ‘বোম্বাইয়ের বোম্বেটে’ ছবিতে তোপসে হিসেবেই তিনি অভিনয় করেছিলেন। এবং টলিপাড়ায় তাঁর সেটা প্রথম কাজ ছিল। ৬ ফুটের শরীর, তুখোড় অভিনয়, গঠন গড়ন দিয়ে সবার মন জয় করেছিলেন সেবার তিনি। কিন্তু সমস্যা হয়েছে তিনি ইতিমধ্যেই ব্যোমকেশ হিসেবেও বড়পর্দায় কাজ করেছেন।
অন্যদিকে আছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। টলিপাড়ায় জোরদার গুঞ্জন ইতিমধ্যেই চলছে ফেলুদার চরিত্রে নাকি তাঁকেই দেখা যাবে। ইন্দ্রনীলের অডিশনও নাকি নিয়েছেন সন্দীপ রায়। ইন্দ্রনীলের তীক্ষ্ণ নাক-চোখ-মুখ থেকে ৬ফিটের চেহারা যে ফেলুদা সাজার অন্যতম সেটার সন্দেহ নেই। সাথে রয়েছে তীক্ষ্ণ অভিনয়ের সঙ্গে ভারি কণ্ঠস্বর।সবশেষে যার নাম উঠে আসছে তিনি জিতু কামাল। অনীক দত্তের ‘অপরাজিত’ ছবির ফার্স্ট লুক ইতিমধ্যেই ভাইরাল নেটপারায়। এছাড়াও তিনি অভিনয়ের মাধ্যমে সকল নেটিজেনদের মনও কেড়েছেন। সুতরাং তিনিও ফেলুদা হতেই পারেন সেটাই আশঙ্কা অনেকেরই।